————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—
সুপ্রিয় বন্ধুরা আমি একটি ওয়েব সাইট ডিজাইন এর উপর সিরিজ টিউটেরিইয়াল বানাতে যাচ্ছি। যে কেউ এই টিউটেরিয়াল সিরিজ দেখে ওয়েব সাইট বানাতে পারবেন, কারন এটি বানাতে কোন ধরনের কোডিং জানা লাগবে না।
এই সময়ে রেস্পন্সিভ ডিজাইন এবং প্যারালাক্স ডিজাইন খুবই জনপ্রিয়। এই টিউটিরিয়ালে এর সব টুকুই দেখানো হবে।তাছারা
ফুল স্ক্রিন স্লাইড ভিডিও স্লাইড সহ আমি আপনাদের শেখাব আরও অনেক কিছু। তাছারা আপনারা http://parallaxfx.businesscatalyst.com এই সাইটে গিয়ে প্যারালাক্স এবং http://resources.muse.adobe.com/collections/site-of-the-day এই সাইটে গিয়ে বিশ্বের সব প্রান্ত থেকে সাবমিট করা মাজার মাজার সব ওয়েব সাইট দেখতে পারবেন। হে বন্ধুরা এতক্ষনে নিশ্চয় বুঝে গেছেন যে আমি আডবি মিউজ এর কথা বলতেছি। অনেকেই আডবি মিউজ টা কি টা জানে না এটি হচ্ছে এমন একটি সফটোয়্যার যা দিয়ে আপনি কোন ধরনের কোডিং জানা ছারাই সুন্দর সুন্দর সব ওয়েব সাইট ডিজাইন এবং পাব্লিশ করতে পারবেন। টিঊটোরিয়ারল সিরিজ এর শেষের দিকে আমি আপনাদের দেখাব কিভাবে ফ্রি ডোমেইন এবং হোস্টিং ব্যবহার করে এই ওয়েব সাইট গুলা পাবলিসশ করতে হয়। তাছাড়া অনলাইন মার্কেটপ্লেস এ কিন্তু এডোবি মিউজ এর কাজ কম না।
আপনা্রা যদি আমার সাথে থাকেন তা হলে ইনশাল্লাহ আমি পুরো সিরিজ টি কমপ্লিট করতে পারব।
এডবি মিউজ টরেন্ট ডাউনলোড লিঙ্কঃ ১. ক্লিক করুন
ইউটরেন্ট ডাউনলোড লিঙ্কঃ এখানে
এই পর্বে দেখানো হবে কোন ধরনের ওয়েব সাইট আপনারা তৈরী করতে পারবেন। এবং কিভাবে টরেন্ট দিয়ে সফটওয়্যার টি ডাউনলোড করবেন।
আশা করি আপনাদের প্রশ্ন গুলো ভিডিওতে টিউমেন্ট করবেন। আমি আপনাদের সব প্রশ্নের জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ
আমি Habib_64। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।