আসসালামু আলাইকুম।
গত পর্ব পর্যন্ত আমরা সাইটটা ক্রিয়েট করেছিলাম। কিন্তু কোন ভিডিও পাবলিশ করা হয়নি। আজকের পর্বে আমরা ভিডিও পাবলিশ করবো।
ইউটিউব থেকে ইম্বেড:
- প্রথমেই ইউটিউব থেকে ইম্বেডের জন্য নির্বাচিত ভিডিওতে যান। এখন আমি এই ভিডিওটা ইম্বেডের জন্য নির্বাচন করলাম।
- এখন আপনি যদি ভিডিওটি তে রাইট ক্লিক করেন তবে দেখতে পাবেন Copy Embed Code নামে একটা অপশন আছে। আপনি সরাসরি এটা দিয়েই ইম্বেড কোড সংগ্রহ করতে পারেন। কিন্তু তাহলে ভিডিওটা রেসপোন্সিভ হবে না। অর্থাৎ, মোবাইল, কম্পিউটার বিভিন্ন ডিভাইসের সাথে মানিয়ে যাবে না। কিছুটা এইভিডিওটার মত। তাই আমরা এটা করব না। আমরা এরকম ফুল ওয়াইডথ ভিডিও ইম্বেড করবো, ইউটিউবের মত। সেজন্য পেজের লিংকটা কপি করে নিন।
এখন
এই সাইটে যান। YouTube Page URL: ঘরে আপনার কপিকৃত ইউআরএল লিখুন।
Embed এ ক্লিক করলে যে কোডটা পাবেন সেটা কপি করুন।
এবার blogger.com এ গিয়ে লগ ইন করুন। আপনার ব্লগের নামের পাশের পেনসিল বাটনে ক্লিক করুন।
HTML মোড এ যান। কপিকৃত কোড পেস্ট করুন।
যদি HTML না জানেন কিন্তু আরো কিছু লিখতে চান তবে Compose মোডে ফিরে এসে লিখুন।
Post Title ঘরে টিউনের শিরোনাম/টাইটেল লিখুন।
লেবেল ঘরে বিভাগ লিখুন। যেমন: টিউটোরিয়াল, গান ইত্যাদি।
Publish করুন।
কম্পিউটার থেকে:
কম্পিউটার থেকে আপলোডের বিষয়টিতে সীমাবদ্ধতা রয়েছে। এটি রেসপোন্সিভ হবে না। তাই ইউটিউব থেকে ইম্বেড করা সুবিধাজনক
- blogger.com এ গিয়ে লগ ইন করুন। আপনার ব্লগের নামের পাশের পেনসিল বাটনে ক্লিক করুন।
- উপরের ভিডিও বাটনে ক্লিক করুন।
নির্দেশনানুযায়ী আপলোড করুন।
Post Title ঘরে টিউনের শিরোনাম/টাইটেল লিখুন।
লেবেল ঘরে বিভাগ লিখুন। যেমন: টিউটোরিয়াল, গান ইত্যাদি।
Publish করুন।
আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। পরের পর্বে ইংশাআল্লাহ ডিজাইন নিয়ে লিখব।
আরেকটা কথা, এই টিউনটা যারা এখনো পড়েননি অবশ্যই পড়বেন।
সৌজন্যে: গ্রিন রেঞ্জারস+
sundor Tiun