ফারেনহাইট ও সেলসিয়াস (অনলাইন ম্যাগাজিন বা অনলাইন নিউজপেপারের জন্য)

আপনি কি অনলাইন ম্যাগাজিন বা অনলাইন নিউজপেপারের সম্পাদক বা মালিক? আপনি আবহাওয়া-কেন্দ্রিক কোন সংবাদ আপনার ওয়েবসাইটে প্রকাশ করতে পারেন। বাংলাদেশে সাধারণত সেলসিয়াস প্রচলিত, কিছু কিছু ক্ষেত্রে ফারেনহাইট প্রচলিত!

কিন্তু একটি হতে অন্যটায় কনভার্ট করে দ্রুত জানা যায় কিভাবে? তখন যদি খবরের পাশে ফারেনহাইট ও সেলসিয়াস - তাপমাত্রার এই দুটি মাত্রায় পরস্পর পরিবর্তনের সুযোগ করে দেই, তাহলে কেমন হয়?  “Convert Temperature” নামের এই WordPress PlugIn টি ডাউনলোড করে ইন্সটল করুন।

ভিসিটর ফারেনহাইট হতে সেলসিয়াসে ও  সেলসিয়াস হতে ফারেনহাইটে কনভার্ট করে দেখে নেবার সুযোগ পাবেন।

 

ওয়ার্ডপ্রেস প্লাগিনের বিশেষত্ব

  • আপনার ওয়ার্ডপ্রেস থিম যেরকম-ই হোক তাতে সমস্যা নেই। Convert Temperature স্বয়ংক্রিয়ভাবে থিমের ডিজাইন, রঙ, পারিপার্শ্বিকতার সাথে ম্যাচ করে নিবে। সবাই ভাববে এটা থিমের অংশ। এটা যে আলাদা কোন প্লাগিন দিয়ে করা হয়েছে তা কেউ বুঝতে পারবেন না।
  • পেজের ভিতর, সাইডবার বা ফুটারে যে কোন জায়গায় বসাতে পারবেন। এমনকি পেজ, সাইডবার বা ফুটারের প্রস্থের সাথে অটো এডজাস্ট হবে অর্থাৎ রিস্পন্সিভ।
  • এটা মাত্র কয়েক কিলোবাইটের প্লাগিন – যাদের হোস্টিং স্পেস সীমিত, তাদের জন্য সাশ্রয়ী।

 

ইন্সটলেশন প্রক্রিয়ার বিস্তারিত

আপনাকে এক্টিভেশনের পর কোন শর্টকোড ব্যবহার বা সেটিংস ঠিক করতে হবে না। শুধুমাত্র Widget সেকশনে যান, ও Convert Temperature প্লাগিন মাউস দিয়ে ড্রাগ করে সাইডবার, বা ফুটারে বসিয়ে দিন। অথবা এমন যেকোনো জায়গায়, যেখানে Widget ব্যবহার সম্ভব। তাহলেই তা ফ্রন্টএন্ডে দৃশ্যমান হবে। যদি আপনি সাইট-অরিজিন বা অন্য কোন পেজ বিল্ডার ব্যবহার করেন তবে তা আপনি পেজের বা টিউনের ভিতরেও বসাতে পারবেন।

 

ভাল থাকুন

প্লাগিনটি আমার তৈরি। আপনারা ব্যবহার করে উপকৃত হলে আমি খুশি হব।

সবাইকে ধন্যবাদ

তাওহীদুর রহমান ডিয়ার

ফেসবুক  |  লিঙ্কডইন  |  গুগল প্লাস

(যদি ওয়ার্ডপ্রেস বিষয়ক ভিন্ন কোন প্রশ্ন থাকে, আমাকে সোশ্যাল নেটওয়ার্কে করতে পারেন। যদি কোন প্রজেক্টে বা ভিন্ন কাজে ব্যস্ত না থাকি, আমি উত্তর দেবার চেষ্টা করবো)

 

 

Level 2

আমি তাওহীদুর রহমান ডিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস