ব্লগস্পটে টিউনে ইমেজ, এনিমেশন, ভিডিও, গান ও ফ্লাশ ফাইল ইম্বেডের নিয়ম

আসসালামু আলাইকুম।

যদি এখনো ব্লগস্পটে টিউন করার নিয়ম না জানলে আগে এখান থেকে শিখে নিন। আর একেবারেই এ নিয়ে কিছু না জানলে এখানে যান এবং শিখে নিন।

তো আজকের টিউনের বিষয় হলো ব্লগে কোন কিছু ইম্বেড করা। আমরা ইমেজ, এনিমেশন,  ভিডিও, গান ও ফ্লাশ ফাইল ইম্বেড করা শিখবো এখন।

 

ইমেজ ও এনিমেশন

এনিমেশন বলতে আমি .gif এনিমেশনের কথা বলছি। ইমেজ আর .gif এনিমেশন একই নিয়মে ইম্বেড করতে পারবেন। ইম্বেডের নিয়মের আগে বলে নিই, গুগলে কি-ওয়ার্ডের পর gif লিখে সার্চ দিয়ে ইমেজে গেলে অনেক এনিমেশন পাবেন। ইমেজ বা এনিমেশনের লিংক আপনাকে সংগ্রহ করতে হবে। এজন্য ইমেজে ক্লিক করে সম্পুর্ণ লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর মাউসের ইম ক্লিক করে কপি ইমেজ লোকেশন সিলেক্ট করুন। এবার আপনার টিউনের উপরের মেনু থেকে HTML সিলেক্ট করে এই কোডটি বসান-<img src=ছবির লিংক/> ছবির লিংক কপিকৃত লিংক দিয়ে রিপ্লেস করে দিন।হাইট ও ওয়াইডথ পাল্টাতে চাইলে<img height="ভ্যালু" src=ছবির লিংক width="ভ্যালু"/>

ভ্যালুর জায়গায় সাইজ দিয়ে পরিবর্তন করে দিন।।

উদহরণ: <img src="https://www.crossed-flag-pins.com/animated-flag-gif/gifs/Bangladesh_240-animated-flag-gifs.gif" />

ফলাফল:

জানিয়ে রাখি কোড ব্যবহার না করে ইমেজ সিলেক্ট করলে কমপোজে পেস্ট করলেই হবে, কিন্তু টিউন বাদে অন্য ক্ষেত্রে ব্যবহারে কোড লাগবে।

ভিডিও ইম্বেড করা

ভিডিও ইম্বেড করতে সোজা ইউটিবের ভিডিওতে গিয়ে চিত্রের মত রাইট ক্লিক করে ইম্বেড কোড কপি করে এইচটিএমএলে পেস্ট করুন। নো ঝামেলা।
আরো সহজ উপায় শুনবেন? ছবিটা দেখেন। বুঝবেন।
ডেমো:
অডিও ইম্বেড
<audio controls>

<source src="গানের লিংক" type="audio/mp3">

</audio>

এখন কথা হলো অডিও কৈ পাবেন? উত্তর হলো ভিডিওর ইউআরএল কপি করেও এই কোডে পেস্ট করলে অডিও হয়ে যাবে। আর গুগল সাইটে আপনি এই গান আপলোড করে ইম্বেড করতে পারেন। এখানে গিয়ে শিখতে পারেন। আর ব্লগার দিয়ে গান স্ট্রিমিং ও ডাউনলোড সাইট বানানোর নিয়ম এখানে পাবেন।
গেম ইম্বেড
পছন্দের একটা গেমের পেজ ওপেন করুন। গেম পাবেন এসব সাইটে-

১। http://grplusbd.blogspot.com/p/blog-page_36.html
২। http://www.playpod.com

৩। http://www.agame.com

৪। http://www.a10.com

৫। http://www.mousebreaker.com

৬। http://www.games2win.com (Girls)

৭। http://www.gangofgamers.com/en/ (boys)

৮। http://www.chimpoo.com/ (Kids)

৯। http://www.cricketgames.me

 
এখানেও যথারীতি ইউআরএল আগে সংগ্রহ করতে পারে। এজন্য গেম ওপেন করুন এবং মাউসের বাম বাটরে ক্লিক করুন এবং ভিউ পেজ সোর্সে ক্লিক করুন।এবার সোর্স ফাইল ওপেন হবে। Ctrl+F চেপে .swf লিখে সার্চ দিন। দেখুন নিচে লেখা 1 of 7 matches বা 1 of 1 matches মানে এক বা একাধিক .swf লিংক পাওয়া যেতে পারে।। একটু দেখুন বুঝতে পারবেন কোন লিংকটা আপনার দরকার। সবগুলোতে চোখ বুলান। যেটার সবচেয়ে উন্নতমানের নাম সাধারণত সেটাই আসল। এটা আপনি বাকিগুলো দেখলেই বুঝবেন। মনে রাখবেন, কিছু ক্ষেত্রে আপনি গেমের সঠিক লিংক নাও বুঝতে পারেন, আবার অনেক ক্ষেত্রে পেজ সোর্সে .swf নাও থাকতে পারে। এখানে কিছু করার নাই।
ইম্বেডের এইচটিএমএল কোড: <embed src="ফাইল লিংক" width="500"></embed>
এখন আপনার ফাইল লিংকটা বসিয়ে দিয়ে আপনার টিউন/পেজের এইচটিএমএলে টিউন করুন। দেখবেন আপনি ব্লগে গেমটা খেলতে পারছেন!
এবার প্রয়োজনমত ওয়াইডথ ও হাইট পরিবর্তন করে নিন।
এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।
পূর্বে প্রকাশিত: এখানে

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস