কিভাবে নিজস্ব পিটিসি সাইট বানাবেন? (ফ্রি)

আমরা অনেকেই পিটিসি সাইট বানাতে চাই। কিন্তু আমরা অনেকেই জানি না পিটিসি সাইট তৈরি করতে কি কি লাগবে? কত ব্যয় হবে। এখন ফ্রি PTC সাইট বানানো নিয়ম জেনে নিন।

পিটিসি কি?

পিটিসি (PTC) মানে পেইড টু ক্লিক। এখানে ক্লিকের মাধ্যমে টাকা আয় করা যায়। পিটিসিতে মুলত ক্লিক এর মাধ্যমে আপনাকে বিজ্ঞাপন দেখতে হবে। এভাবে বিজ্ঞাপন দেখে আয় করতে পারবেন।

পিটিসি সাইট বানানোর জন্য কি কি প্রয়োজন?

পিটিসি সাইট বানানোর জন্য যে সকল জিনিস লাগবে তা নিম্নরূপঃ
১. ডোমিন।
২. ওয়েব হোস্টিং।
৩. সফটওয়্যার বা স্ক্রিপ্টিং।
৪. পেপাল, পেজা একাউন্ট।
৫.ব্যাসিক পিএইচপি জ্ঞান।

উপরের ৫ টি জিনিস কি আপনার কাছে আছে? তাহলে নিজের পিটিসি সাইট বানাতে পারবেন।
এই ৫ টি না থাকলে বা এর কোন একটি না থাকলেও প্রব্লেম নেই। আমার ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন।
আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব।
ফ্রি ডোমিন নেওয়ার নিয়ম আমরা কম বেশি সবাই জানি। তারপরও বলছি।
ডট TK ফ্রি নিনঃ এখান থেকে।
ফ্রি হোস্টিং নিনঃ এখান থেকে।
পেজা একাউন্ট খুলুনঃ এখান থেকে।
পেপাল একাউন্ট খুলুনঃ এখান থেকে।
এখন প্রয়োজন দুইটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করা।
প্রথমে basic php টিউটোরিয়াল শেষ করুন।
তারপর, স্ক্রিপ্টিং ডাউনলোড করুন।

কিভাবে স্ক্রিপ্টিং ইন্সটল করবেন?

এবার আপনার হোস্টিং সার্ভার এর সি প্যানেল এ যান এবং লগ ইন করুন।
তারপর, mysql ডাটাবেইস এ যান। বানান নতুন ডাটাবেইস।
এখন, File Manager এ গিয়ে ফাইলি আপলোড করুন।
শর্তঃ ফাইলটি Zip ফাইল করে আপলোড করতে হবে। Readme.txt ফাইলটি একবার পড়ে নিবেন।
গুড লাক!!
সৌজন্যেঃ আমার ব্লগ

Level 0

আমি হাবলু উসামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হাবলু উসামা। আমার সম্পর্কে বিস্তারিত জানতে হলে: এখানে ক্লিক করুন। ধন্যবাদ!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি যতটা সহজ ভাবছেন এটা মোটেও ততটা সহজ নয়। তাই অযথা এগুলোর পেছনে সময় ব্যয় করে কোনো লাভ নেই।

নিজে না পারলে এই দশা। আপনি আমাকে হায়ার করে বানিয়ে নিতে পারেন।