আসসালামু আলাইকুম। আশা করি ব্লগস্পট মাষ্টারদের দিনকাল ভালই চলছে। ব্যস্ততার কারণে অনেক দিন হয়ে গেল আপনার মাঝে কিছু শেয়ার করি না। আজকে আপনার মাঝে একটি ব্লগার টেমপ্লেট নিয়ে হাজির হলাম। যারা ব্লগস্পট ব্লগ দিয়ে সফটওয়্যার ডাউনলোড সাইট অথবা এন্ড্রয়েড এপ্স ডাউনলোড সাইট তৈরী করেছেন অথবা চলাচ্ছেন, তাদের জন্য উপযুক্ত একটি টেমপ্লেট হবে বলে আমার দাবী 😛
যারা আমার ব্লগে নিয়মিত ভিজিট করেন তারা হয়ত এই টেমপ্লেটটির সাথে পরিচিত আছেন। প্রায় দুইমাস আগে Green APK টেমপ্লেটটি আমার ব্লগে সর্বপ্রথম পাবলিশ করা হয় এবং গত ২৬ জুলাই পুনঃসম্পাদনা করা হয়। যদিও Green APK টেমপ্লেটটি একটি পেইড টেমপ্লেট। কিন্তু আজকে আমি আপনাদের মাঝে ফ্রী ভার্সনটি শেয়ার করছি। আশা করা যায় টেমপ্লেটটি কাজে আসবে... তাহলে চলুন কিছু ফিচার দেখে নেই...
যাবতীয় সব কিছু Documentation এ দেওয়া আছে। আর যদি কোন সমস্যা হয় তাহলে টিউনমেন্ট করে জানাবেন অথবা আমি আছি ফেইসবুকে।
সৌজন্যেঃ MSDesignbd
আমি মোহাম্মাদ সুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি জানি এটা সত্যিই। তাই সত্যিই বলছি এটা সত্যিই।
সুবেল ভাই আপনি কি আমাকে একটু হেল্প করবেন। আর টিউনটি সুন্দর হয়েছে। ধন্যবাদ