ওয়েব ডিজাইনার ও ডেভেলপার ভাই ও বোনদের আমার Jquery plugin's সিরিজ টিউটোরিয়ালে স্বাগতম।
জোকোয়েরি হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক বা ফাংশন লাইব্রেরি।এখানে শত শত ফাংশন আগে থেকেই তৈরী করা আছে যা আপনি ব্যবহার করে আপনার সাইটকে আরও প্রানবন্ত করতে পারেন।এই কাজগুলি শুধু raw জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেও করতে পারবেন তবে এতে অনেক বেশি কোড লিখতে হবে এবং প্রচুর সময় লাগবে।জেকোয়েরির মত আরও অনেক জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আছে যেমন Mootools,Extjs,Dojo,Prototype ইত্যাদি। তবে জেকোয়েরি এবং এরপর মোটুলস এখন সবচেয়ে বেশি বিখ্যাত।জেকোয়েরি বিখ্যাত হওয়ার অনেক কারনের মধ্যে রয়েছে
-সব ব্রাউজার সাপোর্ট করে
-সহজ এবং বিস্তারিত ডকুমেন্টেশন বিদ্যমান
-প্রচুর প্লাগিন বিনামুল্যে পাওয়া যায়।
-সিএসএস ৩ এর সিলেক্টর সাপোর্ট
এছাড়াও আরও অনেক সুবিধা আছে।
আজকের টিউটোরিয়ালে আপনারা দেখবেন কিভাবে আপনার ওয়েব পেজ এ একটি সুন্দর ও কার্যকরী background video section তৈরি করা যায়।
এই টিউটরিয়ালের প্রতিটি step অনেক সহজ ও সাবলীলভাবে বর্ণনা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়। যেহেতু এটি একটি লং টার্ম প্রসেস তাই এই টিউটরিয়ালটি ভিডিওতে করেছি।
নিচের ভিডিও থেকে দেখে নিন কিভাবে Jquery দিয়ে একটি background video section তৈরি করা যায়।
টিউটরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। ভাল থাকুন। আল্লাহ হাফেজ।
আমি পারভেজ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।