আজকে আমি যে বিষয়টির গুরুত্ব ব্যাখ্যা করবো তা হলো "কমেন্ট অন পোষ্ট" ।
আপনার সাইটের যে কোন লিংক কে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে আনার ক্ষেত্ত্রে কমেন্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । সেজন্য আপনার সাইট এর কমেন্ট অপশনটি এনাবল করে রাখুন । ব্লগস্পট সাইটের ক্ষেত্ত্রে প্রায় সময় দেখা যায় কমেন্ট কাজ করছে না । এটা মূলত হয়ে থাকে আপনার টেমপ্লেট এর কারনে । তবে আপনি যে টেমপ্লেটই ব্যবহার করেন না কেনা কমেন্ট এর একটি পদ্ধতি সবসময় কাজ করে । এটি এনাবল করার জন্য আপনি আপনার ব্লগার একাউন্ট এ লগ ইন করুন । তারপর সেখান থেকে আপনি সেটিং এ যান । সেখান থেকে কমেন্ট ট্যাব এ ক্লিক করুন ।
কমেন্ট এর জন্য কমেন্ট শো করে দিন । এর পর Who Can Comment? এখানে আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করে দিন । তারপর Comment Form Placement এই ঘরটাই হচ্ছে কমেন্ট শো করার জন্য জরুরী । আপনি এখানে Pop-up window সিলেক্ট করে দিন । এরপর বাকি অপশনগুলো ইচ্ছ হলে চেঞ্জ করুন না হলে এই অবস্থায় সেভ করে দিন ।
এখন প্রশ্ন হলো কমেন্ট কিভাবে পাবেন ? "আমরা সবাই জানি কিছু পেতে গেলে কিছি দিতে হয়" । ঠিক তেমনি আপনি যদি কমেন্ট পেতে চান তাহলে আপনাকেও অন্যের সাইটে গিয়ে কমেন্ট করতে হবে এবং কমেন্ট করার সময় সেখানে আপনার সাইটের এর লিংক দিয়ে দিন । এই পদ্ধতি ছাড়া কমেন্ট পাওয়ার আর কোন ফ্রি পদ্ধতি আমার জানা নাই । আপনি আপনার বন্ধু বান্ধবকে দিয়েও কমেন্ট এর কাজ করাতে পারেন তবে তা না করাই ভালো যদি সাইটে এডসেন্স এড ব্যবহার করেন ।
আমি ইমরান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার সাইটে কমেন্ট করুন ,আমিও আপনাদের সাইটে কমেন্ট করবো
http://www.imran88k.com/2010/11/seo-tips_03.html