ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট নতুনদের জন্য।

বর্তমানে ওয়েব ডিজাইন এর মূল্য মার্কেট প্লেস গুলোতে ব্যাপক।  তাই চিন্তা করলাম ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে আমি যতটুকু জানি তা ধাপে ধাপে আপনাদের মাঝে শেয়ার করব। আমি এই টিউন গুলো করব যারা একদম প্রথম থেকে শিখতে চান এবং ওয়েব ডিজাইনিং এ নতুন এসেছেন তাদের জন্য।  অনেক দিন পর টিউন করতে বসলাম, যদি লিখাই কোন রকম ভুল পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

তো আর কথা না বারিয়ে চলুন শুরু করি আজকের টিউনটি।

 

আজ আমরা ওয়েব ডিজাইন কি এবং এর কয়টি অংশ আছে তা জানবো।

 

একটি ওয়েব সাইটএ কয়েকটি অংশ থাকে। তার মধ্যে ওয়েব ডিজাইন হল সর্বপ্রথম ও অন্যতম কাজ। আমরা যখন একটি ওয়েব সাইট এ ভিজিট করি তখন ওই ওয়েব সাইট এর যে চেহেরাটা আমরা দেখতে পাই, তা তৈরি করা হয় ওয়েব ডিজাইন এর মাধ্যমে। যেমন ধরুন bestipsbd.wordpress.com এই সাইটে গেলে আমরা প্রথমেই যা দেখতে পাই তা হল সুন্দর একটা লেআউট। এই লেআউট টা তৈরি করার নামই হল ওয়েব ডিজাইন।

 

ওয়েব ডিজাইন কয়েকটি ভাগে বিভক্ত। সেগুলো হলঃ-

HTML;

CSS;

Jave Script / jQuery;

Responsive.

 

এগুলো এক একটি ভাষা বা language। এগুলোর লিখার ধরনকে বলা হয় কোডিং। বর্তমানে এই ভাষা গুলোর কিছু নতুন সংস্করণ এসেছে। কিন্তু আপনি যদি ওয়েব ডিজাইনে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে আগে এর পুরতন সংস্করণ বা basic কোডিং জানতে হবে। আপনি যদি HTML, CSS, Jquery, Responsive এর basic টা জানেন তাহলে নতুন সংস্করণ শিখতে সমস্যার সম্মুখীন হতে হবে না। নতুন সংস্করণ গুলো হলঃ- HTML5, CSS3, jQuery/ajax। আপনি যদি ওয়েব ডিজাইনের এই ভাষা গুলো ভালো ভাবে জানেন তাহলে একটি ওয়েব পেজ ডিজাইন করা আপনার জন্য কঠিন কিছু হবে না।

 

বর্তমানে HTML5, CSS3, jQuery, Responsive এই ভাষা গুলো একত্রিত করে একটি Framework তৈরি হয়েছে। যার নাম হচ্ছে Bootstrap Framework। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে framework টা কি। Framework হল কয়েকটি ভাষার সমনয়ে গঠিত একটি পেকেজ। এই Bootstrap framework এ HTML, CSS, jQuery and Responsive language সমাইত আছে। এই Framework এর মাধ্যমে আমরা অনেক সহজে একটি ওয়েব পেজ তৈরি করতে পারব। কিন্তু তার আগে আমাদের ওয়েব ডিজাইন এর basic উপাদান (html, css, jQuery) এগুলো সম্পর্কে ভালো ধারণা নিয়ে নিতে হবে।

আগামী টিউনটিতে আমরা HTML নিয়ে আলোচনা করব।  তো আগামী টিউনটি আসার অপেক্ষাই রেখে আমি আজ এখানে বিদায় নিলাম এবং দয়া করে টিউমেন্ট করতে ভুলবেন না। আপনাদের টিউমেন্টই আমাকে পরবর্তী টিউন করতে সাহায্য করবে।

 

ধন্যবাদ।

 

কোন সমস্যাই আমার সাথে  Facebook এ যোগাযোগ করুন।

 

Level 2

আমি মোহাম্মদ রিয়াদ। Front-end Designer and WP Developer, Soft Bucket, Chattogram। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

carry on

পরের টিউনের অপেক্ষায় রইলাম। আশা করি মাঝ রাস্তায় বন্ধ করবেন না।

ভাই আমি ওয়েব ডিজাইনে নতুন। তাই আপনি যদি আমাকে হেল্প করতেন তাহলে উপকুত হতাম। আর টিউনের জন্য আপনাকে অংখ্য ধন্যবাদ।

chaliye jan sathe a6i