ওয়েবসাইটের গুগল পেজ র‍্যাংক কিভাবে বাড়ানো যায় ?

গুগল পেজ র‍্যাংক বাড়াতে হলে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ হলো ব্যাক-লিংকস ।যত বেশী ব্যাক-লিংক হবে পেজ র‍্যাংক তত বাড়বে ।

আমি আজ এ বিষয়ে পাঁচটি পদ্ধতি আলোচনা করবো ।

১. ফোরামে অংশগ্রহন : বেশকিছু ফোরাম রয়েছে যেখানে আপনি অংশগ্রহন করে ব্যাক-লিংক দিতে পারবেন , কিন্তু আপনাকে সেক্ষত্তে রিলেটেড কন্টেন্ট এর উপর সাইট পছন্দ করতে হবে । আপনি যত বেশী ব্যাক-লিংক দিবেন আপনার সাইটের পেজ র‍্যাংক বাড়ার সম্ভাবনা তত বেশী । সেক্ষত্ত্রে আপনার নিজের সাইটটিকেও সুন্দর ভাবে তৈরি করে নিতে হবে ।

২. লিংক সাবমিশন : আপনি আপনার সাইটটিকে লিংক ডিরেক্টরিতে সাবমিট করতে পারেন , সেক্ষেত্ত্রে আপনার সাইটটি অনেকগুলো সার্চ ইঞ্জিনে যুক্ত হওয়ার সুযোগ থাকে । কিছু কিছু ওয়েবসাইট পাবেন যেসব ওয়েবসাইট আপনার লিংক সাবমিশন এর পর আপনার সাইটের নির্দিষ্ট কিছু লিংক তাদের ওয়েবসাইটে এড করছে । সেক্ষেত্ত্রে আপনি একটি ফ্রি লিংক পেলেন যা ব্যাক-লিংক এর কাজ করবে ।

৩. সাইটে নিউজ বিষয়ক কিছু যোগ করুন : আপনার সাইটে নিউজলেটার বা সংবাদ এই জাতীয় কিছু ইনফরমেশন দিতে পারেন যাতে করে আপনার সাইটে একই ভিজিটর আবার আসে যাতে করে পছন্দের নিউজ পড়তে পারে । সেখানে কিছু কিছু সাম্প্রতিক পোষ্ট অত্যন্ত জনপ্রিয় হতে পারে । আপনি সেই জনপ্রিয় লিংকগুলোকে ব্যাক-লিংক হিসেবে ব্যবহার করুন ।

৪. আর্টিকেল ডিরেক্টরী : আপনি আরটিকেল ডিরেক্টরিতে আর্টিকেল সাবমিট করতে পারেন আপনার সিগনেচার এবং লিংক ব্যবহার করে . এতে করে সেই লিংক এর ভায়া হয়ে কিছু ভিজিটর আপনার সাইটে আসতে থাকবে এবং আপনার সেই ব্যাক-লিংকটি তখন গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করবে আপনার সাইটের পেজ র‍্যাংক বাড়াতে ।

৫. ওয়েব পার্টনার :  চেষ্টা করুন আপনার সাইটের কন্টেন্ট রিলেটেড কিছু সাইটের ওয়েব পার্টনার হতে পারেন কিনা , যেসব সাইটের পেজ র‍্যাংক বেশী । এক্ষেত্ত্রে তাদের সাইটের কিছু লিংক আপনি নিজের সাইটে দেওয়ার জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন । এক্ষেত্ত্রে আপনার সাইটের কন্টেন্ট রিলেটেড কিছু সার্চ করুন গুগলে তারপর প্রথম যে সব সাইটের লিংক আসবে সেসব সাইটের সাথে  ব্যাক-লিংক এর চেষ্টা করুন ।

এই পদ্ধতিগুলো সময় সাপেক্ষ কিন্তু কার্যকরী ।

Level New

আমি ইমরান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কাজে কথা ।সবার কাজে দেবে আশা করি।

আগেরটা থেকে এটা অনেক ভাল হয়েছে…………..থাঙ্কস……….

থাঙ্কস ভাই কাজে আসবে,,

Level 0

ভাল হয়েছে Thanks –

সোসাল বুক্মারকিং টা সংযুক্ত করতে পারেন , এমনিতে ভালো হয়েছে , চালিয়ে যান ।

short but good