আপনার ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টের প্রথম পেজে দেখতে চান ? SEO TIPS (পর্ব ০১)

আমি ভুমিকা না করে মূল কথা শুরু করছি । এই টিউনটি তাদের জন্য , যারা গুগল ওয়েব মাষ্টার টুলস সম্পর্কে জানেন না ।

গুগল ওয়েব মাষ্টার টুলস হলো গুগলের একটি সার্ভিস যার মাধ্যমে আপনি আপনার সাইট এর সকল লিংক গুগলে ইনডেক্স করতে পারবেন অথচ আপনাকে বারবার লিংক সাবমিট করতে হবে না । গুগল সম্পূর্ণ অটোমেটিক্যালি আপনার সাইট এর লিংক সংগ্রহ করবে । আপনি আপনার সাইটের সকল ভিজিটর কিভাবে আপনার সাইটে আসছে, কোন কিওয়ার্ড ব্যবহার করেছে, কোন লিংক কত নাম্বার পেজ এ আছে , কোন কিওয়ার্ডে সার্চ করলে আপনার ওয়েবসাইট এর কোন লিংক প্রথমে আসে এইসব বিস্তারিত জানতে পারবেন গুগল ওয়েবমাষ্টার টুলস এর কন্ট্রোল প্যানেল থেকে ।

চলুন দেখি কিভাবে কাজ শুরু করতে হয় ।

আপনার একটি জিমেইল আইডি থাকতে হবে এবং তারপর আপনাকে যেতে হবে এই লিংকটিতে https://www.google.com/webmasters/tools

সেখানে আপনি আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ্ ইন করুন ।তারপর আপনি একটি লিংক দেখতে পাবেন , তা হলো Add a site লিংক । আপনি এইখানে ক্লিক করলে একটি খালি বক্স আসবে যেখানে আপনাকে আপনার ওয়েবসাইট এর লিংক দিতে হবে । আপনি আপনার ওয়েবসাইট এর লিংকটি দিন এভাবে http://www.yoursite.com (for blogspot site http://www.yoursite.blogspot.com )। তারপর Continue বাটনে ক্লিক করুন । এখন আসবে ভেরিফাই মেথড । সেখান থেকে ড্রপডাউন মেনু থেকে Add a meta tag to your site's home page সিলেক্ট করুন । সেখানে আপনাকে একটি মেটা ট্যাগ দেখাবে যা দেখতে হবে এই রকম :

<meta name="google-site-verification" content="2YoaOme-bI2IBknDEm-uEDLlwA0R6BZnYEAp_QK4SEg" />

আপনি সেখান থেকে ম্যাটা ট্যাগটি কপি করুন তারপার আপনার ব্লগার ওয়েবসাইট এর ড্যাশবোর্ড এর ডিজাইন এ ক্লিক করে EDIT HTML এ ক্লিক করুন । তারপর কিবোর্ড থেকে CTRL + F প্রেস করে এই লেখাটি খুজে বের করুন : . তারপর আপনি এর নিচে কপি করা ম্যাটা ট্যাগটিকে পেষ্ট করে দিন । ঠিক এইভাবে :

<html>

<head>

<meta name="google-site-verification" content="2YoaOme-bI2IBknDEm-uEDLlwA0R6BZnYEAp_QK4SEg" />

<title>
My title
</title>

</head>
<body>

page contents

</body>

</html>

তারপর Save template এ ক্লিক করে আপনি ওয়েব মাষ্টার টুলস এর পেজটিতে ফিরে আসুন ।
এখানে নিচের অংশে দেখুন : Veryfy or Do this later লেখা আছে । আপনি Veryfy তে ক্লিক করুন । দেখুন আপনার ওয়েবসাইটি ভেরিফাই হয়েছে ।

