আপনার ব্লগার ব্লগের জন্য নিয়ে নিন চমৎকার একটি চ্যাট গ্যাজেট(১)

আসসালামু আলাইকুম।

আপনার ব্লগের ভিজিটরদের সাথে আপনি যদি যোগাযোগ করতে চান তবে আপনার জন্য এই গ্যাজেট। এর মাধ্যমে যেকোন সমস্যা ভিজিটররা আপনাকে জানাতে পারবে এবং আপনিও ভিজিটরদের আইপি, অবস্থান জানতে পারবেন ও তাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

ডেমো দেখে আসুন এখানে

তো এখন যেভাবে এমন একটা চ্যাট আপনার ব্লগে যোগ করবেন-

১। আপনার প্রথমে এখানে রেজিস্টার করতে হবে।

২। এবার এখানে লগইন করুন।

৩। এখন Deployment মেনু থেকে Embedded Chat ওপেন করে আপনার কোড কপি করুন।

৪। ব্লগের লেআউটে এড এ গ্যাজেট(যেই স্থানে ইচ্ছা, একখানে দিলেই হবে)>এইচটিএমএল/জাভাস্কিপ্টে পেস্ট করুন।

৫। ব্লগ ভিজিট করুন।

তাহলে ব্লগে যুক্ত করা শেষ হলো। কিন্তু কথা হলো কাস্টমাইজ কিভাবে করবেন?

Deployment মেনুতেই দেখুন বেশ কিছু অপশন আছে কাস্টমাইজের। সেখানে যেটা কাস্টমাইজ করবেন সিলেক্ট করুন। এবার Custom Ul এ গিয়ে কাস্টমাইজ করুন।

আরেকটা বিষয় বাকি। আসল বিষয়। আপনাকে তো সবার মেসেজ পেতে হবে তাই না? এজন্য ড্যাশবোর্ড থেকে চ্যাট নাও এ যান। এখন আপনি আপনার সাইটের একটিভ ভিজিটর দের দেখতে পাবেন। এখন সেখানে কারো সাথে চ্যাট করতে হলে ইনভাইট করুন। আর কেউ আপনার সাথে চ্যাট করতে চাইলে সেটা একসেপ্ট করে চ্যাট শুরু করুন।

আরেকটা কথা, এটা পাবলিক চ্যাট না। শুধু মেম্বাররা এডমিনদের সাথে কনটাক্ট করতে পারবে। ইংশাআল্লাহ পরের পর্বে একটা চমৎকার পাবলিক চ্যাট গ্যাজেট দিবো।

ভালো লাগলে ঘুরে আসুন: গ্রিন রেঞ্জারস+

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এভাবে কমেন্টে স্প্যাম কেন ভাইয়া?

সুন্দর
http://Amraito.com

    আমার টিউনের সাথে আপনার সাইটের তো ভাইয়া সম্পর্ক নেই। এভাবে স্প্যাম না করাই ভালো 🙂

just for backlink