গ্রাফিক্স ডিজাইনার বা ওয়েব ডিজাইনারদের জন্য কালার স্কিম বা কালার প্যালেট খুবই গুরুত্তপূর্ণ একটি বিষয়। একজন ভিজিটর যখন কোন সাইট ভিজিট করে তখন প্রথমেই সে সাইটের যেই বেপারটি খেয়াল করে তা হল সাইটের কালার স্কিম বা এক কথায় কালার। কালার স্কিম হল কিছু কালারের সমষ্টি যা কোন ডিজাইনে ব্যবহার করা হয়। ভালো কালার স্কিম ব্যবহারের মাধ্যমে সাধারণ কোন ডিজাইন কেউ অনেক ভালো ভাবে ফুটিয়ে তোলা যায়। ভালো মানের প্রোফেসনাল কালার স্কিম ওয়েব সাইটে ব্যবহার করা হলে তা ভিজিটর দের নানা ভাবে সাইটে আকৃষ্ট করে।
কালার স্কিমের বেশ কিছু রকম ফের আছে। যেমন :
১ . মনো ক্রোমাটিক কালার স্কিম
২. কম্প্লিমেন্টারি কালার স্কিম
৩. অ্যানালোগাস বা সদৃশ কালার স্কিম
৪. ট্রায়াডিক কালার স্কিম
৫. টেট্রাডিক কালার স্কিম ইত্যাদি
অনলাইনে বিভিন্ন রকমের টুলস আছে কালার স্কিম পছন্দ করার জন্য। তার মাঝে বেষ্ট কিছু টুলস এর অ্যাড্রেস আমি দিচ্ছি :
টুলস গুলো সম্পর্কে বিস্তারিত জানতে এবং অসাধারন কালার স্কিম তৈরি করতে আমার এই ভিডিও টি দেখতে পারেন।
ভিডিও টিতে আমি উপরোক্ত প্রতিটি অনলাইন টুলসের বিস্তারিত দেখিয়েছি এবং Color Schemer Studio 2 নামে একটি সফটওয়্যারের ব্যবহার দেখিয়েছি। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি অফলাইনে থেকেই অনলাইন টুলস গুলোর মতো কালার স্কিম পছন্দ করতে পারবেন।
Color Schemer Studio 2 সফটওয়্যার টি ডাউনলোড করতে পারেন
https://www.colorschemer.com এই সাইট থেকে
ফেসবুকে আমি : https://www.facebook.com/Sirat199
আমি সাইয়েদ সিরাত উল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
we are a web developer and a social promoting company in Mymensingh, wanna give mymensingh Best service ever..
ভালো হয়েছে।তা তুই এটাকে চেইন টিউন বানিয়ে ফেল!