এবার আপনাকে সাইটম্যাপ সাবমিট করতে হবে । আপনি ওয়েব মাষ্টার টুলস এর হোম এ ক্লিক করে হোম এ চলে আসুন । তারপর আপনার সাইটের লিংকটি পেয়ে যাবেন । এই লিংকটিতে ক্লিক করুন । তারপর আপনি ওই পেজ এর ডানদিকে নিচের অংশ দেখুন Submit a Sitemap নামে একটি লিংক আছে । এই লিংকটিতে ক্লিক করুন । তারপর Submit a Sitemap ক্লিক করলে একটি খালি বক্স আসবে । সেখানে আপনি এই সাইটম্যাপটি কপি করে দিন :

atom.xml?redirect=false&start-index=1&max-results=1000

এই তো হয়ে গেছে । আপনার সাইট এখন থেকে গুগল সার্চ ইঞ্জিনে ইনডেক্স হতে থাকবে ।
আরো বিস্তারিত জানতে চোখ রাখুন টেকটিউনসে এবং আমার ওয়েবসাইটে : http://www.imran88k.com/2010/11/seo-tips_03.html

Level New

আমি ইমরান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

lekha valo hoyeche tobe arektu beshi dile valo hoito. ar eto detail lekhar mone hoi dorkar nai, jemon keu jodi na jane kivabe meta tag add korte hoi tahole tar jonno seo korar time ase nai!!

    আপনাকে ধন্যবাদ । কিন্তূ একটা ব্যপার ভুলে গেলে চলবে না, তা হলো টিউন করার সময় এতকিছু খেয়াল করে টিউন করা যায় না । তারপরও নেক্সট টাইম ট্রা্ই করবো ।

    @ইমরান খান, বিষয় প্রায় সকলেই জানে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

    @রাসেদ, “tobe arektu beshi dile valo hoito. ar eto detail lekhar mone hoi dorkar nai” কি বুঝাইলে।

ভাই সবাই ১,২,৩,৪ পর্ব ০১ লিখে গায়েব হয়ে যায়, আপনি তাদের মত চলে যাবেন?????

ভাই সবাই ১,২,৩,৪ পর্ব লিখে গায়েব হয়ে যায়, আপনি তাদের মত চলে যাবেন?????

আমার blogspot site এ তো www. নাই …আমি কি করব?

    www ছাড়াই লিখুন।

    বাবর ভাই ঠিক বলেছেন । আপনার সাইট যা তাই লিখুন , এটা কোন সমস্যা না ।

    ধন্যবাদ

চমৎকার টিউন আপনাকে অসংখ্য ধন্যবাদ

ভাই আপনার কাছে একটু সাহায্য চাই

Adsense Domains Verification করব? কিভাবে?
CSV file কি? CSV file কি ভাবে Upload দিব Blogspotg এর জন্য?

আপনি আমাকে জানালে কৃতজ্ঞ থাকিব!

আপনার সাহায্য এর অপেক্ষায় আছি!

ভাল থাকুন সুস্থ থাকুন সবসময়….

    আমি একটা টিউন করে আপনাকে জানাবো । তবে একটু সময় লাগবে । অনেক ব্যস্ত থাকি তো , টিউন করার সময় তেমন থাকেনা , আমি আপনার সমস্যার সমাধান দিয়ে একটু টিউন করবো । ভালো থাকবেন ।

    ধন্যবাদ ভাল থাকুন

    আপনার টিউনের অপেক্ষায় আছি!

Level 0

Welcome to techtunes. অনেক ভাল ওয়েব ডিজাইনেরা শুধু মাত্র SEO না জানার কারনে গুগল এ্যাডসেন্স এ সফল হতে পরছে না। এডসেন্স করার পুর্ব শর্ত হল SEO. আপনার টিউনটি অনেকেরই কাজে লাগবে।
ভাইয়া একটা কথা বলি প্লিজ ডোন্ট মাইন্ড- আপনার সাইটে SEO টিপস নিয়ে লিখছেন অথচ আপনার সাইটটি গুগল পেজ রেংক চেকারে দেখলাম ০ শো করছে। জিনিস টা বেখাপ্পা লাগছে না। আশা করি দ্রুত আপনার সাইটটি পেজ রেংক পেয়ে যাবে।
ধন্যবাদ

    আমার মনে হয় SEO কাকে বলে আর পেজ র‍্যাংক কিভাবে বাড়ে আপনি জানেন না । তাই আমার সাইট এ পেজ র‍্যাংক এর কথা বললেন । আসলে আপনার সাইট SEO এর জন্য পারফেক্ট হলেই যে পেজ র‍্যাংক বাড়বে তেমন কোন কথা নেই, সেক্ষেত্ত্রে আপনাকে অপেক্ষা করতে হবে অনেকদিন, কয়েক বছর লাগতে পারে । আর আপনার সাইট SEO অপটিমাইজড হলে আপনি ভিজিটর পাবেন বেশী , কিন্তূ তা আপনার পেজ র‍্যাংক বাড়াতে সাহায্য করবে মাত্ত্র ১০%. বাকি ৯০% এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে ভিন্ন কিছু কৌশল , যার জন্য সময়টাও গুরুত্তপূর্ণ । সেই হিসেবে আমার সাইট এর বয়স মাত্ত্র ২ মাস । কাজেই বুঝতে পারছেন আমি আপনাকে কি বলতে চাচ্ছি । অযথা মানষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না, নিজেকে জ্ঞানি ভাববেন না ।

    যদি আমি একটা ব্যাপার না জানি তাহলে জানাতে চেষ্টা করুন , সবসময় স্বাগতম । কিন্তূ বিপদে ফেলার চেষ্টা করবেন না , দেখা যাবে নিজেই বিপদে পড়ে গেছেন । আমি যা বললাম তা ভেবে দেখবেন , দয়া করে রাগ করবেন না ।

vai jan blog side ki kore google search jog korbo?

    আপনার সাইট এর কন্ট্রোল প্যানেলে যদি ‘মেটা ট্যাগ’ দেওয়ার ব্যাবস্থা থাকে তাহলে আপনি আপনার ব্লগকে এই পদ্ধতিতে অপটিমাইজড করতে পারবেন । না হলে আপনি ‘মেটা ট্যাগ’ বাদ দিয়ে সাইটে HTML/JAVA SCRIPT আপলোড করে এ কাজ করতে পারেন । আমার লেখাটা একটু দেখুন:

    “সেখানে আপনি আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ্ ইন করুন ।তারপর আপনি একটি লিংক দেখতে পাবেন , তা হলো Add a site লিংক । আপনি এইখানে ক্লিক করলে একটি খালি বক্স আসবে যেখানে আপনাকে আপনার ওয়েবসাইট এর লিংক দিতে হবে । আপনি আপনার ওয়েবসাইট এর লিংকটি দিন এভাবে http://www.yoursite.com (for blogspot site http://www.yoursite.blogspot.com )। তারপর Continue বাটনে ক্লিক করুন । এখন আসবে ভেরিফাই মেথড । সেখান থেকে ড্রপডাউন মেনু থেকে Add a meta tag to your site’s home page সিলেক্ট করুন ।”

    এইখানে আপনার জন্য মেট ট্যাগ ছাড়াও আরো তিনটি অপশন আছে , আপনি ড্রপডাউন মেন থেকে যেটি আপনার জন্য সহজ হয় সেটি সিলেক্ট করুন এবং ভেরীফাই করুন ।

    আমার মনে হয় আপনি একটু চেষ্টা করলে বুঝতে পারবেন , এর পরও সমস্যা হলে জানাবেন । যতটুকু পারি সাহায্য করবো ।

    ধন্যবাদ আপনাকে

    ডিজাইনে গিয়ে + একটি গেজেট যুক্ত করুন + HTML/JAVA SCRIPT + নিছের কোডটি কপি ও পেষ্ট করে ওকে করে দেন,

    দুঃখিত কোড গুলা আসতেছেনা।

ভাল একটা বিষয় নিয়ে টিউন শুরু করলেন,
আশা করি শেষ পর্যন্ত চালিয়ে যাবেন,
ধন্যবাদ টিউনের জন্য।

    আমি চালিয়ে যাবো , কিন্তূ একটি টিউন এর পর আরেকটি টিউন উপহার দিতে একটু সময় লাগবে । এই অপরাধ ক্ষমা করবেন ।
    আপনার কমেন্ট এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

Level 0

Thanks Bro ,Good information share.I try your tips.
Marketing Guide LineThis my blog see this.