যত দিন যাচ্ছে ওয়েব ডিজাইনারদের সংখ্যা এবং তাদের গুরুত্বও বাড়ছে। ওয়েব ডিজাইনিং কিন্তু একটি সৃষ্টিশীল কাজ। এ কাজে সৃষ্টিশীলতার গুরুত্ব লেখক, শিল্পী বা কবিদের কাজে যেমন, তেমনই বেশি। কিন্তু অনেক সময় উপযুক্ত সহায়তার অভাবে ওয়েব ডিজাইনাররা রুচিশীল, সুন্দর কোনো ডিজাইন সৃষ্টি করতে পারেন না। এ কারণেই ওয়েবের বিশাল ভুবন থেকে এমন কিছু ওয়েব রিসোর্স খুঁজে একত্র করা হল যেগুলো ওয়েব ডিজাইনারদের কাজে দারুণ সহায়তা করবে। আসুন তাহলে, জেনে নেয়া যাক এসব ওয়েব ডিজাইন রিসোর্সের কথা।
ব্লগঃ
ডিজাইন সম্পর্কিত এমন শত শত ওয়েব সাইট আছে যেগুলোতে ওয়েব ডিজাইন সংক্রান্ত খবর, টিপস, টুলস ও বিশ্লেষণ
পাওয়া যায়। এগুলোর মধ্যে ফুয়েল ব্র্যান্ড নেটওয়ার্ক এ অনেক অনেক ব্লগ পাওয়া যায় যেগুলোতে নিয়মিত ঢুঁ মারেন ওয়েব ডিজাইনাররা। ডিজাইন, ইলাসট্রেশন, অ্যাপিকেশন, কোডিং, ফটোগ্রাফিসহ ওয়েব ডিজাইনের সব ধরনের তথ্যই আছে এসব সাইটে।
ফুয়েল ব্র্যান্ড নেটওয়ার্কের ওয়েব ঠিকানা হচ্ছে: http://www.fuelbrandnetwork.com
ওয়েব ডিজাইন সংক্রান্ত আরও কিছু ওয়েব রিসোর্স দেয়া হল নিচে।
এক্সপার্ট ওয়েব ডিজাইনারদের মধ্যে অনেকেই স্ম্যাশিং ম্যাগাজিন নিয়মিত পড়ে থাকেন। আপনি যদি না পড়ের তাহলে এখনই ওয়েবে স্ম্যাশিং ম্যাগাজিন-এর সাইটে চলে যান। অনেকে এ সাইটকে ডিজাইনারদের জন্য ‘আাল্টিমেট সাইট’ বলে থাকেন। এর মধ্যে টিউটোরিয়াল, শোকেস, ফন্ট, ফ্রিবি-সহ আরো অনেক রিসোর্স আছে। এটি নিয়মিত আপডেট করা হয়, এ কারণে সব সময়ই
নতুন কিছু এখানে পাওয়া যায়। ঠিকানা: http://www.smashingmagazine.com
সিক্স রিভিশনস স্ম্যাশিং ম্যাগাজিনের মতই দরকারি বহু তথ্যে ভরপুর একটি ব্লগ, যা ইদানীং খুবই জনপ্রিয়তা লাভ করেছে। এ সাইটে ওয়েব ডিজাইনের নানা দিক নিয়ে প্রচুর নিবন্ধ ও ফ্রিবি রয়েছে। ব্লগটি পরিচজালনা করেন জ্যাকব নামে এক ব্যক্তি, যা নিয়মিতভাবে আপডেট করা হয়। সব ওয়েব ডিজাইনারেরই উচিত সাইটটি বুকমার্ক কওে রাখা। ঠিকানা: http://www.sixrevisions.com
ওয়েব ডিজাইন লেজার:
হেনরি জোনস-এর এই ব্লগটিতে ওয়েব ডিজাইন সংক্রান্ত মানসম্পন্য নিবন্ধ, তথ্য, বিশেষণ ও টিউটোরিয়াল আছে। স্ম্যাশিং ম্যাগাজিন ও সিক্স রিভিশনস-এর মত নিয়মিতভাবে এটি আপডেট করা না হলেও যখনই নতুন কোনো আর্টিকেল টিউন করা হয় সেটির উচ্চ মান নিশ্চিত করেই কাজটি করা হয়। একটি ভাল সাইট হিসেবে পরিচিত। ঠিকানা:http://www.webdesignledger.com
পিএসডিটাটস+:
এ ওয়েব সাইটটির থিম একটিই এবং সেটি হচ্ছে অ্যাডোব ফটোশপ। ফটোশপ নিয়ে আগ্রহী ও এক্সপার্ট ডিজাইনার সারা বিশ্বে ছড়িয়ে আছেন, একইভাবে আছে এ সংক্রান্ত হাজার হাজার ওয়েব সাইটও। আপনি যদি ফটোশপে আগ্রহী হন, বেশ ভাল কাজ করার অভিজ্ঞতা আছে এবং মনে করেন ফটোশপ সম্বন্ধে আপনি সবই জানেন, তাহলে আপনার উচিত পিএসডিটাটস+ সাইটটি দেখা। তাহলেই বুঝবেন আপনার এখনও কত কিছু শেখা বাকি আছে। বিশেষ করে কিভাবে ফটোশপে বিভিন্ন ইফেক্ট দেয়া যায় তা জানতে পারবেন এ সাইট থেকে। আর এখানে টিউটোরিয়ালেরও যেন কোনো শেষ নেই। ঠিকানা: http://www.psd.tutsplus.com
