হাই বন্ধুরা সবাই কেমন আছেন, টেকটিউনস এটি আমার প্রথম পেষ্ট আমার এই টিউন, যারা ওয়েব ডিজাইন শিখছেন তাদের জন্য বুটস্ট্রাপ এর টিউটরিয়াল. যাদের বুটস্ট্রাপ নিয়ে সমস্যা আছে তারা এই ভিডও গুলো দেখলে আশা করি আপনাদের বুটস্ট্রাপ নিয়ে কেন সমস্যা থাকবেনা আর যদি কোন সমস্যা হয় জানাবেন আমরা এক এক করে সবগুলো টিউটরিয়াল দেব এই গুলো শেষ হবার পর আমরা বুটস্ট্রাপ এর লাইভ টিউটরিয়াল করব।
আমাদের লাইভ টিউটরিয়াল দেখলে আপনাদের বুটস্ট্রাপ একদম ক্লিয়ার হযে জাবে আশা করি, কিন্ত আপনাকে মন দিযে শিখতে হবে নাহলে কিছুই বুঝবেন না।
ওবার ভিউ, গ্রিড, টায়পোগ্রাপি, কোড, টেবিল, ফ্রম,বাটন, ইমেইজ, হেলাপার ক্লাস, রিসপন্সিভ ইওটিলিটিস,
গ্লাপ আইকন, ড্রপডাউন, বাটন গ্রুপ, বাটন ড্রপডাউন, ইনপুট গ্রুপ, নেভ, নেভবার, ব্রেডক্রাম্বস, পেজিনিশন, লেবেল, বাজেট, জামবটন, পেইজ হেডার, থাম্বনিল, এলার্ট, প্রোগ্রেস বার, মিডিয়া ওবজেক্ট, লিস্ট গ্রোপ, পেনেল, রিসপন্সিভ ইমবেট, ওয়েল
ওবার ভিউ, মোডেল, ড্রপডাউন, সাক্রল স্পাই, টেব, টুল টিপ, পপওভার, এলার্ট, বাটন, কলএপস, কেরসল
আশা করি টিউনটি আপনাদের ভাললাগবে কিন্তু কেমন লগল জানাতে ভুলবেন না
কেমন লাগল জানাতে ভুলবেন না....
ধন্যবাদ....
আমি শিপন কর্মকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।