টিটি বাসী কেমন আছেন সবাই। সত্যি বলতে আমি ভালো নাই। অনেক দিন হয় ভালো কোন টিউন করিও না, দেখিও না।
আজকের এই টিউন টাকেও ভালো টিউন বলবো না কিন্তু উপকারী টিউন বলবো ।
আমি আজকে নিজের ব্লগ সাইটের ডিজাইন নিয়ে একটু বেশিই চিন্তিত হয়ে পড়েছিলাম। তাই একটা টেমপ্লেট কে কাস্টোমাইজ করে নিজের মত করে বানিয়ে নিলাম। এতো কম সাইজের মধ্যে এতো ভালো টেমপ্লেট হয়েছে দেখে ভাবলাম ব্লগস্পট চালানো ভাই বোন দের ও একটু খানি সাহায্য করি।
আসুন জেনে নেই টেমপ্লেট টির কিছু বৈশিষ্ঠ।
ব্লগার টেমপ্লেট টার নাম কি দিবো ?
আচ্ছা নাম দিলাম "অমিত পিডিয়া "
১।এই টেমপ্লেট টি ১০০% রেসপন্সিভ ডিজাইন।
২। টেমপ্লেট টি ১০০% মোবাইল ফ্রেন্ডলী।
৩। এতে আছে আকর্ষনীয় মেনুবার।
৪। দুইদিকে সুন্দর সাইড বার।
৫। এস ই ও ফ্রেন্ডলী টেমপ্লেট।
৬। সুন্দর ডিজাইনের কিন্তু লোডিং স্পিড খুব ফাস্ট।
৭।আকর্ষনীয় ডিজাইনের সোস্যাল শেয়ার বাটন।
৮। এছাড়াও সার্চ অপশন।
বাংলাদেশি দেখেই হয়তোবা টেমপ্লেট টির কালার রেখেছি লাল ও সবুজের মিশ্রনে। হেডার ফুটার এর কালার হচ্ছে সবুজ, মাঝখানের সাইড বার টিউন বার সব গুলো লাল। আর ফন্ট এর কালার হচ্ছে কালো। টেমপ্লেট টি লাইভ দেখুন এখানে
টেমপ্লেট টি ডাউনলোড করুন এখান থেকে
শেষ কথা এরকম টেমপ্লেট ডিজাইনার আমাদের দেশে অনেক আছে। আমি কোন প্রফেশনাল ডিজাইনার নই শুধু মাত্র শখের বসে আর নিজের প্রয়জনের খাতিরেই টেমপ্লেটটাকে ডেভলপ করেছি মাত্র। আমি এই টেমপ্লেট টি ডিজাইনের ক্রেডিট নিজে নিচ্ছি না।
আমন্ত্রন রইলো আমার সাইটে ঘুরে আসার এখান থেকে
ফেসবুক এ আমাকে পেতে এখানে ক্লিক করুন
আমি অমিত বসুনিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
demo dekhun>>>http://a2zinfo24.blogspot.com