টিউনটির শুরুতেই জানাই টেকটিউনস বাসিকে সালাম ও শুভেচছা।আসা করি সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আমিও ভালই আছি।চলুন শুরু করি আজকের টিউন পর্ব টি।আমরা অনেকেই আছি যারা ব্লগিং করতে চাই।কিন্তু ভাল এবং এস.ই.ও বান্দব টেমপ্লেট খুজে পাই না আমাদের ব্লগটিকে সাজানোর জন্য।আবার যেগুলো পাই সেগুলো সবই থাকে প্রিমিয়াম টেমপ্লেট।তাই চলুন আজ থেকে আমি আপনাদের দিয়ে যাব সকল প্রিমিয়াম টেমপ্লেট এর সমাহার যেখানে আপনারা সেগুলো ফ্রিতে ডাঊনলোড করতে পারবেন।আজ আপনাদের জন্য নিয়ে এলাম ১ টি ব্লগার ও ১ টি এইচ টি এম এল টেমপ্লেট।চলুন শুরু করা যাক।
চলুন টেমপ্লেট টির ফিচার গুলো ডেখে নেই।
100% Responsive Design
RTL Support Check
Widgets Drag and Drop Support
Unlimited Colour Customization
Advance Editor: Change background color, upload background images,colors, fonts, fonts size.
Responsive Mega Menu
Auto Blog Post Summarize
Optimize SEO Check
Auto detect flickr and other Images open for Lightbox
Tabbed Menu
Multi Author Supported
Jquery image overlay effect with Icons
4 Column Footer Area
YouTube Video Support (Any post style)
Responsive Ad Widget (Google Adsense Support)
Responsive Flexslider
News Ticker
CSS3 + HTML Dropdown Menu.
টেমপ্লেট টির ডেমো দেখে নিন এখান থেকে।
টেমপ্লেট টি ডাউনলোড করুন এখান থেকে।
টেমপ্লেট টির ডেমো দেখে নিন এখান থেকে।
টেমপ্লেট টি ডাউনলোড করুন এখান থেকে।
আমার টিউনটি ভাল লাগলে আমার টেমপ্লেট ডাউনলোড এর সাইটটি থেকে ঘুরে আসতে ভুলবেন না।
শেষ কথা- যেকোন প্রকার প্রিমিয়াম টেমপ্লেট এর ফ্রি ভার্সন কিংবা ওয়েব সাইট জনিত যেকোন সমস্যার জন্য আমাদের ফেসবুক পেজে রিকুয়েস্ট করুন।আমরা চেষ্টা করব আপনাদের কে সাহায্য করার। লাইক দিতে ভুলবেন না কিন্তু।আল্লাহ হাফেজ।
আমি মোঃ মাকসুদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইজান, একটা প্রিমিয়াম টেমপ্লেট তৈরি করতে সাধারণত ১০-১৫ জনের একটা টিম ২মাস,৬মাস বা তার বেশি সময় পরিশ্রম করেন। আমাদের দেশেও এখন অনেকেই themeforest এর মতো বড় মার্কেটপ্লেসে নিজেদের থিম সবমিট করছেন। সেই থিমগুলো ফ্রিতে এভাবে ডাউলোড করতে দেয়া কতটুকু যুক্তিযুক্ত একবার চিন্তা করে দেখবেন। যদি পারেন নিজে কিছু ভালো মানের থিম তৈরি করে ফ্রিতে ডাউলোড করতে দেন, যে কাজটা অনেক বড় বড় ডেভলপাররা প্রায়ই করে থাকেন। শুভকামনা রইলো 🙂