আপনার ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টের প্রথম পেজে দেখতে চান ? SEO TIPS (পর্ব ০৩)

আবার অনেকদিন পর আমার ধারাবাহিক অপটিমাইজেশন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ।
আজ আমি আপনাদেরকে বলব কিভাবে BING এর ওয়েবমাষ্টার টুলস ব্যবহার করে আপনার সাইটকে BING সার্চ ইঞ্জিন এর সার্চ রেজাল্টে এ্যাড করবেন ।
প্রথমেই আপনাকে যা করতে হবে তা হলো আপনার একটি Hotmail বা MSN এর মেইল একাউন্ট থাকতে হবে ।
তারপর আপনি এই লিংকটিতে ক্লিক করুন http://www.bing.com/toolbox/webmasters/
তারপর সেখান থেকে sign in to use webmaster tools  এই লিংকটিতে ক্লিক করুন ।
sign in to use webmaster tools
তারপর আপনার হটমেইল এর ইমেইল এর লগইন পেজ আসবে । সেখানে আপনি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে লগইন করুন ।
কিছুক্ষন অপেক্ষা করুন । দেখবেন একটি পেজ আসছে , যেখানে আপনি আপনার সাইটের লিংক দিতে পারবেন । Add Site
সেখানে আপনার সাইটের লিংকটি দিয়ে দিন । http://www.your site.com or http://www.your site.example.com
এরপর আপনাকে আপনার সাইটটি ভেরিফাই করার অপশন দিবে । আপনি সেখান থেকে মেটা ট্যাগ এর মেথডটি সিলেক্ট করুন ।
তারপর আপনি একটি মেটা ট্যাগ পাবেন ।
<meta name="msvalidate.01" content="18A36B315DBEC505459F5BB5D13E3956" />

আপনি সেখান থেকে ম্যাটা ট্যাগটি কপি করুন তারপার আপনার ব্লগার ওয়েবসাইট এর ড্যাশবোর্ড এর ডিজাইন এ ক্লিক করে EDIT HTML এ ক্লিক করুন । তারপর কিবোর্ড থেকে CTRL + F প্রেস করে এই লেখাটি খুজে বের করুন : . তারপর আপনি এর নিচে কপি করা ম্যাটা ট্যাগটিকে পেষ্ট করে দিন । ঠিক এইভাবে :

<html>

<head>
<meta name="msvalidate.01" content="18A36B315DBEC505459F5BB5D13E3956" />
<title>
My title
</title>

</head>
<body>

page contents

</body>

</html>

তারপর Save template এ ক্লিক করে আপনি ওয়েব মাষ্টার টুলস এর পেজটিতে ফিরে আসুন ।
এখানে নিচের অংশে দেখুন : Verify  লেখা আছে । আপনি Verify তে ক্লিক করুন । দেখুন আপনার ওয়েবসাইটি ভেরিফাই হয়েছে ।

এবার আপনাকে সাইটম্যাপ সাবমিট করতে হবে । আপনি ওয়েব মাষ্টার টুলস এর হোম এ ক্লিক করে হোম এ চলে আসুন । তারপর আপনার সাইটের লিংকটি পেয়ে যাবেন । এই লিংকটিতে ক্লিক করুন । তারপর আপনি ওই পেজ লক্ষ্য করে দেখুন Submit a Sitemap নামে একটি লিংক আছে । এই লিংকটিতে ক্লিক করুন । তারপর Submit a Sitemap ক্লিক করলে একটি খালি বক্স আসবে । সেখানে আপনি এই সাইটম্যাপটি কপি করে দিন :

atom.xml?redirect=false&start-index=1&max-results=1000

এই তো হয়ে গেছে । এখন থেকে আপনার সাইটটি ইনডেক্স হতে থাকবে । আপনি নিয়মিত আপনার সাইটে পোষ্টিং দিতে থাকুন ।
আমার আগের পোষ্টগুলো দেখতে এখানে ক্লিক করুন ।https://www.techtunes.io/tuner/imran88k

Level New

আমি ইমরান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অশেষ ধন্যবাদ ইমরান ভাই। পরবর্তি পর্বের অপেক্ষায় রইলাম।

    সকলকে স্বাগতম । আমি পরবর্তি টিউন লেখার চেষ্টা করছি । একটু সময় নিচ্ছি কারন আমি ব্যস্ত ।

পরবর্তি পর্বের অপেক্ষায় আছি।ধন্যবাদ ভাই।

জটিল ! পরের পর্বের অপেক্ষায় রয়লাম ।