সবাই আমার সালাম নিবেন!
আজ আমি আপনাদের কিছু পরামর্শ দিব একজন সফল ওয়েব ডিজাইনার হওয়ার জন্য।
একজন সফল ওয়েব ডিজাইনার হতে হলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।
কি ভাই ? পরিশ্রমের কথা শুনেই ভয় পাচ্ছেন ?
না ভাই আপনি পরিশ্রম কে ভয় পাবেন না বরং পরিশ্রমই আপনাকে ভয় পেতে বাধ্য!!!
কারন মানুষ চাইলে সবকিছুই করতে পারে তাহলে আপনি কেন পারবেন না ?
পারতেই হবে!
হ্যাঁ পারতেই হবে!
যদি চান আপনি একজন আদর্শ ওয়েব ডিজাইনার হতে তাহলে আপনাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে।
আর পৃথিবীর বড় বড় মানুষেরা নিয়ম কানুন মেনেই আজ তারা এত বড়।
এবার কাজের কথায় আশা যাক।
এই দুটি ভাষা জানলেই আপনি একটি ওয়েব সাইট তৈরী এবং ডিজাইন করতে পারবেন।
এইচটিএমএল দিয়ে একটি ওয়েব পেজ তৈরী করা যায় এবং সিএসএস তা ডিজাইন করা যায়।
আপনার মনে প্রশ্ন আসতে পারে যে "এই দুটি ভাষা আমি কোত্থেকে শিখবো" ?
সেখার জন্য অনেক জায়গা রয়েছে। কোত্থেকে শিখতে চান সেটা আপনি ই ঠিক করুন।
আপনি শিখতে পারেন ভিডিও টিউটোরিয়াল দেখে।
Youtube থেকে আপনি বাংলা html এবং css ভিডিও টিউটোরিয়াল দেখে শিখতে পারেন।
যদি ঠিক করেন আপনি ভিডিও টিউটোরিয়াল দেখেই শিখবেন তাহলে এই লিঙ্কে প্রবেশ করে youtube থেকে ভিডিও সংগ্রহ করুন।
আমি আপনাকে পরামর্শ দিব এই দুটি ভাষা আপনি হাতে কলমে শিখুন!
না হাতে কলমে সেখার জন্য কোন institute ভর্তি হওয়ার প্রয়োজন নেই, ঘরে বসেই আপনি শিখতে পারেন।
সেখার জন্য আপনাকে জেতে হবে W3schools এ!
হ্যাঁ ভাই ভার্চুয়াল জগথেও স্কুল রয়েছে!
আপনি চাইলে প্রতিদিন ক্লাস করে পরিক্ষা দিয়ে আপনার দক্ষতা বাড়াতে পারেন।
ভাষা সেখার জন্য এই ওয়েবসাইট টি বিশ্বের অন্যতম।
তাই আর সময় নষ্ট না করে লেগে পড়ুন কাজে আর জীবনে সফলতা নিয়ে আসুন।
একটা কথা মনে রাখবেন এগুলো সেখার জন্য আপনি যেই ইস্কুলে যাবেন সেখানে ফাকি দেওয়ার চেষ্টা করবেন না, যদি করেন তাহলে আপনার থেকে বেশি ক্ষতি আর কারো হবেনা।
ইস্কুলের ঠিকানাটা হল : http://www.w3schools.com
এখানে গেলেই আপনি সব কিছু বুঝতে পারবেন।
কোন সমস্যা বা সাহায্যের প্রয়োজন হলে আমাকে ফেসবুকে পাবেন।
আর নতুন নতুন টিউন পেতে আমার ওয়েবসাইট এ ভিজিট করতে পারেন।
আজ তাহলে এই পর্যন্তই।
আগামি টিউনে আবারো কথা হবে।
আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কুব সুন্দর একটা পোস্ট