বিনামূল্যে তৈরি করুন আপনার নিজস্ব ওয়েবসাইট, ফ্রী হোস্টিংয়ে!!! পার্ট-২

বন্ধুরা কেমন আছেন সবাই?

নিশ্চই ভাল!!! কাজের ব্যস্ততার কারনে তেমন লিখতে পারছি না। তবে আমি কিন্তু টেকটিউনস এর নিয়মিত পাঠক। প্রতিদিন একবার করে চোখ না বোলালে আমার পেটের ভাত হজম হয়না। কিছুদিন আগে আপনাদের জন্য নিয়ে এসেছিলাম বিনামূল্যে ওয়েবসাইট তৈরির প্রথম পার্ট। আজ কিছু সময় বের করে আপনাদের জন্য নিয়ে আসলাম বিনামূল্যে নিজের ওয়েবসাইট তৈরি করার পদ্ধতি পার্ট-২ (এ বিষয়ে আগে কোন টিউন হয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।) কি বিশ্বাস হচ্ছে না? কিছুক্ষণ সময় নিয়ে পড়ুন এবং চেষ্টা করুন। আশা করি সহজেই পারবেন।

আপনি যদি এর আগের টিউনটি না দেখে থাকেন তাহলে নিচের লিংক থেকে পড়ে নিতে পারেন।

বিনামূল্যে তৈরি করুন আপনার নিজস্ব ওয়েবসাইট, ফ্রী হোস্টিংয়ে!!! পার্ট-১

এবার আসি দ্বিতীয় পার্টে। আমি অল্প কথায় বুঝিয়ে দেবার চেষ্টা করব।

আজকের টিউনে যা থাকছে আপনার সিপ্যানেলের বিস্তারিত।

সিপ্যানেল হলো মূলত আপনার কন্ট্রোল প্যানেল। এখান থেকে আপনি নতুন ডোমেইন যুক্তকরণ, ফাইল ম্যানেজারে ফাইল আপলোড/ডাউনলোড সহ আরও অনেক কিছু করতে পারবেন। মূলত আপনি এখান থেকেই সাইটের ফুল কন্ট্রোল রাখতে পারবেন।

এখন দেখে নেয়া যাক প্রথম স্ক্রিণশট

১নং চিহ্নিত জায়গাটা হচ্ছে সাবডোমেইন। ধরুন আপনি আপনার হোস্টিংয়ে একটি ডোমেইন যুক্ত করেছেন(www.yourname.com)। আপনি এই জায়গা থেকে সেটার সাবডোমেইন অর্থাৎ blog.yourname.com এরকম কিছু যুক্ত করতে পারবেন।

২নং চিহ্নিত জায়গাটা হচ্ছে নতুন কোন ডোমেইন যুক্ত করার সিস্টেম। নিচের স্ক্রিণশটটি দেখুন।

৩নং চিহ্নিত জায়গাটি হচ্ছে কোন ডোমেইন পার্ক করে রাখা। অর্থাৎ আপনি চাইলে একাধিক ডোমেইন একটি সাইটে সংযোগ করতে পারবেন।

৪নং চিহ্নিত জায়গাটি হচ্ছে ডোমেইন রিডাইরেক্ট অপশন। অর্থাৎ আপনার ডোমেইনটিতে কেউ ঢুকলে সেটি অটোমেটিক অন্যকোন সাইটে নিয়ে যাবে।

৫নং চিহ্নিত জায়গাটি থেকে আপনি ফ্রী ডোমেইন নিতে পারবেন।

৬নং চিহ্নিত জায়গাটি থেকে আপনি আপনার ডোমেইনের সাথে ইমেইল অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন।

৭নং চিহ্নিত জায়গাটি থেকে আপনি একটি ইমেইল অ্যাকাউন্ট আপনার ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্টে ফরোয়ার্ড করতে পারবেন। অর্থাৎ আপনার ডোমেইন যদি http://www.yourname.com হয় এবং আপনি ইমেইল অ্যাকাউন্ট তৈরি করেছেন [email protected]। এখন আপনি চাচ্ছেন যে কেউ যদি [email protected] এ মেইল করে সেটা রিডাইরেক্ট হয়ে [email protected] এ চলে যাবে তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন।

৮নং চিহ্নিত জায়গাটি থেকে আপনার [email protected] অথবা আপনার তৈরিকৃত ইমেইল অ্যাকাউন্টে লগিন করতে পারবেন।

৯নং চিহ্নিত জায়গাটি হচ্ছে মাইএসকিউএল ডাটাবেজ। আপনি এখান থেকে নতুন ডাটাবেজ তৈরি এডিট ইত্যাদি করতে পারবেন।

১০নং চিহ্নিত জায়গাটি থেকে আপনি আপনার সাইট ব্যাকআপ নিতে পারবেন।

১১নং চিহ্নিত জায়গাটি গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনার সাইটের ফাইল ডাউনলোড আপলোড অথবা এডিট যেকোনটাই করতে পারবেন।

১২ নং জায়গাটি আপনাকে দেখাবে আপনি কতটুকু জায়গা ব্যবহার করেছেন।

১৩নং জায়গাটি থেকে আপনার এফটিপি অ্যাকাউন্ট দেখে নিতে পারবেন।

১৪নং আপনি এফটিপি (ফাইল ট্রান্সফার প্রটোকল) ডাউনলোড করতে পারবেন এবং আপনি সরাসরি সফটওয়্যারের মাধ্যমে ফাইল আপলোড বা ডাউনলোড করতে পারবেন।

১৫নং চিহ্নিত জায়গাটি হচ্ছে একটি স্ক্রিপ্ট ইনস্টলার। এখান থেকে আপনি জনপ্রিয় ওয়ার্ডপ্রেস, জুমলাসহ আরও অনেক কিছু ইনস্টল করতে পারবেন।

১৬ নং চিহ্নিত জায়গাটি হচ্ছে একেবারে সহজ একটা জিনিস। এটা দিয়ে আপনি সহজেই নিজের সাইট তৈরি করতে পারবেন এবং কোনরকম কোডিং জ্ঞান ছাড়াই।

১৭ নং চিহ্নিত জায়গাটি হচ্ছে আপনার জানার জন্য। কোন কিছু শুরু করার আগে আপনি এটা দেখে নিতে পারেন তাহলে হয়তো কাজটি আপনার জন্য সহজ হয়ে যাবে।

চিহ্নিত জায়গাগুলো হচ্ছে আপনি কোন সমস্যায় পড়লে সেটার সমাধানের জায়গা। আপনি সমস্যাটি লিখতে পারবেন এবং সেটার উত্তর আসলে সেটা দেখতে পারবেন।

অনেক লিখলাম আজ। হয়তো তেমন কিছুই দেখাতে পারলাম না। তবে আশা করছি কোথাও সমস্যা মনে হলে আমাকে টিউমেন্টে জানাবেন। চেষ্টা করব আমার সাধ্যের মধ্যে সহযোগীতা করার। আপনাদের ভাল লাগলে পরবর্তী টিউনে স্ক্রিপ্ট ইনস্টলার দিয়ে সাইট তৈরি করিয়ে দেখাব এবং এর ডিটেইলস তুলে ধরব অর্থাৎ অন্তত যতটুকু সাইট এর জন্য কাজে লাগে আর কি। তারপর ওয়েবসাইট দিয়ে আয়ের ব্যবস্থা দেখাব সহজ পদ্ধতিতে। হয়তো প্রাথমিক পর্যায়ে অল্প আয় হবে তবে কিছুটা পরিশ্রম করলে ভাল ফল পাবেন। আর যদি আপনাদের উৎসাহ না পাই তাহলে এখানেই সমাপ্তি টানব।

পরবর্তী টিউন হবে: স্ক্রিপ্ট ইন্সটলারের সাহায্য নিয়ে সাইট তৈরি করা।

আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার আগের টিউনটি দেখে নিতে পারে বিনামূল্যে সাইট তৈরির জন্য।

বিনামূল্যে তৈরি করুন আপনার নিজস্ব ওয়েবসাইট, ফ্রী হোস্টিংয়ে!!! পার্ট-১

ভাল থাকবেন সব সময়।

টিউন ট্যাগ: free, web host, website, swapnoit, hosting

Level 0

আমি Shoed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ… অনেক উপকারে আসলো… 🙂

    Level 0

    আপনাকেও অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। 😀

সবই বুঝলাম, বাট এই রকম হোস্টিং কখন কি করে বসে তার গ্যারান্টি নাই। -ধন্যবাদ

Level 0

আপনি চেক করে দেখতে পারেন। অনেক রিলায়েবল হোস্টিং এটা।

i cAnt log in my control pAnel…..

Level 0

কি প্রবলেম হচ্ছে একটু বলুন প্লিজ

thnx bro go ahead