আপনার ওয়াপকা সাইট এর নতুন Bottom এড গুলোকে কিছুতেই রিমুভ করতে পারছেন না? নিয়ে নিন ১০০% কাজের সমাধান

আসসালামু আলাইকুম।

আশা করি আল্লাহ তা'লার রহমতে ভালই ই আছেন।

আজ আপনারদের সাথে শেয়ার করব কিভাবে ওয়াপকা এর নতুন আশা এড গুলো কে কোন রকম ব্লক খাওয়া ছারাই রিমোভ করা যায়।

তাহলে শুরু করা যাক।

 

১)প্রথমে আপনার ওয়াপকা সাইটে লগ ইন করুন।

 

২) তারপর এডমিন মোডে যান।

 

৩)নিচ থেকে :: EDIT SITE (#) :: এ ক্লিক করুন।

 

৪) নিচ থেকে  Global settings (*)  এ যান

 

৫) এবার  HEAD tags (meta,style,...) এ ক্লিক করুন।

 

৬) একটা বক্স দেখতে পাবেন যাতে আপনি আপনার হেড ট্যাগ কোড টি দেখতে পাবেন।

 

৭) এবার ওখানে যে কোড দেয়া আছে তার একদম নিচে এই কোড টা পেষ্ট করে সাবমিট করুন।

 

কোড লিংক :: এখানে

 

FILE NAME :: WAPKA AD REMOVER BY ASHIF.ZIP

 

size :: 748b (0.7mb)

 

জিপ ফাইল পাসওয়ার্ড ::

ASHIF-JPI

 

কোড টা জিপ ফাইল এ দিলাম। কারন লেখা কোড কপি করলে অনেক সময় কাজ করে না।

 

এবার আসি ওয়াপকা এর কিছু ট্রিক এর ব্যাপারে

 

যারা ওয়াপকা ব্যবহার করেন তারা নিশ্চয় জীবনে একবার হলেও CSS এর কথা শুনেছেন।

কিভাবে বানাতে হয় এই কোড।

না আপনাকে কষ্ট করতে হবে না এটা শেখার জন্য। তাহলে আমি আছি কি করতে।

 

আপনাদের মনের মত CSS বানাতে এখনই ঢু মারতে পারেন এই সাইট এ

এখানে

 

সি এস এস বানাতে আপনাদের অবশ্যম্ভবী যে জিনিস টা দরকার পড়বে সেটা হল কালার কোড।

আরে ভাই আপনি আর কয়টা কোডের নাম আর কোড জানেন।

এই নিন

এখান থেকে

 

আজ পর্যন্ত তৈরি  ওয়াপকা এর সকল কালার কোড এর সব সমাহার।

 

এড রিমোভ করলাম, সি এস এস বানালাম, কালার কোড ও পেলাম।

কিন্তু কিছু একটা বাদ গেছে।

হ্যা বুঝতে পেরেছি।

লোগো।

লোগো বানানোর জন্য অনলাইন এ যে কত কত ওয়েবসাইট আছে তার কোন ইয়াত্তা নেই।

কিন্তু কোনটা সবচেয়ে ভাল।

এর জবাব যদি পেতে চান এক কথায় জবাব

দিয়ে দেব আমি

এখানে

এর চেয়ে ভাল লোগো মেকার আছে অনলাইন এ তা আমি জানি না।

 

তো আজ এখানেই শেষ করলাম।

আবার দেখা হবে নতুন কোন ট্রিক্স নিয়ে।

ভাল থাকুন সুস্থ থাকুন মাদক মুক্ত থাকুন।

ঈদ মোবারক।

কোন সমস্যা হলে বলতে পারেন

ফেসবুক

ফেসবুক এ।

ধন্যবাদ।

Level New

আমি আশিফ ইমদাদ মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উনার বুদ্ধি শুনলে ওয়াপকা আপনার সাইট রিমুভ করে দিবে ।

হাবীব (রাজশাহী) ভাই এটা পুরো নিরাপদ