জুমলা ১.৬ এ কি নতুন এল (ডিজাইনার)

ডিজাইনারদের জন্য

কোর লেআউট ফাইল এখন সব ডিভের ভিতর:

জুমলা ১.৬ এ সকল কোর আউটপুট ফাইল XHTML 1.0 Strict এই ফরমেটে লেখা,তাই এখন সব কোর লেআউট টেবিল বিহীন।এছাড়া এইচটিএমএল ৫ সাপোর্ট করে নতুন এই ভার্সনে।

টেম্পপ্লেট স্টাইল

আগে কোন একটা পেজ যদি চাইতেন যে একটু ভিন্ন দেখাক,তাহলে এরজন্য একটা আলাদা টেম্পপ্লেটে কোডিং করে তৈরী করতে হত।টেম্পপ্লেট স্টাইল সম্পাদনার মাধ্যমে কোন নির্দিষ্ট পেজ বদলানোর ইচ্ছে সহজেই কোডিং করা ছাড়াই করতে পারেন।

টেম্পপ্লেট ওভাররাইড বনাম লেআউট ওভাররাইড

আগে টেম্পপ্লেট ওভাররাইড এর মাধ্যমে জুমলার কিছু মৌলিক জিনিসে পরিবর্তন আনা যেত এখন যুক্ত হয়েছে লেআউট ওভাররাইড এতে আপনি মেনু আইটেম,কমপোনেন্ট,মডিউল,ক্যাটাগরি ইত্যাদির ইচ্ছামত লুকিং দিতে পারেন।

কোডমিরর এডিটর

নতুন একটা এডিটর যুক্ত হল নাম কোডমিরর এটা দিয়ে এইচটিএমএল সিএসএস সব এডিট করতে পারবেন।

মিডিয়া ম্যানেজারের উন্নতি

ফ্লাশভিত্তিক মিডিয়া আপলোডার আবার ফিরে এসেছে,এখন থেকে একসাথে একাধিক মিডিয়া আপলোড করতে পারবেন।

SEO

আর্টিকেল,ক্যাটাগরি,মেনু ইত্যাদিতে মেটা বর্ননা এবং মেটা কিওয়ার্ড দিতে পারবেন।নতুন একটা বড় সুবিধা যোগ হয়েছে তাহল আপনি চাইলে আপনার সাইটের প্রতি পেজের টাইটেলের সাথে আপনার সাইটের নাম যুক্ত হবে।

এক্সটেনশন আপডেট:

সাইটে কোন এক্সটেনশন ব্যবহার করলে টেনশন এর আর শেষ নাই,না জানি কোথায় গলদ আছে এক্সটেনশনটার আবার সাইট এদিক দিয়ে হ্যাক হয় নাকি।তাই এক্সটেনশন এর আপডেট মাঝে মাঝেই তাদের নিজস্ব সাইট এ গিয়ে চেক করতে হয়।নতুন এই ভার্সনে জুমলাই এই কাজ করে দেবে।এক্সটেনশনের আপডেট বের হলে সেই আপনাকে নটিফিকেশন দেবে।

Level 0

আমি রেজওয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুলত ওয়েব ডেভেলপার।এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়ছি।www.webcoachbd.com সাইটটি ডেভেলপ ও মেইনটিনেন্স আমি করছি।আমি এই সাইটটির একমাত্র স্বত্তাধিকারী।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই সবই তো ঠিক আছে কিন্তু আমার ওযেব সাইট খানা আপগ্রেড করবো কিভাবে ব্রাদার এ কথা তো বললেন না।

    জুমলা কোর টিম শীঘ্রই ১.৫ থেকে ১.৬ এ মাইগ্রেশনের জন্য একটা টুল তৈরী করবে।

আসসালামু য়ালাইকুম,
ভালো আছেন নিশ্চয়। এই লেখাটি কি আপনার সাইটে ও প্রকাশিত হয়েছে?

    ওয়াআলাইকুম আসসালাম।আপনাদের দোআয় ভাল আছি।না এই লেখাটি আমার সাইটে নেই।আমার সাইটে শুধু নতুন নতুন টিউটোরিয়াল যোগ করছি যেমন নতুন যোগ করলাম জুমলার টেম্পপ্লেট ডিজাইন টিউটোরিয়াল।

Level 0

via plz apnar yahoo id othoba google talk id ta dan
amar id [email protected]