ওয়েব ডিজাইনার ডিপো:
এই ওয়েব ডিজাইন ব্লগটিতে অনেক অনুপ্রেরণাদায়ক এবং তথ্যবহুল টিউন আছে যেগুলো নিয়মিতভাবে আপডেট করা
হয়। ঠিকানা:http://www.webdesignerdepot.com
ব্লগ ডিজাইন হিরোস:
আরেকটি নতুন গ্যালারি যাতে বাছাই করা, খুবই সুন্দর কিছু ব্লগ ডিজাইন প্রদর্শন করা হয়েছে। ঠিকানা:http://www.blogdesignheroes.com|
ফোলিও ফোকাস:নানারকম পোর্টফোলিও সাইট (ডিজাইনারের ব্যক্তিগত পরিচিতি ও প্রোফাইল সমৃদ্ধ সাইট)-এর ডিজাইন পাওয়া যাবে। ঠিকানা: http://www.foliofocus.com
বেস্ট ডিজাইনস.কম:
২০০১ সালে পথ চলা শুরু হয় এ সাইটটির। ২০০৬ সালে এতে যোগ করা হয় বিভিন্ন ডিজাইন ক্যাটেগরি, ২০০৯-এ সাইটটিকে নতুন করে ঢেলে সাজানো হয়। ওয়েব ডিজাইনের নানা স্টাইল এবং ট্রেন্ডকে ধরার চেষ্টা করা হয় এ সাইটটিতে। সাইটটি নিয়মিতভাবে আপডেট করা হয়। ঠিকানা: http://www.thebestdesigns.com
বই ও ম্যাগাজিন:
ওয়েব ডিজাইনিং এর অনুপ্রেরণা জোগানোর জন্য ডিজাইন বিষয়ক বই ও মাগাজিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ধরনের বই ও ম্যাগাজিন ডিজাইনের মাথায় নতুন নতুন আইডিয়া ঢোকাতে পারে। অনেক পুরনো স্টাইল ও ফ্যাশন ভবিষ্যতে নতুন রূপে ফিরে আসে। এ কারণে প্রতিটি ডিজাইনারেরই উচিত ডিজাইনের বই ও মাগাজিন ঘেঁটে আইডিয়া খোঁজা। নিচে কয়েকটি সৃষ্টিশীল ম্যাগাজিনের নাম এবং ওয়েব ঠিকানা দেয়া হল যেগুলো ডিজাইনারদের নতুন আইডিয়া দিতে পারে।
১। প্রিন্টম্যাগ
ওয়েব ঠিকানা:http://www.printmag.com
২। হাউ ডিজাইন
ওয়েব ঠিকানা: http://www.howdesign.com
৩। কমিউনিকেশন আর্টস
ওয়েব ঠিকানা: http://www.commarts.com
৪। ওয়েব ডিজাইনার ম্যাগাজিন
ওয়েব ঠিকানা: http://www.webdesignermag.co.uk
৫। .নেট ম্যাগাজিন
ওয়েব ঠিকানা: http://www.netmag.co.uk
৬। কম্পিউটার আর্টস ম্যাগাজিন
ওয়েব ঠিকানা: http://www.computerarts.co.uk
৭। সিএমওয়াইকে
ওয়েব ঠিকানা: http://www.cmykmag.com
কালার টুলস
ডিজাইনিং অনুপ্রেরণা জোগানোর জন্য রঙ খুবই গুরুত্বপুর্ন। ডজাইনাররা যেখানেই যান রঙ এবং রঙের কম্বিনেশনগুলো খেয়াল করেন। আবার প্রকৃতিতে ছড়ানো বিভিন্ন রং তাদের আকৃষ্ট করে। আবার ওয়েবেও এমন রিসোর্স আছে যেখান থেকে রঙ সংক্রান্ত তথ্য ও অনুপ্রেরণা পাওয়া যেতে পারে। এরকমকিছু কালার রিসোর্স হচ্ছে:
১। কালার এক্সপোরার
ওয়েব ঠিকানা: http://www.colorexplorer.com
২। কালার স্কিমার
ওয়েব ঠিকানা: http://www.colorschemer.com
৩। কুলার
ওয়েব ঠিকানা: kuler.adobe.com
৪। কালার স্কিমার ডিজাইনার
ওয়েব ঠিকানা:www.colorschemedesigner.com
আশা করি এই তথ্যগুলো নবীন ও প্রবীন ভেদে সব ওয়েব ডিজাইনার অন্যান্য প্ল্যাটফর্মের ডিজাইনারদেরও কাজে লাগবে।
ধন্যবাদ
ফেইসবুকঃ সুব্রত দেব নাথ
আমি Subrata deb nath। Full Stack Web Developer, Sbtechbd Technology, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thank you