ব্লগার (Blogger) কি ব্লগস্পট (Blogspot Site)সাইট তৈরী করতে দেয়া বন্ধ করে দিলো ভয়াবহ দূ:সংবাদ সকল টেকি ভাই বিশেষ করে ব্লগার বিশেষজ্ঞ বসদের সাহায্য ও সুদৃষ্টি কামনা করছি।

আচ্ছা সম্প্রতি øগার খুব বেশী সমস্যা করতে শুরু করেছে আমি পূর্বে øগারে যখন খুশী যে

কোন বিষয়ের উপর সাইট তৈরী (অবশ্যই কোন এডাল্ট সাইট বা এডাল্ট কনটেন্ট নয়) করতে পারতাম সেগুলো অনলাইনেও বেশ ভালো ভাবে মাসের পর মাস প্রদর্শিত হচ্ছে, যখন দরকার আমি তাতে নতুন টিউন করতে বা যে কোন ধরনের সংশোধন করতে পারতাম|

Just after one posting my whole blogspot site removed

কিন্তু ইদানীং কয়েক দিন যাবৎ নতুন কোন সাইটই খোলা যাচ্ছে না, হয়তো øগ নাম দিয়ে একটি সাইট তৈরীর প্রাথমিক কাজটা মানে ডোমেইনটা নেওয়া যাচ্ছে ব্যাস ওইটুকুই, এরপর আর কিছুই করা যাচ্ছে না, দুই তিনটি টিউন দেয়ার পরই তা (মানে পুরো øগ সাইটটিই রিমুভ হয়ে যাচ্ছে)|

এটা øগারের ডিফল্ট সিস্টেম ওয়াইজ ওয়ার্ডে লিখে টিউন করলেও আবার নিজের মতো করে এইচটিএম সিএসএস দিয়ে কাষ্টমাইজ ভাবে লেআউট তৈরী করে করলেও ব্লগস্পট সাইট লক করে দেয় এবং কিছুক্সন পর তা রিমুভ করে দেয়।  নতুন কোন সাইট খুলে কয়েকটি টিউন দেওয়ার পর এমনকি প্রথম টিউন দেওয়ার পরপরই তা মানে পুরো সাইটটিই রিমুভ হয়ে যাচেছ, সবচেয়ে ভয়াবহ ও দুশ্চিন্তার বিষয় হচ্ছে যে মাসের পর বা বছর অতিক্রান্ত হয়ে গেছে অনলাইনে প্রদর্শিত সাইট এডিট করতে গেলে, তাতে কোন নতুন টিউন দিতে গেলেও সাইট রিমুভ হয়ে যাচ্ছে।

Before finally removing sites it shows this message
যারা আমার মতো এই ধরনের সমস্যা মোকাবেলা করছেন তারা ও যারা এ ব্যাপারে কিছু জানেন তাদেরকে অনুরোধ করছি যদি পারেন তাহলে এর সল্যুশন দেওয়ার চেষ্টা করুন বা কিছু একটা বলুন।

Level 0

আমি dmoni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    @গাউসুল আযম ei vabe spam kora bondho korun

      Level 0

      বুঝতে পারলাম না আপনার এখানে স্পাম করেছে কে, আমি? কিভাবে, এটা সত্য যে আমি অনেকগুলো ব্লগ স্পট ডোমেইন নিয়ে রেখেছি ভবিষ্যতে অনেকগুলো বিষয়ের উপর সাইট তৈরী করার জন্য এই যেমন: স্বাস্থ্য ও সৈান্দর্য্য বিষয়ক, ইসলাম ও বিজ্ঞান বিষয়ক, ভ্রমন মানে ট্রাভেল ও ট্যুরিজম বিষয়ক, অনলাইনে টাকা উপার্জন বিষয়ক, কম্পিউটার ও আইটি সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও সমাধান বিষযক

      পৃথিবীর বিভিন্ন রহস্যময় ঘটনা ও স্থান বিষয়ক নিশ্চয় এগুলো কোন খারাপ বিষয়বস্তু নয় তাহলে এখানে স্পাম আসলো কোথা থেকে? তারপর ও আমি বলবো আপনি কি বুঝেছেন বিসাদৃশ কি দেখেছেন যদি একটু বুঝিয়ে বলতেন কৃতার্থ হতাম। বেশী না আমার একটা সাইট একটু ভিজিট করলেই বুঝতে পারবেন এটা কত জরুরী ও উপকারী ;

      বাকী সাইটগুলো একই প্রকৃতির যেখান থেকে কেউ কিছু শিখতে জানতে বুঝতে পারবে; নির্মল বিনোদন তার রহস্যসন্ধানী মনের খোরাক পাবে; এরকম বিষয়বস্তু মাথায় রেখেই আমার ব্লগগুলো ওপেন করা হয়েছে ও ওপেনের চিন্তাভাবনা ছিলো।

      visit one of my site and see how much it is useful : http://www.allgather.blogspot.com