আসসালামু আলাইকুম।
আজ আমি দেখাবো ব্লগস্পটে কিভাবে ভিডিও সাইট তৈরি করা যায়। হয়ত অনেকে ব্লগস্পট শুনেই কেটে পড়তে যাচ্ছেন। কারণ অনেকের ধারণা ব্লগস্পটে ভালো সাইট তৈরি বেসম্ভব। কিন্তু হয়ত তৈরির পরে সাইটটা আপনার ভালো লাগবে। আমি সবার সুবিধার্থে অনেক বিস্তারিত করে ধাপে ধাপে লিখবো। এখানে আমি Sevida Premiam টেমপ্লেট ব্যবহার করবো। এর দাম ২১ ডলার, যা প্রায় ১৬০০ টাকার মত। আমরা জানি একটা ব্লগস্পট সাইট থেকে মাসে ১০০০০ টাকার ওপরে অনেকেই আয় করেন। তাই প্রোফেশনালি কোন সাইট তৈরি করলে অবশ্যই কিনে নিবেন। আর শেখার জন্য তৈরি করলে আমার দেওয়া লিংক থেকে ফ্রি সংগ্রহ করতে পারেন।
তাহলে শুরু করি। আমি ধরে নিচ্ছি আপনি একদমই নতুন। প্রথমেই
ডেমো দেখে নিন।
সুন্দর টিউন। আমারো মোটামটি একটা ব্লগ আছে- mrrumman.blogspot.com । এই সাইট নিয়ে এক্টূ হেল্প দরকার। আপনার ফেসবুক আইডি টা দিলে ভালো হয়।