ওয়েব ডিজাইনার এবং ডেভেলপারদের জন্য সেরা অনলাইন ইমেজ অপ্টিমাইজেশান টুলস

টিউন বিভাগ ওয়েব ডিজাইন
প্রকাশিত
জোসস করেছেন

ইমেজ অপ্টিমাইজেশান এর মধ্যে আছে ইমেজ ক্রুপ, রিসাইজিং, কনভার্ট, কমপ্রেস এছাডাও আরো ছোটো খাটো পরিবর্তন। আপনি যখন কোডীং করেন তখন এই কাজ গুলা করতে ফটোশপে যেতে হয় এবং খুব বিরক্ত লেগে যায়, অনেক সময় লেগে যায়। খুশীর সংবাদ হল যে, এখন থেকে আর বিরক্ত হতে হবে না এবং সময়ও নষ্ট হবে না। অনলাইনে অনেক ফ্রী টুলস পাওয়া যায়। যারা আগে থেকে এগুলা জানেন তারা ব্যবহার করতেছেন আর যারা জানেন না তাদের জন্য আজকের এই টিউন টি। টেকটিউনস এটা আমার প্রথম টিউন।

সেরা  ফটো অপ্টিমাইজেশান টুলস

অনেক গুলো টুলস আছে ইমেজ অপ্টিমাইজেশান এর জন্য। সবগুলো সমান কোয়ালিটির না। সবচেয়ে বেশী ব্যবহ্রত এবং উপকারী কয়েকটা নিয়ে আলোচলনা করবো।
১) Picresize 
এটা সবচেয়ে সহজ টুলস। সহজে ক্রুপ, রিসাইজ এবং এডিট করা যায় এটা দিয়ে। আপনি শুধু কম্পিউটার থেকে ছবিটি আপলোড অথবা ড্রাগ করে দিবেন। এক ক্লিকের মাধ্যমে ফটো নির্দিষ্ট সাইজে চলে আসবে। যেকোনো ফরমেটে ডাউনলোড করে নিতে পারবেন। এটা সম্পুর্ন ফ্রী।
২) JPEG Optimizer
JPEG-Optimizer হচ্ছে রিসাইজ এবং কমপ্রেস করার জন্য একটা ফ্রী টুলস। আপনার ছবিটিকে আপনি যেকোনো জায়গায় দেখাতে পারবেন। এক্সট্রা কোনো সফওয়ার ডাউনলোড করতে হবে না। সবকিছু অনলাইনে হয়ে যাবে।
৩) Shrink Pictures
Shrink pictures এর মাধ্যমে আপনি ইমেজ রিসাইজ করে সরাসরি সোসিয়াল নেটোয়ার্কিং সাইট গুলোতে শেয়ার করতে পারবেন। এটা খুবি সহজ, এই সাইটে গেলে প্রথমে একটা ভিডীও টিউটোরিয়াল আছে এটা দেখে নিতে পারেন। এর মাধ্যমে ফটো স্রিংক এবং যেকোনো ইফেক্ট দিতে পারেন।
৪) Image Optimizer
Image optimizer আপনাকে gifs, এনিমেটেড gifs, pngs, jpegs  অপ্টিমাইজ করতে সাহায্য করবে। যাতে ইমেজ গুলো আপনার সাইটে খুব সহজে লোড হয়। এছাডাও এক ফরমাট থেকে অন্য ফরমাটে কনভার্ট করতে পারবেন।
৫) Jpeg Reducer
Jpeg Reducer একটি ফ্রী টুলস যেটা আপনাকে খুব সহজে ইমেজ স্রিংক করে দিবে। এটা ইমেজের সাইজ এবং পিক্সেল কমিয়ে সুন্দর ভাবে উপস্থাপন করবে।
৬) Compressnow
Compressnow হচ্ছে একটি অয়েব টুলস, যেটা ইমেজ কমপ্রেস করে। এটা বড় ইমেজকে ছোট করে দেয়। খুব দ্রুত ওয়েব পেইজ লোড হবে, ব্যান্ডউইথ কম খরছ হবে। ইমেইল করা অথবা সোসিয়াল সাইটে ফটো দেয়ার আগে এটা ব্যবহার করা যায়।

এই টুলস গুলো ব্যবহার করা খুবই সহজ। যে কোনো ওয়েব ডিজাইনার অথবা ডেভেলপার এই টুলস গুলো ব্যবহার করে তাদের সময়কে কিছুটা হলেও কাজে লাগাতে পারবেন।  এগুলো হইতো খুব ভালো মানের ফটো ইডিটিং করা যাবে না। কিন্তু আমাদের ওয়েবের জন্য সাধারণত যাগুলো দরকার হয় ওগুলো মোটামুটি কম সময়ে করা যাবে।

টিউনটি ভালো লাগলে শেয়ার করুন এবং উপযুক্ত মনে করলে টিউনটিকে নির্বাচিতটিউন মনোনয়ন করুন। যেকোনো প্রশ্ন থাকলে টিউমেন্ট করতে পারেন। সর্বদা প্রযুক্তির সাথে থাকুন। সবাইকে কোডীং এর শুভেচ্ছা রইলো।

ফেসবুকে আমি 

Level 0

আমি এন এম বাবর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির সাথে থাকতে ভালোবাসি। সবসময় নতুন কিছু শিখতে চাই। যা জানি তা সবার মাজে বিলিয়ে দিতে চাই। আমি ওয়েব ডেভেলপমেন্ট করি । জীবনে ভালো কিছু করতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস