ব্লগস্পট টেমপ্লেট রাজ্য[পর্ব-৪]:: পোর্টফোলিও টেমপ্লেট ফোলিও কার্ড

আসসালামু আলাইকুম।
আমার ব্লগস্পট টেমপ্লেট নিয়ে এই চেইনের চতুর্থ টিউনে আপনাকে স্বাগতম। আজ আমি একটা সিম্পল পোর্টফোলিও টেমপ্লেট শেয়ার করব। এটা রেসপোন্সিভ এবং ফাস্ট। কিন্তু প্রথমেই জেনে নেওয়া দরকার পোর্টফোলিও কি। সহজ কথায় উত্তর হলো আমি নিজে জানি না। তবে ডিকশনারী বলছে পোর্টফোলিও হলো 'a large, thin, flat case for loose sheets of paper such as drawings or maps'. বাংলা ডিকশনারী অনুযায়ী 'আলগা কাগজপত্র রাখার জন্য ব্যাগ বা খাতা'। তাহলে পোর্টফোলিও ব্লগে আপনি আপনার বিভিন্ন ডকুমেন্টের স্ক্যান কপি রাখতে পারেন। আমার পোর্টফোলিও দরকার হয় না। তাই আমি পোর্টফোলিও টেমপ্লেট দিয়ে CV টাইপের একটা ব্লগ বানিয়ে নিয়েছি। ডেমো দেখে নিন। এই টেমপ্লেটটার নাম ফোলিও কার্ড। আমি জানি, এটা সবার পছন্দ হবে না। কিন্তু আপনার না হলেও অন্য কারো হয়ত হবে। তাই শেয়ার করছি।

ফিচার
নাম: ফোলিও কার্ড
ধরণ: পোর্টফোলিও
ডেভেলোপার: John Doe
ফাস্ট
লাইট
১ কলাম
রেসপোন্সিভ
পেজ নেভিগেশন
রিলেটেড টিউন
এসইও ফ্রেন্ডলি
সমস্যা হলো এর রংঢং অনেকের পছন্দ হবে না। আর টিউন ছবি ছাড়া করতে পারবেন না। করলে সমস্যা হবে। আর কোন ফিচারই নাই তেমন।
ব্যবহার
এটা পোর্টফোলিওর জন্য। তবে এটাকে ব্যক্তিগত ব্লগ হিসেবেও ব্যবহার চলে।
ডেমো
ডেমো-১
ডেমো-২
ডাউনলোড
টেমপ্লেট(১৮৪ কেবি)
ইন্সটলের নিয়ম(বাংলা)(১৩৬ কেবি): এখানে বিস্তারিত লিখে দিয়েছি। পড়ে নিলে আপনার সুবিধা হবে।
তো আজ এখানেই শেষ করছি। পরের পর্বে ইংশাআল্লাহ ভিডিও ব্লগের একটা টেমপ্লেট দিব। আমার এই সিরিজ সম্বন্ধে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এর সাথে আমার ব্লগটাও একটু ঘুরে আসতে পারেন: গ্রিন রেঞ্জারস+

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তাহমিদ ভাই amarboi.comএর টেম্পলেট দিতে চাইছেন

টিউনমেন্টে ও দিতে পারেন

শেয়ার করার জন্য ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ। প্রত্যেকটা মন্তব্য আমাকে উৎসাহী করে।