শীতকাল শুরু হয়ে গেল।ইউরোপের বিভিন্ন দেশে শীত অনেক আগে থেকেই শুরু হয়ে গেসে।অনেক দেশে তুষারপাত হচ্ছে।তুষারপাতের দৃশ্য দেখতে খুবই সুন্দর।আপনি চাইলে আপনার ব্লগস্পটে তুষারপাতের ইফেক্ট যোগ করতে পারেন।এজন্য প্রথমে ব্লগার এ লগিন করে ড্যাসবোর্ড থেকে Design অপশানে যান।এরপর Add a Gadget এ ক্লিক করে যে তালিকা আসবে ওখান থেকে HTML/JavaScript এ ক্লিক করুন।এরপর যে উইন্ডো ওপেন হবে ওইখানে নিচের কোডটি কপি করে পেস্ট করুন।টাইটেল বারটি ফাকা রাখুন।
<script type="text/javascript" src="http://files.main.bloggerstop.net/uploads/3/0/2/5/3025338/snowstorm.js" /> <!-- now, we'll customize the snowStorm object --> <script type="text/javascript"> snowStorm.snowColor = '#99ccff'; // blue-ish snow!? snowStorm.flakesMaxActive = 96; // show more snow on screen at once snowStorm.useTwinkleEffect = true; // let the snow flicker in and out of view </script>
এবার সেভ করুন।
কোডগুলা কপি করতে সমস্যা হলে এখান থেকে কপি করুন।
ডেমো দেখতে এখানে ক্লিক করুন।
আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।
হুম ইফেক্ট টা খুব ই সুন্দর কিন্তু মনে হয় এটার কারনে তোমার সাইট টা একটু slow হল।