আসসালামু আলাইকুম।টেকটিউনস পরিবার কেমন আসেন সবাই ? আশা করি ভালো।
আমরা যারা ব্লগিং তাদের সবার অন্যতম একটি সমস্যা হল থীম।আমাদের কাছে সবসময় টাকা থাকে না আর থাকলেও তা ওয়েবসাইটের থীম কেনার জন্য হয় না।তাই আমাদের ফ্রী থীম ব্যবহার করতে হয়।
আজ আপনাদের জন্য আনলাম থীম ফরেস্ট এর ২১$ বা ১৭০০ টাকার অসাধারন একটি ব্লগার (blogger) থীম একদম বিনামূল্যে।
Magone এর কিছু ফিচার:
থীমটি সর্বপ্রথম ওয়ার্ডপ্রেস এর জন্য বের হয়েছিল তার পর ওয়ার্ডপ্রেস এ ব্যাপক সফলতা পাবার পর সম্প্রতি এটি ব্লগার জন্য বের হয়েছে। এবং এটি বর্তমানে সবচাইতে জনপ্রিয় ব্লগার থীম।
ডাউনলোড করে নিন এখান থেকে
আল্লাহ হাফেয। আশা করি সবার এই টিউন টি ভালো লাগল।টিউমেন্ট এ জানাতে পারেন।আর আরও মজার মজার টিউন পেতে আমার ওয়েবসাইট এ আমন্ত্রন রইল।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।