আপনার ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টের প্রথম পেজে দেখতে চান ? (পর্ব ০২)

আজকে আমি যে বিষয়টির গুরুত্ব ব্যাখ্যা করবো তা হলো "কমেন্ট অন পোষ্ট" ।

আপনার সাইটের যে কোন লিংক কে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে আনার ক্ষেত্ত্রে কমেন্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । সেজন্য আপনার সাইট এর কমেন্ট অপশনটি এনাবল করে রাখুন । ব্লগস্পট সাইটের ক্ষেত্ত্রে প্রায় সময় দেখা যায় কমেন্ট কাজ করছে না । এটা মূলত হয়ে থাকে আপনার টেমপ্লেট এর কারনে । তবে আপনি যে টেমপ্লেটই ব্যবহার করেন না কেনা কমেন্ট এর একটি পদ্ধতি সবসময় কাজ করে । এটি এনাবল করার জন্য আপনি আপনার ব্লগার একাউন্ট এ লগ ইন করুন । তারপর সেখান থেকে আপনি সেটিং এ যান । সেখান থেকে কমেন্ট ট্যাব এ ক্লিক করুন ।

কমেন্ট এর জন্য কমেন্ট শো করে দিন । এর পর Who Can Comment? এখানে আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করে দিন । তারপর Comment Form Placement এই ঘরটাই হচ্ছে কমেন্ট শো করার জন্য জরুরী । আপনি এখানে Pop-up window  সিলেক্ট করে দিন । এরপর বাকি অপশনগুলো ইচ্ছ হলে চেঞ্জ করুন না হলে এই অবস্থায় সেভ করে দিন ।

এখন প্রশ্ন হলো কমেন্ট কিভাবে পাবেন ? "আমরা সবাই জানি কিছু পেতে গেলে কিছি দিতে হয়" । ঠিক তেমনি আপনি যদি কমেন্ট পেতে চান তাহলে আপনাকেও অন্যের সাইটে গিয়ে কমেন্ট করতে হবে এবং কমেন্ট করার সময় সেখানে আপনার সাইটের এর লিংক দিয়ে দিন । এই পদ্ধতি ছাড়া কমেন্ট পাওয়ার আর কোন ফ্রি পদ্ধতি আমার জানা নাই । আপনি আপনার বন্ধু বান্ধবকে দিয়েও কমেন্ট এর কাজ করাতে পারেন তবে তা না করাই ভালো যদি সাইটে এডসেন্স এড ব্যবহার করেন ।

Level New

আমি ইমরান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার সাইটে কমেন্ট করুন ,আমিও আপনাদের সাইটে কমেন্ট করবো

http://www.imran88k.com/2010/11/seo-tips_03.html

    হা হা তাইলে একটা ফোরাম খুলেন………….
    হাসান ভাই, রিয়া আপু, শাকিল আরেফিন ভাই…………………………. তারা এভাবে জনপ্রিয় হয়েছেন???

    একেকজন একেক পদ্ধতি ব্যবহার করেন । এখন আমি যে পদ্ধতি ব্যবহার করছি তারা সে পদ্ধতি ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই । আর আপনাদের যদি সাজেশন পছন্দ না হয় তা হলে ফলো করার তো কোনো প্রয়োজন দেখছি না ।

Level 0

ভাই জান আমি তো আপনার টিউন এ কমেন্টস করলাম এইবার যদি আমার সাইটটা তে যদি একটু দরশন দিতেন তাহলে ক্রিতজ্ঞ থাকতাম।

http://www.grambanglabd.com

    দর্শন দিলাম. কমেন্ট ও করেছি । আপনি খুশী তো ?

Level 0

এই করনেই তো বলি MW তে এত কমেন্টের কাজ আসে কেন।
ভাই আমি আবার কমেন্টের কাজ পাইলেই আপনার সাইটে কমেন্ট করব। তবে ২ দিনের মধ্যই কিন্তু এ্যপরুভ করতে হবে।

    শুধু অন্যের ব্লগে কমেন্ট এর কাজ তো সবচেয়ে সোজা । নিজের ব্লগে আলাদা নিকে, ই মেইল আইডি দিয়ে কমেন্ট করে , পরে নিজেই এপ্রুভ করা। চার মিনিটেই শেষ। কিন্তু পিআর -১ বা পিআর-২ এ কমেন্টের এর কাজ ? এগুলো কিভাবে করা? বুলবুল ভাই , কোনো আইডিয়া দিলে সুবিধা হতো।

    Level 0

    আমি আমার পরিচিত কয়েকজনের পেজ রেংক সাইটে কমেন্ট করি। তবুও অনেক ঝামেলা পেজ রেংক সাইটে বেশী ব্যাক লিংক দেওয়া যায় না।

    অবশ্যই । ধন্যবাদ বুলবুল ভাই ।

    PR1 or PR2 সাইটে যদি আপনার কমেন্ট দেখতে চান তাহলে অনেক সহজেই তা করতে পারেন যদি একটু বুদ্ধি খাটান । যেমন ধরেন আপনি যে পোষ্ট এর নিচে কমেন্ট করছেন সেই পোষ্ট এর উপর প্রশংসা করেন । এবং বলেন যে সাইটটিকে আপনি ফেভারিট এর লিষ্ট এ রেখেছেন, যাতে করে আপনি এই সাইটের সকল আপডেট দেখতে পান এবং নিয়মিত ভিজিট করতে পারেন । আর সবশেষে ধন্যবাদ জানান সুন্দর এবং ইনফরটেভিব একটি সাইট বানানোর জন্য ।

