বেসিস ও বাংলাদেশ সরকার এর স্কিল ফর এমপ্লয়মেন্ট প্রোগ্রাম এর আওতায় বি আই টি এম প্রদত্ত ২৩০০০ হাজার মানুষ কে প্রযুক্তি গত ভাবে দক্ষ করে গড়ে তোলার প্রচেষ্টার মধ্যে ওয়েব ডিজাইন কোর্স টি অনেক পরিচিত। ইতোমধ্যে উক্ত কোর্স টিতে অনেকেই অংশগ্রহণ করেছে। আবার এর মধ্যে যাদের ইচ্ছা থাকা শর্তেও পারেনি তাদের জন্য আমার আজকের এই টিউন।
বেসিস প্রদত্ত ওয়েব ডিজাইন কোর্স টির ভিডিও ক্লিপ গুলি নিয়ে নিজের প্রয়োজনেই একটা প্লে-লিস্ট বানিয়েছিলাম। হঠাৎ করে কি মনে হল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই লিংকে ক্লিক করে দেখুন কিছুদিন আগে শেষ হওয়া ৩০ টি ক্লাসের সবগুলি ভিডিও।
যেসমস্ত বিষয় বলি নিয়ে কোর্স টি সাজানো হয়েছে HTML5, CSS3, JavaScript, Responsive Web Design, Bootstrap এছাড়া ও Media Query সম্পর্কে বিশদ ভাবে আলোচনা করা হয়েছে। ইচ্ছাকরলে আপনি নিজেও ভিডিও গুলি শেয়ার করে অন্যকে দেখার ও নতুন কিছু জানার সুযোগ করে দিতে পারেন।
লিংক টা পুনরায় দিচ্ছি ঃ http://youtu.be/X9qMwheb9xM?list=PLSO4c1uxH-lRZGf6zoRZ4RMYkvlBEV9rX এই লিংক টি কপি করে ব্রাউজার এর ইনপুট বক্সে পেস্ট করুন।
ও আরেকটি কথা ইচ্ছা করলে আপনি নিজেও বি আই টি এম এর ওয়েব সাইটে যেয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন এই ধরণের আরো অনেক কোর্সের যে কোন একটার জন্য।
এমন পচা একটা টিউন মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ 🙂
বিঃদ্রঃ মোবাইল থেকে টিউন টি করা। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন।
আমি Iqbal Mahmud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ame ak taar chera.............