এই লেখাটি শুধুমাত্র নতুনদের জন্য যারা অনেক ভাল কাজ জানেন কিন্তু থিমফরেস্টে কিভাবে সঠিকভাবে একটা বুটস্ট্রাপ টেমপ্লেট সাবমিট করতে হয় তা জানেন না। থিমফরেস্টে টেমপ্লেট সাবমিট করার আগে একটা বিষয় মাথায় রাখতে হবে আর সেটা হলো কাজের মান। থিমফরেস্ট শুধুমাত্র ভাল মানের কাজগুলো এপ্রুভ করে থাকে।
আপনি বলতে পারেন, আমার কাজ যে ভাল মানের তা বুঝবো কিভাবে? একেবারে সহজ!! থিমফরেস্টে সদ্য এপ্রুভ হওয়া টেমপ্লেট গুলি দেখেন তারপর সেগুলোর থেকে শিক্ষা নিয়ে আপনার টেমপ্লেটের ভুলগুলো সংশোধন করেন। আমার কাছে মনে হয় থিমফরেস্ট প্রথমে ডিজাইন দেখে তারপর কোড দেখে তাই খুব মনোযোগ এবং যত্ন সহকারে ডিজাইন এবং পরে কোডিং করতে হবে। একটা কথা মনে রাখবেন আপনি যদি ভাল মানের কাজ করেন তাহলে আপনার কাজ এপ্রুভ হবেই ইনশাল্লাহ।
তবে একটা কথা মনে রাখবেন মানহীন বা নিন্মমানের কাযদিয়ে মারকেটপ্লেস নষ্ট করবেন না।
আমি মনে করি এটি আপনাদের কাজ কে আর অনেক সহজ করে দিবে।
Package টি ডাউনলোড করে সেই অনুযায়ি আপনাদের টেমপ্লেটটি সাজালে ইনশাল্লাহ আপনাদের মানসম্মত কাজ Themeforest এ এপ্রুভ হবে।
আমি নূর আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার ,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
ধন্যবাদ আপনাকে।