ইন্টারনেট জগতে এর বাসিন্দাদের (নেটিজেন) একটি স্বপ্ন দেখেন নিজস্ব ওয়েব সাইটের যেমন চান পৃথিবীর কোন বাসিন্দা তার স্বপ্নের
বাড়ির মতই। আর বাড়ীটিকে আকর্ষনীয় করতে কল্পনার রংগে সাজাতে চান। আপনার ওয়েব সাইটে রংগের ব্যবহার করতে কোন কোন
টিপস রয়েছে। তা এ পর্বের আলোচ্য বিষয়ঃ
রং নির্ধারনের তিনটি পদ্ধতি রয়েছে
যেমন color="blue"
ক . এখানে RR লাল রং নির্দেশ করে যা 00 থেকে FF পর্যন্ত হতে পারে
খ. এখানে GG সবুজ নির্দেশ করে যা 00 থেকে FF পর্যন্ত হতে পারে
গ. এখানে BB নীল রং নির্দেশ করে যা 00 থেকে FF পর্যন্ত হতে পারে
এ পদ্ধতিতে কালার কোড হতে পারে #000000 থেকে #FFFFFF পর্যন্ত।
এটাতো গেলো প্রচলিত পদ্ধতি। কিভাবে আপনার পছন্দের রং খুঁজে পাবেন?
আপনার কল্পনার যে কোন রং, যে কোন রং যে কোন জাগয়া পছন্দ হলো সেটা হোক ফুল, ফল বা প্রকৃতির কোন রং কিভাবে সেই রং আপনার ওয়েব পেইজে ব্যবহার করেবেন বিস্তারিত জানতে হলো ভিডিওটি দেখুন-
কোর্সটি প্রথম থেকে শুরু করতে চাইলে-
আমি tuhin_bgd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।