    আমি মাইক্রোওয়ার্কাস এ কাজ করি , কিন্তু আমি যা করি প্রত্যেকবার আমি একই কমেন্ট প্রায় ৩০০ সাইটে দিয়ে ৪৫ ডলার ইনকাম করেছি এবং সেই টাকা আমার পেপ্যাল একাউন্ট এ পেয়েছি ।

    এই কাজগুলোর জন্য আপনাকে টেকনিক ব্যবহার করতে হবে । তাহলেই আপনি PR1 or PR2 সাইটে আপনার কমেন্ট পাবলিশ করতে সক্ষম হবেন ।

    ধন্যবাদ সকলকে ।

শাকিল ভাই আপনি অকারনে বাজে কথা বলছেন । আপনি এখানে একজন পুরোনো টিউনার এবং অনেক কিছু জানেন , কিন্তু আমি এখানে যে ব্যাপারটি বলেছি তা কতটুকু যুক্তি সংগত তা জানতে হলে যে এ ব্যাপারে জানে তাকে জিজ্ঞেস করে দেখবেন । কারন আমি যতদূর জানি এই টেকনিক নতুন নতুন সাইটের জন্য খুবই কাজে লাগে । আর আমি ওয়েবসাইট ডিজাইন কোম্পানিতে কাজ করি ঠিকই কিন্তু আমাদের এইসব কিছু করা লাগেনা , আমরা পেজ র‍্যাংক বাড়াতে বা কোন একটা সাইটকে অপটিমাইজ করতে টাকা নিয়ে থাকি এবং আমাদের কন্ট্রাক্ট থাকে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত । ধরেন ৩০ দিনে টপ টেন প্লেসমেন্ট । এই ক্ষেত্ত্রে আমরা শুধু নির্দিষ্ট কিছু কিওয়ার্ড এর জন্য নির্দিষ্ট কিছু লিংক অপটিমাইজ করি , সেখানে কমেন্টর প্রয়োজন হয়না এমনকি আরো অনেক কিছু লাগেনা । কিন্তু সেই সাইট বেশি দিন অপটিমাইজ থাকেনা (ডিপেন্ড করে সাইটের আপডেট এবং পপুলারিটি এর উপরে ) । এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে এবং সেই সময় পর অটোমেটিক্যালি সাইট পিছিয়ে যাতে থাকে নতুন অপটিমাইজিড সাইটের জন্য । কিন্তু কমেন্টর মাধ্যমে যখন আপনি লিংক তৈরী করবেন এবং যখন আপনি দীর্ঘ সময় নিয়ে সাইটের পেজ র‍্যাংক বাড়াবেন এবং সাইটকে অপটিমাইজ করবেন তখন আর এই ধরনের সমস্যা হয় না ।

আমি এটাকে সরাসরি অপটিমাইজেশন বলছি না , আমি বলছি যে এই পদ্ধতিতে আপনি আপনার সাইটের লিংকগুলোকে সহজে ইনডেক্স করতে পারবেন, অপটিমাইজেশন এর সহায়ক । এখন আপনারা যদি ব্যাপারটাকে অন্যভাবে দেখেন সেই ক্ষেত্ত্রে আমি দুঃখিত ।

ভাই আমার কোন ওয়েবসাইট নাই। আমার টিউন গুলো কিভাবে নির্বাচিত হবে টিটিতে হবে তার ট্রিক্স দেন।

    Level 0

    ভাই টিটিতে নির্বাচিত হতে হলে সব লেভেলের(বেসিক,এডভান্স ইত্যাদি) জন্য প্রয়োজনীয় একটা বিষয়, এবং ব্লগিংএর স্ট্যান্ডার্ড মত পোষ্ট হলে সেটা নির্বাচিত হবার দাবি রাখে

Post এর বিষয় এবং এর উপর কমেন্টগুলো ভাল লাগলো । আসলে SEO একটি সাইটের জন্য খুবই জরুরী বিষয়। প্রায় মাস ছয় হলো ব্লগিং শুরু করেছি । আমার সাইটে ( http://shariarbd.com ) 50 টারও বেশি Post আছে । তবে যে post গুলোর Comment যতো বেশি সেগুলো ততো বেশি Google এ পায় । আর post গুলো unique হলে আরও দ্রুতো কাজ করে ।

    শাহরিয়ার ভাই আপনার ইনফরমেশন আমাদের হেল্প করবে । ধন্যবাদ শেয়ার করার জন্য ।

আপ্ননার সাইটটা দেখলাম । ভালোই।

Post এর বিষয় এবং এর উপর কমেন্টগুলো ভাল লাগলো । আসলে SEO একটি সাইটের জন্য খুবই জরুরী বিষয়। প্রায় মাস ছয় হলো ব্লগিং শুরু করেছি । আমার সাইটে ( http://www.tech2won.com/ ) 100 টারও বেশি Post আছে । তবে যে post গুলোর Comment যতো বেশি সেগুলো ততো বেশি Google এ পায় । আর post গুলো unique হলে আরও দ্রুতো কাজ করে ।

আপনার সাইটে গিয়েছি , কিন্তু কোন পোষ্ট পাইনি , কমেন্ট লিংক তো দূরের কথা ।