আপনার স্বপ্নের ওয়েব সাইটটিকে রাঙ্গিয়ে তুলুন কল্পনার যে কোন রংগে।

ইন্টারনেট জগতে এর বাসিন্দাদের (নেটিজেন) একটি স্বপ্ন দেখেন নিজস্ব ওয়েব সাইটের যেমন চান পৃথিবীর কোন বাসিন্দা তার স্বপ্নের

বাড়ির মতই। আর বাড়ীটিকে আকর্ষনীয় করতে কল্পনার রংগে সাজাতে চান। আপনার ওয়েব সাইটে রংগের ব্যবহার করতে কোন কোন

টিপস রয়েছে। তা এ পর্বের আলোচ্য বিষয়ঃ

রং নির্ধারনের তিনটি পদ্ধতি রয়েছে

  1. সাধারন কিছু রং -এর নাম যেমন- লাল, সবুজ,নীল, সাদা ইত্যাদির নাম সরাসরি Attribute -এর মান হিসেবে লিখে প্রকাশ করা যায়।

যেমন color="blue"

  1. Red, Green এবং Blue এই তিনটি মৌলিক রং ব্যবহার করে যে কোন রং তৈরি করা যায় এটি RGB হিসেবে ব্যবহৃত। প্রতিটি রংগের মাত্রা (০-২৫৫)। তবে এই পদ্ধতি ব্যবহার না করাই উত্তম কারণ কোনো ব্রাউজার এই পদ্ধতি সমর্থন করেনা। এটিতে রং নির্ধারনের নিয়ম হলো rgb(red_value,green_value,blue_value)। যেমন - rgb(0,255,0) কোড ব্যবহার করলে সবুজ রং প্রদর্শিত হবে।
  2. হেক্সাডেসিমাল কালার কোড- এ ছয়টি ডিজিট ব্যবহার করে রং নির্ধারণ করা হয়। এ পদ্ধতির গঠন হলো- #RRGGBB

ক . এখানে RR লাল রং নির্দেশ করে যা 00 থেকে FF পর্যন্ত হতে পারে

খ. এখানে GG সবুজ নির্দেশ করে যা 00 থেকে FF পর্যন্ত হতে পারে

গ. এখানে BB নীল রং নির্দেশ করে যা 00 থেকে FF পর্যন্ত হতে পারে

এ পদ্ধতিতে কালার কোড হতে পারে #000000 থেকে #FFFFFF পর্যন্ত।

 এটাতো গেলো প্রচলিত পদ্ধতি। কিভাবে আপনার পছন্দের রং খুঁজে পাবেন?

আপনার কল্পনার যে কোন রং, যে কোন রং যে কোন জাগয়া পছন্দ হলো সেটা হোক ফুল, ফল বা প্রকৃতির কোন রং কিভাবে সেই রং আপনার ওয়েব পেইজে ব্যবহার করেবেন বিস্তারিত জানতে হলো ভিডিওটি দেখুন-


কোর্সটি প্রথম থেকে শুরু করতে চাইলে-

https://www.youtube.com/channel/UCF55vj9SIJtp1KZ2RbfN1Eg

Level 0

আমি tuhin_bgd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস