আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। ভালোই থাকবে, ভালো না থাকলে কি ডাক্তারের কাছে না গিয়ে আমার টিউন পড়ছেন। অবশ্যই না। তো ধরেই নিচ্ছি ভালো আছেন এবং আমার জন্য দোয়া করছেন। যদিও করছেন না, তাও বলছি কারণ আমার কথা শুনে হলেও যেন করেন। দুঃখিত এভাবে বলার জন্য। যাক বাদ দেন সেসব কথা। মুল বিষয় আসা যাক। আমার গত টিউনটিতে বলে ছিলাম ওয়েব ডিজাইনিং এর শুরু থেকে শুরু করব। ইতি মধ্যেই আমরা জেনেছি ওয়েব ডিজাইনিং এর জন্য আমাদের কি কি জানতে হবে। কেউ যদি আমার আগের টিউনটি পড়ে না থাকেন তাহলে অনুরোধ করবো আমার আগের টিউনটি পড়ে আসার জন্য।
ওয়েব ডিজাইনিং শিখার জন্য আমাদের কিছু জিনিসের অতিব জরুরী। জিনিস গুলো হলঃ
আজ আমরা HTML সম্পর্কে জানবো। উদাহরন দিয়েই বলি, আপনি যখন ঘরে থাকেন তখন আপনার বউ আপনার সাথে এক ধরনের করে কথা বলবে, আপনার মা আপনার সাথে আদর-স্নেহ দিয়ে কথা বলবে, আপনার বাবা আপনাকে গরু, ছাগল, গাধা, বলদ দেকে কথা বলবে, আবার আপনি যখন অফিসে থাকবেন তখন আপনার সহক্রমী আপনার সাথে একভাবে কথা বলবে, আপনার বসস আপনার সাথে গরম হয়ে কথা বলবে। তো আপনি একজন মানুষের জীবনে যেমন কয়েকটি ভাষা দেখছেন এবং তার ব্যবহার করছেন ঠিক তেমনি একটি ওয়েব সাইট ও কয়েকটি ভাষার সংমিশ্রণে তৈরি হই। তার মধ্যে সর্ব-প্রথম এবং প্রধান ভাষা হল HTML Language। প্রত্যেকটি ভাষার তার নিজের পদ্ধতি রয়েছে, আর HTML এর পদ্ধতিকে বলা হয় Tag। আমাদের আগে জানতে হবে একটি HTML ফাইলে কি কি Tag ব্যবহার করা যায়। HTML Tag ব্যবহার করারও আগে আমাদের HTML ফাইল তৈরি এবং তা সেভ করা জানতে হবে। সচরাচর নতুন ওয়ার্ড ফাইল নেওয়ার মত করে একটি নতুন Document ফাইল নিয়ে তা Rename করে যেকোন নাম দিয়ে নামের শেষে .html দিয়ে সেভ করতে হবে এক্ষেত্রে আমি ফাইলের নাম index.html দেওয়ার জন্য বলব। কারণ এটি পরে আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট করার সময় লাইভ সার্ভার এর কাজে দিবে। এখন সেভ করা ফাইলটিকে Notepad ++ এ খুলুন এবং এবং তাতে HTML Tag লিখুন। এখন প্রশ্ন আসবে HTML Tag সম্পর্কেই তো এখন জানলাম না তো লিখব টা কি, স্বাভাবিক প্রশ্ন। আগামীতে আমরা HTML Tag সম্পর্কে বিস্তারিত জানব। আশা করছি আগামী টিউনটির অপেক্ষাই থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
[N.B: যারা নতুন তারা হইত .txt কেটে .html করতে সমস্যায় পড়বেন। তাদের এই সমস্যা দূর করার জন্য এই ভিডিওটি দেখতে পারেন। ]
নিচে আপনাদের জন্য Browser এর Download link দিয়ে দিলাম।
যে কোন সমস্যাই Facebook যোগাযোগ করতে পারেন।
আমি মোহাম্মদ রিয়াদ। Front-end Designer and WP Developer, Soft Bucket, Chattogram। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।
দোয়া করলাম। আর অপেক্ষায় আছি।