ব্লগস্পট টেমপ্লেট রাজ্য [পর্ব-৩]:: এডসোসিভ(সুন্দর, লাইট আর ফাস্ট ভালো লাগা একটা টেমপ্লেট)

আসসালামু আলাইকুম।

আমার টেমপ্লেট বিষয়ক এই সিরিজের তৃতীয় টিউনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে  খুব লাইট একটা থিম শেয়ার করব। একদম সিম্পল, কিন্তু সিম্পলের মধ্যে অসাধারণ। এটি খুবই ফাস্ট। আপনার ব্লগকে একদম উসাইন বোল্টের মত স্পিডি বানিয়ে ফেলবে। ডেমো ব্লগের এসইও স্কোর বিভিন্ন এনালাইজে গড়ে ৭০%! এটা কিন্তু যথেষ্ট স্কোর। অর্থাৎ, বেশ এসইও ফ্রেন্ডলি এই টেমপ্লেট। তবে যারা ভিভো হাইফাই টাইপের টেমপ্লেট চান তাদের জন্য এটা না। যারা সিম্পলি দি বেস্ট টেমপ্লেটটা চান, তারা ৩৭ কিলোবাইট খরচ করে ডাউনলোড দিন। আপনার এই কিলো বাইট বৃথা যাবেনা। কথা দিলাম। তবে এক্ষেত্রে মেগাবাইট ফেরত টাইপের কোন অফার নাই। এটা মূলত ব্যক্তিগত ব্লগের জন্য আদর্শ।

টেমপ্লেটটির ডিজাইনার MKR, এতে দুইটা মেনু আছে। আছে সোশ্যাল গ্যাজেট। আর এর সাথে দেওয়া আছে সুন্দর একটা রিসেন্ট টিউমেন্ট গ্যাজেট। টিউনের উপরে যোগ করা হয়েছে সুন্দর স্লাইডার, আর নিচে রিলেটেড টিউন তো আছেই। যদিও কারণ জানি না, আমার কাছে কিছুটা টেকটিউনসের থিমের মত মনে হয়েছে এই থিমটা। খুব ভালো লেগেছে।

সুবিধা:

  1. এসইও ফ্রেন্ডলি: ৭০%
  2. রেসপোন্সিভ: হ্যাঁ
  3. ফ্রি: হ্যাঁ
  4. ফাস্ট: সুপার
  5. লাইট কালার
  6. বাইট সেভার
  7. স্টাইডার
  8. রিসেন্ট টিউমেন্ট গ্যাজেট
  9. রিলেটেড টিউন
  10. আরো অনেক কিছু...

অসুবিধা:

  1. বেশি ফিচার নাই।

আমার মনে হয় এটা আপনার ভালো লেগেছে।

প্রথমেই টেমপ্লেটটি একবার প্রিভিউ করে আসুন।

যদি ভালো লাগে তবে এখান থেকে ডাউনলোড করে নিন।

কনফিগারেশনের নিয়ম জানতে এটি ডাউনলোড করুন।

বাংলায় কনফিগারেশনের নিয়ম জানতে এটি ডাউনলোড করুন।

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস