ব্লগস্পটের নতুন ফিচার Featured Post Widget – হাইলাইট করুন জনপ্রিয় একটি টিউন।

গতকাল (১০ ডিসেম্বর ২০১৫) ব্লগার নতুন একটি ফিচার যোগ করে ব্যবহারকারীদের জন্য এবং Blogger Buzz এ ফিচারটি নিয়ে একটি টিউন করা হয়। তাদের নতুন এই ফিচারটির নাম হলঃ Featured Posts Widget। আশা করিছি বুঝে গেছেন যে এই এইটার কাজ কি। হে, আপনি এই উইডগেট এর মাধ্যমে যে কোন একটি টিউন হাইলাইট করতে পারবেন।

আরেকটু সহজ করা বলা যাক। আপনি বিভিন্ন বাংলা ব্লগে দেখবেন যে, যেকোন একটি গুরুত্বপূর্ন্য টিউন নির্বাচিত টিউন আকারে হাইলাইট করে রাখা হয়েছে। এখন আপনি ব্লগারে যেকোন একটি টিউন হাইলাইট করে রাখতে পারবেন। এতে আপনি সহজেই ভিজিটরদের দৃষ্টি আকর্ষন করাতে পারবেন।

এখন হয়ত ভাবছেন যে এই উইডগেট টি কোথায় বসানো যাবে? আপনি আপনার ব্লগের Sidebar অথবা Footer অংশে এই উইডগেটটি বসাতে পারবেন। Blogger Featured Post widget টি ব্যবহার করে আপনি আপনার ইচ্ছা মত শিরোনাম দিতে পারবেন, ইচ্ছা করলে ছবি সরাতে পারবেন। যেকোন লেভেল থেকে যেকোন একটি টিউন নির্বাচিত টিউন হিসেবে হাইলাইট করতে পারবেন। এক কথায় প্রত্যেক ব্লগের জন্য পার্ফেক্ট একটি উইডগেট। তাহলে চলুন এখন দেখা যাক, কিভাবে এটা  আপনার ব্লগে যোগ করবেনঃ

প্রথমে Blogger Dashboard > Layout > Add a gadget এ ক্লিক করুন। তার নিচের স্কীনশট এর মত Featured Post এ ক্লিক করুন।

ব্লগস্পটের নতুন ফিচার Featured Post Widget - হাইলাইট করুন জনপ্রিয় একটি টিউন।

এখন নিচের স্কীনশটের মত করে আপনি যেকোন একটি টিউন সিলেক্ট করে দিয়ে আপনার মত করে কাস্টমাইজ করে নিন।

 

আশা করি বুঝতে পারছেন বিষয়টা। না বুঝলে নাই। টিউমেন্ট করবেন বুঝাই দিবো নে 😛 আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ...

 

সৌজন্যেঃ MS Design

Level 0

আমি মোহাম্মাদ সুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি জানি এটা সত্যিই। তাই সত্যিই বলছি এটা সত্যিই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bos সমস্যায় পরছি । আমি আমার মোবাইল দিয়া আমার ব্লগে কোনো টেমপ্লেট আপলোড করতে পারতাছিনা । আমি uc browser দিয়া গত ১ দিন ধইরা চেষ্টা করতেছি পারতাছিনা । Boos সমাধান থাকলে বইলেন । আমার ব্লগ
http://www.tuneteach.blogspot.com
এটি আমার নতুন ব্লগ । Boos ব্লগ নিয়া কোনো কোনো টিপস থাকলে আমারে জানাইয়েন [email protected] ple……….se

Level 2

ভাই আমার এই সমস্যার সমাধান দিবেন prntscr.com/91gce7