এডসেন্স এর জন্য একটা সহজ কিন্তু বেস্ট হাইলি কনভার্টিং ওয়েব সাইট তৈরি করুন।। খুব সহজে।

আমরা জানি অনলাইনে অনেক গুলো আয়ের মাধ্যমের মধ্যে এডসেন্স এর মাধ্যমে আয় করা অনেক সহজ। কিন্তু দুঃখে বিষয় এই যে,বাংলা ব্লগ বা সাইটে এডসেন্স ব্যাহার করা যায় না।
কিন্তু একটা ভাল বিষয়ের উপরে তৈরি সাইট থেকে বেশ ভালো ভাবে টাঁকা আয় করা যাবে,যদি ভালো কনটেন্ট থাকে ওয়েব সাইটে।
এবার আসি কিভাবে সহজে একটা এডসেন্স এর জন্য হাইলি কনভার্টিং ওয়েব সাইট তৈরি করা যায়।

১ম ধাপঃ
অন্য ওয়েব সাইট তৈরির মতই প্রথমে একটা ভালো বিষয় বেছে নিন। কেননা, ভাল বিষয় ওয়েব সাইটে ট্রাফিক আনতে সাহাজ্য করে।
২য় ধাপ এবং পরবর্তিঃ
ডোমেন আর হোস্টিং তো অবশ্যই লাগবে।নিজ দায়িত্বে ভালো একটা খুজে নিন। এখানে একটা ওয়েব সাইটের লিংক দিলাম,এরা মাত্র ৩.৯৫ ডলারে একটা ডোমেইন সহ হোস্টিং দিছে। আমি পুরোপুরি জানি না এদের সম্পরকে। আপনারা দেখতে পারেন।
বা নিজেই দেশিও ভালো হোস্টিং কম্পানি থেকে নিতে পারেন। এটাই বেস্ট হবে,কেননা ২৪ ঘন্টা হেল্প পাবেন।

এবার মুল কাজে আসি,
আমরা ওয়েব সাইট বানানোর জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার করব।
Best থিম খোজাঃ
এটাই আপনার ওয়েব সাইটের সাফল্য নির্ধারন করবে।আমরা যেহেতু এডসেন্স এর জন্য সাইট বানাছি তাই এই সাইটের মুল লক্ষ্য থাকে এড দেখানোর উপর।
আমর মতে "great" নামের ফ্রি থিম ইউজ করতে পারেন My Theme Shop থেকে।
Install the theme by going to Settings > Themes > upload theme. upload the zip file you downloaded.

আসল দৈত্য কে তৈরি করাঃ

এখন আপনার সব কিছু তৈরি যাস্ট লেখা বাদে। ২-৩ টা আর্টিকেল লিখে ফেলুন আর আপনার ওয়েব সাইটে টিউন করুন।
প্রতিটা আর্টিকেলে ভাল ছবি টিউন করুন। কেননা ভালো ছবি ভিজিটরকে বেশি টানে।

একটা উদাহরনঃ

এটা একটা বেসবল ওয়েব সাইট।
সাইড বারে সব ধরনের গেজেট উঠিয়ে দিয়ে শুধু এডসেন্স এড আর রিসেন্ট টিউন গেজেট টা রাখুন।আর আরও বেশি আয়ের জন্য ক্লিক ব্যাংক এর ইবুক ও রাখতে পারেন উপুরের প্রথম এডটার মত।
খেয়াল করলে দেখবেন কোন টিউনে টাইম নেই। কারন টাইম থাকলে সবাই নতুন টিউন দেখতে চাইবে।কিন্তু না থাকলে সব নতুন মনে হবে। 😀

সর্বশেষঃ
প্রতিটা আর্টিকেলের মাঝে একটা এড আর শেষে একটা এড দিন।

ব্যাস হয়ে গেল একটা ভালো মানের এডসেন্স এর জন্য তৈরি ওয়েব সাইট।। এখন নিয়মিত টিউন করতে থাকুন।।

প্লিজ প্লিজ প্লিজ, আমার কিছু ভুল হয়ে থাকলে মাফ করে দিবেন প্লিজ।।

আর আমার ব্লগ। ঘুরে আসতে পারেন।

Level 0

আমি ওয়াসিক এলাহি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খারাপ লাগলে,প্লিজ গালি দিবেন না……।। খারাপ লাগলে টিউমেন্টস করতে হবে না

মোটামুটি ভালো

কারো adsense account লাগলে বলতে পারেন আমি গুগল আডসেন্স অ্যাকাউন্ট বিক্রি করে থাকি https://web.facebook.com/rakibrps ফেসবুক এ আমাকে পাবেন ।

    Level 0

    USA ভেরিফাইড দিতে পারবেন ?

আসলে কি এডসেন্স একাউন্ট বেচাকেনা যায়!!!!
আমি একটা css and html দিয়ে ওয়েবসাইট বানিয়েছি, এটা আমার প্রথম সাইট। দেখে reply করলে বাধিত হব।
http://alldiseaseinfo.com

Level 0

আপনার সাইটে কোন থিম ইউজ করেছেন ?