বন্ধুরা কেমন আছ? সবাইকে বন্ধু বলেই ডাকলাম। কেউ মাইন্ড কইরেননা ভাই। যেহেতু আপনি এই টিউন পড়ছেন তাই ধরে নিচ্ছি আপনি টেক বিষয়ে জানেন একটু হলেও। হয়ত আমার মত সবাই ওয়েব ডেবোলপ সম্পর্কে জানেন না। যারা আমার মত একটু আধটু জানেন তাদের জন্যই এই টিউন। কথা না বাড়িয়ে সরাসরি কাজের কথায় আসি। আমরা আজ দেখব কিভাবে আমরা কয়েকটা ক্লিক করেই বিনা মূল্যে একটি ওয়েব সাইট বানাব।
🙄 🙄 🙄
প্রথমে একটি সাইটে গিয়ে আপনাকে রেজি: করতে হবে। রেজি: করতে এইখানে ক্লিক করেন।
(নিচে স্ক্রিন শর্ট দেখুন)
১. আপনার ওয়েব সাইটটির ডোমেইন নেম সিলক্ট করুন।
২. ইমেল এড্রেস দিন।
৩. আপনার পাসওয়ার্ড দিন। (পাসওয়ার্ড মনে রাইখেন ভাই)
এরপর আপনার ইমেইলে গিয়ে শুধু বেরিফাই করে দিন।
আমি একটি সাইট করেছি এইটা দিয়ে। সার্ভিস টা ভালই লাগল। মনে হয় টেম্পরার সাইট বানালে মন্দ হবেনা। চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার সাইট দেখতে এখানে ক্লিক করুন। অতটা ভাল হয়নি আমার সাইট মনে হয়।
সাইট এ ঢুকলেই আপনা আপনিই বুঝে যাবেন। কারণ আপনি এতটা বোকা না। 😆
ভাল লাগলে কম্মেন্ট করেন। চাইলে আমাকে ফেসবুকে নক করতে পারেন। আমার ফেসবুক ঠিকানা।
আমি সুমন সাদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কি লিখব নিজের সম্পর্কে? তবে এটা বলতে পারি, আমি অনেক কিছু শিখতে চাই। যা হয়ত পাব আমি এই ফোরামেই!!!!!!!!
ইউআরএলটা সুন্দর না। তার চেয়ে এটা ভালো: http://goo.gl/qjIzKk