Blogspot Blog দিয়ে যারা ম্যাগাজিন অথবা নিউজপেপার ওয়েবসাইট তৈরী করতে চান, তারা News52 এই টেমপ্লেটটি দেখতে পারেন। [ফ্রী ডাউনলোড]

আসসালামু আলাইকুম।

অনেকদিন পর টিটিতে টিউন করতে বসলাম। আজকে আপনাদের জন্য একটি ফ্রী টেমপ্লেট নিয়ে হাজির হলাম। News 52 Newspaper Magazine Blogger Template - এটি একটি ফ্রী নিউজপেপার/ম্যাগাজিন ব্লগার টেমপ্লেট। ইতিমধ্যে যারা ব্লগস্পট দিয়ে নিউজপেপার সাইট তৈরী করেছেন অথবা একটি নিউজপেপার টেমপ্লেট খুঁজছেন, তারা নিঃসন্দেহে News 52 Newspaper Magazine টেমপ্লেটটি ব্যবহার করে দেখতে পারেন। যারা MS Design এর নিয়মিত ভিজিটর, তারা হয়ত ইতিমধ্যে টেমপ্লেটটি দেখেছেন অথবা অনেকে হয়ত ইউজ করছেন।

এই টেমপ্লেট ব্যবহার করে আপনি যেকোন ধরনের ম্যাগাজিন অথবা নিউজপেপার ব্লগ তৈরী করতে পারেন। যেকোন বাংলা ব্লগের জন্য উপযুক্ত একটি টেমপ্লেট। এটি সম্পুর্ন্য রেসপন্সিভ একটি ব্লগার টেমপ্লেট এবং ১০০% এসইও অপটিমাইজড ব্লগার টেমপ্লেট।

 

News52 ব্লগার টেমপ্লেটটি ইংরেজি এবং বাংলা এই দুটি ভার্সনই রয়েছে। আজকে আপনারদের সাথে শুধু ইংলিশ ফ্রী ভার্সনটি শেয়ার করবো (বাংলা ভার্সনটি পেইড অনলি)। এটি ব্যবহার করে আপনি প্রফেশনাল মানের একটি ছোট নিউজপেপার সাইট অথবা ম্যাগাজিন ব্লগ তৈরী করতে পারবেন। ইতিমধ্যে নিউজ৫২ ব্লগার টেমপ্লেটটি অনেক mybloggerthemes, protemplatelabs সহ বিভিন্ন টেমপ্লেট ষ্টোরে প্রকাশিত হয়েছে। আজকে টেকটিউনস আপনাদের সাথে টেমপ্লেটটি শেয়ার করছি। আসুন এখন টেমপ্লেটটির কিছু গুরুত্বপূর্ন্য ফিচারস দেখে নেই।

 

রেসপন্সিভ ডিজাইনঃ

নিউজ৫২ ব্লগার টেমপ্লেটটি একটি রেস্পন্সিভ ডিজাইন্ড ব্লগার টেমপ্লেট। এটি যেকোন মোবাইল ডিভাইসে সাপোর্ট করবে। যেকোন ব্লগের জন্য মোবাইল ফ্রেন্ডলি ব্লগার টেমপ্লেট সার্চ ইঞ্জিনের জন্য অতি গুরুত্বপূর্ন্য একটি বিষয়। মোবাইল ফ্রেন্ডলি ব্লগকে সার্চ ইঞ্জিন অনেক গুরুত্ব দেয়। নিউজ৫২ এটি একটি মোবাইল ফ্রেন্ডলি ব্লগার টেমপ্লেট। নিচের চিত্রটি দেখতে পারেন।

 

ক্রিয়েটিভ ম্যাগাজিন লেআউটঃ

নিউজ৫২ টেমপ্লেটটিতে কিছু ক্রিয়েটিভ এবং ফ্রেস কিছু ম্যাগাজিন লেআউট ব্যবহার করা হয়েছে। এই টেমপ্লেটটিতে ১০টির অধিক লেআউট ব্যবহার করা হয়েছে। আপনি যেকোন একটি নির্দিষ্ট লেভের এর মাধ্যমে লেআউটগুলোতে যেকোন একটি নির্দিষ্ট লেভের টিউন দেখাতে পারবেন। তাছাড়া টেমপ্লেটটিতে একটি অসাধারণ স্লাইডার ব্যবহার করা হয়েছে।

