ব্লগিং করার জন্য সেরা প্লাটফর্ম হলো ব্লগস্পট। আর এটা শুধুমাত্র আমার কথা নয়। কারন, অনেক বড় বড় ব্লগিং সাইট ব্লগস্পট এ হোস্ট করা। অনেকেই হয়তো নিয়মিত The Hacker News পড়ে থাকেন। কিন্তু আপনি জানেন এটাও ব্লগস্পট দিয়ে করা। এরকম আরও অনেক ভালো সাইট ব্লগস্পট এ হোস্ট করা।
অনেকেই হয়তো নতুন ব্লগিং শুরু করেছেন বা করতে চাচ্ছেন। আবার অনেকেই হয়তো ব্লগিং করেন। আবার অনেকে এফিলিয়েট মার্কেটিং করবেন বলে বেছে নিয়েছেন ব্লগস্পটকে। আপনাদের জন্য আজকে আমি জটিল একটা ব্লগস্পট টেমপ্লেট শেয়ার করবো। টেমপ্লেটটি ডিজাইন করেছে MsDesignBD.
এই টেমপ্লেটের সবচেয়ে বড় সুবিধা হলো, ফুল SEO Optimized করা। আর, আপনি হয়তো জানেন Google এসইও করা টেমপ্লেটকে কতটা গুরুত্ত দেয়। আর এটি Full Responsive বলে যেকোনো ডিভাইসে নিজেকে সহজেই মানিয়ে নিতে পারে। তাহলে, চলুন দেখে টেমপ্লেটের ফিচারসমূহ...
এই টেমপ্লেটের সবচেয়ে বড় সুবিধা হলো, আপনি Customize এ গিয়ে সহজেই নিজের মতো করে Color বদলাতে পারবেন।
এটি একটি Paid Template. তবে চিন্তা করার কিছুই নাই, আমি আপনাদের সাথে ফ্রি ভার্শনটি শেয়ার করবো, ফ্রি ভার্শনেই উপরের সব সুবিধাগুলো পাবেন।
আর হ্যা, যারা বাংলায় ব্লগিং করতে চান, তারা এই টেমপ্লেটের বাংলা ভার্শন ব্যবহার করতে পারেন। ডেমো দেখতে এখানে ক্লিক করুন। তবে, এর বাংলা ভার্শন ফ্রি নয়।
তাহলে, আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে।
আমি ভিনগ্রহের আদিবাসী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা অ্যাফিলায়েট মার্কেটিং টেমপ্লেট? :O