আস সালামু আলাইকুম,
আশা করি ভাল আছেন।আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভাল আছি।যতটুকু ভাল আছি এর থেকেও আজ মনটা বেশি ভাল। কারণ আমার নষ্ট gf টা ঠিক হয়ে গেছে। আর অনেক দীর্ঘ সময় প্রায় ১৬ঘন্টা পর আমার নষ্ট gf দুপুর ২টার দিকে ঠিক হয়েছে।
কি ভাবছেন??? কোনো মেয়ের কথা বলেছি??? আরে না। আমার কম্পিউটারটা গতকাল সন্ধ্যার দিকে নষ্ট হয়ে যায়। এরপর আজ ঠিক হয়েছে। আসলে সবচেয়ে বেশি সময় দেই তো এই কম্পিউটারকে তাই আর কি gf বলি। আসলে আমি যখন cse তে চান্স পাই,তখন থেকেই কম্পিউটার আমার gf. এর আগেও আমি কম্পিউটারকে অনেক ভালবাসতাম। কিন্তু ২০১৬সালে সেই ভালবাসা একজন ভাগ করে নিয়েছিল। আসলে সেটাও ছিল আমার সাথে অভিনয়। যাই হোক প্রযুক্তি থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম গত বছর। নাহলে আপনাদেরকে নিয়ে হয়ত আমি আরো এগিয়ে যেতাম।তাই বলবো যারা ঐ পথে এখনওপা দেন নি পা দেয়ার চেষ্ট করছেন তাদেরকে বলছি, বিরত থাকুন। ঐ পথটা দেখতে অনেক সুন্দর কিন্তু জীবনের জন্য খুবই দূর্বিসহ। কোনো মেয়েকে নয়, পারলে প্রযুক্তিকে ভালবাসুন।সে আপনাকে বিল গেইটস বানিয়ে দিতে পারে। আর একটা মেয়েকে ভালবাসলে সে আপনাকে ফকির তো বানাবেই সাথে আপনার মান সম্মান নিয়ে হলি খেলবো। sorry, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বলার কে?????
বাদ দিন,সেই ইতিহাস।চলুন, আজকের মূল টপিক এ চলে যাই। আর সবার কাছে দোয়া চাই। আজকের বিষয় টাইটেলে বলা হলেও আমি জানি,অনেকেই বুঝেন নি।তাদেরকে বুঝিয়ে দিচ্ছি,
মনে করুন, আপনি একটি নতুন ক্যাটাগরি তৈরি করলেন যেমন, তৈরি করলেন আপনার নিজের জেলার খবর। যেমন, ময়মনসিংহের খবর।কিন্তু সমস্যা হলো ক্যাটাগরি তৈরি করলেই তো আপনার হোম পেইজে দেখাবে না। তো কি করলে আপনার হোম পেইজে দেখাবে তাই আজকে দেখিয়ে দিবো। গতপর্বে দেখিয়েছিলাম কিভাবে ইডিট হোমপেইজে ক্যাটাগরি দেখাবেন। কিন্তু আজ দেখাবো নতুন ক্যাটাগরির ক্ষেত্রে কিভাবে করবেন ???
তো চলুন, দেখি কিভাবে করতে হবে।
আগেও বলছি, এই জিনিসটা কিন্তু খুবই কঠিন। হা হা হা... ভায় পাইছেন নিশ্চই। আরে একদম সহজ। আমি তো চা পান করতে করতে টিউটোরিয়াল টা তৈরি করেছি। তার মানে কত সহজ সেটা বুঝতেই পারছেন।
প্রথমেই আপনি আপনার ওয়েবসাইটে লগইন করুন।এরপর আপনি সরাসরি আপনার ওয়েবসাইটে ঢুকুন। এরপর নিচের ছবির মত Edit এ ক্লিক করুন।
বিঃ দ্রঃ @টেকটিউনস মোডারেটর, নিচের স্ক্রিনশটটা কোনো ব্যক্তিগত বা প্রফেসনাল বা ব্যবসায়িক ওয়েবসাইট না। এটা শুধু টিউন তৈরির উদ্দেশ্যেই খুলেছি।এই স্ক্রিনশট না দিলে অনেকেই বুঝবে না।তাই স্ক্রিনশট টি দিতে বাধ্য হলাম।
এরপর, আপনি নিচের ছবির মত page builder দেখতে পারবেন। সেখানে category ব্লক এ ক্লিক করুন। না বুঝলে নিচের ভিডিও দেখে নিন।
এরপর দেখবেন নিচের দিকে অনেকগুলি ব্ল্যাংক ব্লক তৈরি হবে।সেখান থেকে যেকোনো একটা ব্লক এ আপনার নতুন তৈরি করা একটা ক্যাটাগরি দিন। আর কয়টা টিউন হোমপেইজে দেখাতে চান তা উল্লেখ করুন। আমি আন্তর্জাতিক নামে একটা ক্যাটাগরি তৈরি করেছি আর সেখানে ৫টি টিউন হোমপেইজে দেখাতে চাই তাই নিচের ছবির মত কাজ করেছি।
এরপর আপডেট এ ক্লিক করুন। তাহলেই হয়ে গেল আপনার ক্যাটাগরি হোমপেইজে এড করা। এবার দেখুন আমার ক্যাটাগরি আমার হোমপেইজে দেখাচ্ছে।
আজকের মত এ পর্যন্তই।বুঝতে কোনো সমস্যা হলে নিচের টিউটোরিয়ালে দেখুন। আর আসলে সবকিছু এখানে লিখা সম্ভব হলো না। ভিডিও তে সব ডিটেইলস আছে।চাইলে দেখে নিতে পারেন।
ভিডীওঃ
ভাল থাকুন,সুস্থ থাকুন
প্রযুক্তিকে ভালবাসুন, আর প্রযুক্তির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।
আমি মোঃ আশিকুর রহমান সরল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন প্রযুক্তি প্রেমী।কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি।পৃথিবীকে নতুন কিছু করে দেখাতে চাই। My Website
vai apni ki hariye gelen? i am waiting for next tune….