 

ব্লগার এবং ফেইসবুক টিউমেন্ট ট্যাবঃ

নিউজ৫২ টেমপ্লেটটিতে Multiple comment tab ব্যবহার করা হয়েছে। এটির মাধ্যমে যে কেউ তাদের ইচ্ছানুযায়ী ব্লগার অথবা ফেইসবুক ব্যবহার করে তাদের মতামত পেশ করতে পারবে। বর্তমান সময়ে Multiple comment tab সিস্টেম, ব্লগার টেমপ্লেটের জন্য একটি জনপ্রিয় ফিচারস। তাছাড়া নিউজপেপার ব্লগ গুলোতে ফেইসবুক টিউমেন্ট  সিস্টেম একটি গুরুত্বপুর্ন্য ভূমিকা পালন করেন। সব কিছু চিন্তা করে নিউজ৫২ টেমপ্লটটিতে Multiple comment tab ব্যবহার করা হয়েছে।

 

আনলিমিটেড কালার অপশনঃ

নিউজ৫২ টেমপ্লেট এ আনলিমিটেড কালার অপশনটি দেওয়া হয়েছে। এতে করে একজন সাধারণ ব্যবহারকারীও সহজে টেমপ্লেট এর রং/কালার পরিবর্তন করতে পারবেন মাত্র এক ক্লিকে। সব টেমপ্লেট গুলোতে মূলত এই ফিচারটি থাকে না। আবার অনেক পেইড টেমপ্লেট এ এই ফিচারটি দেখা যায়। কিন্তু MS Design এর সকল ফ্রী টেমপ্লেট গুলোতে এই ফিচারটি দেওয়া হয়। যার কারনে আমাদের টেমপ্লেট যেকেউ সহজেই কাস্টমাইড করতে পারেন, কোন প্রকার কোডিং জ্ঞ্যান ছাড়াই।

 

ফুল ফিচারসঃ

  • Fully Responsive Design (Check)
  • SEO Optimized
  • Google Testing tool Validator
  • Easy Admin Panel
  • Breaking News Ticker
  • Drop down menu
  • Social Icons
  • Unlimited Colors
  • Ads Ready
  • Magazine Layout
  • Recent Posts Slider
  • Recent Posts Carousel
  • Recent Posts Widget
  • Subscribe box
  • Related Posts
  • Social Share Buttons
  • Author Bio Box
  • Multiple Comment Tabs
  • Search Box
  • Custom 404 Error page
  • Well Documentation
  • Much more

 

ডেমোঃ

Demo English Version | Demo Bangla Version

 

ডাউনলোড

ড্রপবক্স থেকে সরাসরি ডাউনলোড করুন

 

Documentation ফোল্ডার থেকে টেমপ্লেট এর সেটিং দেখে নিবেন। আর যদি কোন সমস্যা হয় তাহলে টিউনমেন্ট এ জানাবেন। আর আমি আছি ফেইসবুকে

সৌজন্যেঃ Bangla Newspaper Blogger Template

Level 0

আমি মোহাম্মাদ সুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি জানি এটা সত্যিই। তাই সত্যিই বলছি এটা সত্যিই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, এটা কিভাবে ব্লগে এড করবো? অন্য গুলির মতু এটা হচ্ছে না। . xml file upload korle Hoyna…Ami Facebook e Knock korchi..Ektu help korun.

    আপনি xml file টা নোটপ্যাড এ ওপেন করে সব গুলো কোড কপি করুন। তারপর, Edit HTML এ পেষ্ট করে Save করে দিন। বাকি নির্দেশনা গুলো Documentation ফোল্ডারে পাবেন। ধন্যবাদ…

বাংলা টেমপ্লেট থাকলে দেন ভাই । নো ইংলিশ ।

দয়া করে বাংলা টেমপ্লেট টা দিন

বাংলা টেমপ্লেট দেন ভাই