ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে [পর্ব-১৩] :: ১০মিনিটেই তৈরি করুন নিউজ পেপার ওয়েবসাইট।পর্ব-২।নিজের লগো,এড রিমোভ,ফেসবুক পেইজ,প্রফাইল ইউটিউব চ্যানেল এড আর নিউজ ক্যাটাগরি দেখানো

ওয়েবসাইট তৈরী সম্পূর্ন ফ্রিতে

আস সালামু আলাইকুম,

আশা করি সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ,আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। তবে মনটা খুব খারাপ। যাইহোক, সেকথা আর আপনাদের বলে কি লাভ।

মন খারাপ থাকলেও আপনাদের কথা আমি ভুলে যাই নি। আমি জানি, যারা sahifa থীমসটি ইন্সটল  করেছেন তারা অনেকে হয়ত লগো কিভাবে চেঞ্জ করবেন।ডিজাইন কিভাবে চেঞ্জ করবেন ইত্যাদি নিয়ে খুব টেনশনে আছেন। হয়ত অনেকেই ডিজাইন এবং লগো চেঞ্জ ও করে ফেলেছেন।কিন্তু আপনি পারলেও অনেকেই পারে নি। আর থিমসের অনেক অপশন আপনি নিজেও বুঝেন নি। তাই মন খারাপ থাকলেও আপনাদের অসুবিধার কথা ভেবে টিউন লিখতে বসলাম। আর আপনাদের জন্যই তৈরি করেছি ৪১মিনিটের একটি ভিডিও টিউটোরিয়াল।

আসলে আমি যদি ওয়েবসাইট তৈরি করতাম তাহলে সর্বোচ্চ ১০থেকে ১৫মিনিটই লাগতো। কিন্তু আপনাদেরকে বুঝাতে গিয়েই ৪০মিনিট হয়ে গেছে তাই কিছুই করার নেই।যাদের ধৈর্য আছে তারা টিউটোরিয়ালটা দেখে নিবেন আর কি। প্রয়োজনে ইউটিউবে দেখবেন স্পীড বাড়িয়ে ভিডিও দেখার অপশন আছে সেটা ব্যবহার করুন।

আসলে এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের ভিডীও শুধু শেয়ার করতে আসি নি।এসেছি কিছু শিখতে এবং যা জানি সেটা শেখাতে। তাই এত কষ্ট করে দীর্ঘ ৪০মিনিটে ভিডিও বানিয়েছি।আমি পারতাম ৫মিনিটে ভিডীও শেষ করতে কিন্তু আপনারা এতে কিছুই বুঝতেন না।

আচ্ছা চলুন শুরু করা যাক আজকের টিউনঃ আজকের বিষয়...

১০মিনিটেই তৈরি করুন নিউজ পেপার ওয়েবসাইট।পর্ব-২।নিজের লগো,এড রিমোভ,ফেসবুক পেইজ,প্রফাইল ইউটিউব চ্যানেল এড আর নিউজ ক্যাটাগরি দেখানো

প্রথমেই লগো চেঞ্জ করতে আপনি আপনার ওয়েবসাইটে লগইন করে ড্যাশবোর্ড যান। এরপর নিচের দিকে দেখুন sahifa লেখা। সেখানে গিয়ে themes settings এ ক্লিক করুন। নিচের ছবির মত।এরপর header setting এ ক্লিক করুন এরপর custom লগো আপ্লোড করলেই লগো চেঞ্জ হয়ে যাবে। নিচের ছবি দেখুন।

এরপর এড গুলো মুছে ফেলার জন্য... আপনি ads settings এ যান। গিয়ে সবগুলো এড নিচের ছবির মত অন থেকে অফ করে দিন।

এরপর save করে দিন।

এরপর নিচের ছবির মত...  world category edit করে বাংলাদেশের খবর .ইডিট করার সময় অবশ্যই slug এ

bangladesh দিবেন।

এরপর update এ ক্লিক করুন... এরপর fashion বা অন্য যে কোনো একটা ক্যাটাগরি ইডিট করে নাম দিন আপনার পছন্দ মত।মেমন ক্রিকেট নিউজ। চাইল্ড ক্যাটাগরি দিন cricket,football ইত্যাদি।

এরপর চলুন আমরা একটা টিউন করে দেখি... টিউন হয় কি না??? আমরা প্রথম আলো পত্রিকা থেকে একটা টিউন কপি করে ক্রিকেট সেকশনে টিউন করছি... ঠিক এইভাবে টিউন করুন।এরপর দেখবো ওয়েবসাইটে টিউন হয় কি না...

তারপর দেখুন টিউন ওয়েবসাইটে...

দেখুন আমরা সফলভাবেই টিউন দেখাতে পেরেছি।

কাজ শেষ???? আরে না... এইটুকু করতে কি আর আমার ৪০মিনিটের ভিডীও টিউটোরিয়াল প্রয়োজন হয় নাকি??

আসলে আরো অনেক কিছুই করেছি। মন চাচ্ছে যে সবটুকুই এখানে লিখে দেই। কিন্তু সেই সকাল.৭টা থেকে কম্পিউটারের সামনে বসেছি ৮টা পর্যন্ত গেমস খেলেছি। ভিডিও করতে গিয়ে দেখি অডিও রেকর্ড হয় নি।এরপর আবার অডিও রেকর্ড করলাম। এরপর এই ভিডিও এর কিছুটা ইডিট করলাম।দুপুরে গোসল পর্যন্ত করি নি। এরপর টেকটিউনসে টিউন করতে লিখতে লিখতে আর  স্ক্রিনশট দিতে দিতে এখন দেখি ৬টা ৪৪বাজে। শরীর,হাত চোখ সব কিছুই এখন ক্লান্ত। তাই  আর পারছি না  কষ্ট করে বাকি কাজ টুকু ভিডিও টিউটোরিয়াল থেকে দেখে নিন।

আর টিউন টি ভাল লাগলে অবশ্যই লাইক, টিউমেন্ট এবং ফেসবুকে শেয়ার করুন। আর মন চাইলে নির্বাচিত মনোনয়নেও ক্লিক করুন।

ভিডিওঃ

ভাল থাকুন,সুস্থ থাকুন প্রযুক্তিকে ভালবাসুন আর প্রযুক্তির সাথেই থাকুন

আল্লাহ হাফিজ

Level 1

আমি মোঃ আশিকুর রহমান সরল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন প্রযুক্তি প্রেমী।কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি।পৃথিবীকে নতুন কিছু করে দেখাতে চাই। My Website


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লিখে চলেছেন। আরও আশা করছি।

    ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য… আপনাদের এরকম কমেন্ট ই আমাদের শরীরে হাজার ক্লান্তির মাঝেও শক্তি এনে দেয়…।

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।