সুন্দর করে উপস্থাপনের অভাবে মূল্যবান বস্তুও অনেক সময় গুরত্বহীন পড়ে তেমনি অনেক সাধারণ জিনিষ সুন্দরভাবে উপস্থাপনের জন্য মূল্যবান হয়ে যায়। ওয়েব পেইজ এ বিভিন্ন লেখাকে আকর্ষনীয় করে সাজাতে প্রয়োজন টেক্সট ফরমেটিং। কখন ও কোন লেখাকে গাঢ়, বাঁকা বা আন্ডারলাইন, কখন সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট বিভিন্নভাবে সাজাতে হয়। এজন্য যেসব ফরমেটি ট্যাগ ব্যবহৃত হয়-
<b> | Defines bold text |
<em> | Defines emphasized text |
<i> | Defines italic text |
<small> | Defines smaller text |
<strong> | Defines important text |
<sub> | Defines subscripted text |
<sup> | Defines superscripted text |
<del> | Defines deleted text |
<mark> | Defines marked/highlighted text |
এটি টেক্সট ফরমেটিং এর ১ম পর্ব-
এটি টেক্সট ফরমেটিং এর ২য় পর্ব-
চ্যানেল - https://www.youtube.com/channel/UCF55vj9SIJtp1KZ2RbfN1Eg
200 শব্দ পূরনের জন্য লিখলাম- কারো কাজে লাগতেও পারে-
HTML এর পূর্ণরূপ হল হাইপারটেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ(Hyper-Text Markup Language)। এটি ওয়েবপেজ এর মৌলিক ভাষা। HTML ভাষার বিভিন্ন ট্যাগের সাহায্য লেখা হয়ে থাকে। এই ট্যাগটি <html> ওয়েবপেজের শুরুতে এবং </html> এটি শেষে সবসময় ব্যবহার হয়। এর একট...ি জোড়াতে প্রথম ট্যাগ- শুরু ট্যাগ, দ্বিতীয় ট্যাগ- প্রান্ত ট্যাগ (এদেরকে আরম্ভ ট্যাগ <> ও প্রান্ত ট্যাগে ট্যাগ বন্ধ করার জন্য </> আকারে ব্যবহার করা হয়।) উদাহরণ- <h1> এবং</h1>। এই ভাষার মাধ্যমে ওয়েবপেজে টেক্সট, টেবিল, ছবি যোগ করতে পারি। ওয়েব ব্রাউজার এইচটিএমএল ডকুমেন্ট পড়তে পারে এবং তা ভিজিটরের কাছে সঠিকরূপে প্রদর্শন করে। ব্রাউজার এইচটিএমএল ট্যাগ প্রদর্শন করে না, কিন্তু এই ট্যাগগুলোর সাহায্যে ব্রাউজার বিভিন্ন টেক্সট, ছবি ইত্যাদি আলাদা করে সনাক্ত করতে পারে।
এটি লেখা যেমন শিরোনাম, অনুচ্ছেদ, তালিকা, লিঙ্ক, উদ্ধৃতি এবং অন্যান্য গঠনমূলক শব্দ বিভিন্ন আকারে ওয়েবপেজে প্রদর্শন করা যায়। HTML এর উপাদানগুলো ওয়েবপেজে বিভিন্ন ব্লক আকারে থাকে। এর ভিতরেও আবার বিভিন্ন ভাষা যোগ করা যায়। যেমন - javascript, css, php, ajax ইত্যাদি। html হল ওয়েবপেজের প্রাণ। বর্তমানে html 5 ভার্সন বহুল পরিমানে ব্যবহার হচ্ছে।
সহজভাবে বলা যায়, এইচটিএমএল হল একধরণের ল্যাঙ্গুয়েজ যা ওয়েবপেজ তৈরীর কাজে ব্যবহার করা হয়। অন্যান্য ভাষার মতই এইচটিএমএল এ নির্দিষ্ট ট্যাগ, সিনট্যাক্স রয়েছে। এই কোডগুলো সকল ব্রাউজার পড়তে পারে এবং সেই অনুযায়ী আউটপুট দেখাতে পারে। এইচটিএমএল এর সাথে জাভা, সিএসএস ইত্যাদি বিভিন্ন কোড যুক্ত করে আরো শক্তিশালী কনটেন্ট তৈরী করা সম্ভব।
আমি tuhin_bgd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।