তাহলে নতুন পর্ব শুরু করা যাক। নতুন হিসাবে আজকের পর্বে শিখাব কিভাবে আপনার ব্লগারে পপুলার টিউন উইগেটকে অসাধারন লুক ইন্টারফেস করবেন! কাজটি শুরু করার পূর্বে স্কীনশর্ট হিসাবে প্রিভিউ দেখে নিন-
/*--- http://bdtutorialgift.blogspot.com/ --- */
.popular-posts ul{padding-left:0px;}
.popular-posts ul li {background: #FFF url(http://1.bp.blogspot.com/_7wsQzULWIwo/ SmodosCuJCI/AAAAAAAABh4/ZSXbVW9Qpa8/s400/261.gif) no-repeat scroll 5px 10px;
list-style-type: none;
margin:0 0 5px 0px;
padding:5px 5px 5px 20px !important;
border: 1px solid #dddddd;
border-radius:10px;
-moz-border-radius:10px;
-webkit-border-radius:10px;
}
.popular-posts ul li:hover {
border:1px solid #6BB5FF;
}
.popular-posts ul li a:hover {
text-decoration:none;
}
পেস্ট করা হয়ে গেলে HTML বক্সটি সেভ করুন, তাহলেই আপনার ডিফল্ট পপুলার টিউন উইজেটটি একটি নতুন রূপ পাবে। আশা করি, টিউটোরিয়ালটি অনুসরন করে এবার নিজেই উপরোক্ত কাজটি করতে পারবেন। তথাপি উইগেট সম্পর্কে কোন অভিমত কিংবা রিভিউ থাকলে টিউমেন্ট করার প্রত্যাশা ব্যক্ত করছি। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকু।-আল্লাহ হাফেয-
আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...