আমাদের মদ্ধে অনেকেই আছেন যারা ptc সাইটে কাজ করে টাকা ইনকাম করি। এসব সাইট থেকে অনেক টাকা ইনকাম করা যায়।অনেকেরই নিজের পারসোনাল ওয়েব সাইট আছে।যারা ptc সাইট বানাতে ইচ্ছুক তাদের জন্য আছে সুখবর। আজ আমি আপনাদের কাছে ptc সাইট বানানোর script share করছি।
যেসব জিনিস দরকার :
- PHP 5 or better
- MySQL
- cURL
- PHP short tags must be enabled.
- SourceGuardian Loaders
এবার নিচের ডাউনলোড লিঙ্ক থেকে script টি ডাউনলোড দেন
যেভাবে ইন্সটল করবেন :
১।প্রথমে আনজিপ করেন দুটি ফোল্ডার পাবেন। নিচের মত
২।আপ্নার হোস্টিং এর কন্টোল পেনেল এ প্রবেশ করেন।
৩।public_html রুট এর মদ্ধে public_html ফোল্ডার এর সব ফাইল রাখতে হবে
৪।public_html রুট এর মদ্ধে ClixScript_PHP_DOCS ফোল্ডার রাখতে হবে
৫।এবার আপনার সাইটের নাম/install/index.php লিখে এন্টার দেন।
উদাহরণ : http://yourdomain.com/install/index.php
৬।পরের প্রয়জনীয় নির্দেশাবলী অনুসরণ করেন।
নোট :
# script টি সব ফ্রী হোস্টিং সাইটে কাজ নাও করতে পারে। যদি কাজ না করে তাহলে পেইড হোস্টিং এ ইন্সটল করতে হবে। কম দামে সহজেই আপনি একটি হোস্টিং নিতে পারবেন। গুগল এ খুজে পাবেন কম টাকায় হোস্টিং।
# কপি পেস্ট করা যাবে না।
কারো কিছু বলার থাকলে বা সমস্যা হলে টিউমেন্ট করুন।
পরের টিউনে আরও script নিয়ে হাজির হব।
তো বন্ধুরা আজ কে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হব অন্য কোনো টিউন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।
ভালো থাকুন, আবার দেখা হবে পরবর্তী টিউনে।
আমি নাজমুল হোসাইন নাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ার করার জন্য ধন্যবাদ।