বিনামূল্যে তৈরি করুন আপনার নিজস্ব ওয়েবসাইট, ফ্রী হোস্টিংয়ে!!! পার্ট-১

বন্ধুরা কেমন আছেন সবাই?

নিশ্চই ভাল!!! কাজের ব্যস্ততার কারনে তেমন লিখতে পারছি না। তবে আমি কিন্তু টেকটিউনস এর নিয়মিত পাঠক। প্রতিদিন একবার করে চোখ না বোলালে আমার পেটের ভাত হজম হয়না। আজ কিছু সময় বের করে আপনাদের জন্য নিয়ে আসলাম বিনামূল্যে নিজের ওয়েবসাইট তৈরি করার পদ্ধতি। তাও আবার ফ্রী হোস্টিংয়ে। (এ বিষয়ে আগে কোন টিউন হয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।) কি বিশ্বাস হচ্ছে না? কিছুক্ষণ সময় নিয়ে পড়ুন এবং চেষ্টা করুন। আশা করি আপনার নিজের সাইটটি পেয়ে যাবেন।

তার আগে জেনে নিই ফ্রী হোস্টিংয়ে কি কি থাকছে::

১।  সম্পূর্ণ বিনামূল্যে হোস্টিং সারাজীবনের জন্য।

২।  সাবডোমেইন

৩।  হোস্টিং স্পেস পাবেন মাত্র ১০ জিবি। 😀

৪।  হোস্টিং ব্যান্ডউইথ পাবেন মাত্র ১০০ জিবি। 😀

৫।  স্ক্রিপ্ট ইন্সটলারে পাবেন সহজেই বিভিন্ন স্ক্রিপ্ট ইন্সটল করতে।

আরও বেশ কিছু সুবিধা রয়েছে যা নিজেই বুঝতে পারবেন।

তো চলে আসুন কাজে!!

প্রথমে এই লিংকে ক্লিক করুন।

হাজির হয়ে গেছে নিশ্চই সাইট টি। 🙂

এবার নিচের চিত্রের ১ নং চিহ্নিত জায়গায় ক্লিক করুন।

01

ক্লিক করেছেন নিশ্চই!!! ক্লিক করে থাকলে এবার নিচের চিত্রের মত পেজ এসে গেছে।

 

 

 

 

02

পেজের স্ক্রিণশটটাতে বেশ কিছু নাম্বার দিয়ে রেখেছি। এখন বলছি নাম্বারগুলোতে কি কি করতে হবে।

২নং চিহ্নিত জায়গায় ইউজার নেম দিতে হবে। অর্থাৎ আপনার ওয়েবসাইটের ঠিকানা যেটা হবে। যেমন আমি দিয়েছি udcbelkuchi। অর্থাৎ আমার সাইটের ঠিকানা হবে udcbelkuchi.swapnoit.com এমন।

৩নং চিহ্নিত জায়গায় আপনার পাসওয়ার্ড দিতে হবে। এবং অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন।

৪নং চিহ্নিত জায়গায় আপনার ইমেইল ঠিকানা দিতে হবে। ইমেইল ঠিকানায় একটা কনফার্মেশন মেইল যাবে তাই খেয়াল করে দেবেন।

৫নং চিহ্নিত জায়গা যেমন রয়েছে তেমনই রেখে দিন।

৬নং এবং ৭নং চিহ্নিত জায়গাটাও একই রেখে দিন।

৮নং জায়গাতে Security Code এর লেখাগুলো হুবুহু লিখুন।

এবার ৯নং জায়গাতে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের চিত্রের মত আসবে।

03

এবার উপরের ছবিতে লাল চিহ্নিত জায়গাটাতে খেয়াল করুন যে আপনার দেয়া ইমেইল আইডিতে একটা কনফার্মেশন মেইল গিয়েছে নিচের চিত্রের মত।

04

মেইলে ক্লিক করুন। তাহলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।

05

লাল চিহ্নিত লিংকে ক্লিক করবেন আপনার মেইলের। তাহলে কিছু সময় নিয়ে আপনাকে ইউজার আইডি, পাসওয়ার্ড ইত্যাদি দেবে। আপনার মেইলেও একটা মেইল যাবে যেটাতেও আপনার আইডি, পাসওয়ার্ড, সিপ্যানেল লিংক ইত্যাদি থাকবে।

এবার আপনার সাইটটির লিংকে যান অর্থাৎ (আপনার ইউজার নেম.swapnoit.com) এ গিয়ে দেখুন নিচের চিত্রের মত সাইট দেখাচ্ছে।

06

ব্যাস হয়ে গেছে আপনার সাইটের হোস্টিং এবং ডেমো সাইট। আপনি আপনার সিপ্যানেলে ঢুকবেন না??? তাহলে আবার এই লিংকে গিয়ে নিচের চিত্রের লাল চিহ্নিত জায়গায় ক্লিক করুন।

07

ক্লিক করার পর নিশ্চই নিচের মত পেজ এসেছে??

08

এখন ১নং জায়গায় আপনার ইউজারনেম যেটা মেইলে পেয়েছেন সেটা দিন। অর্থাৎ swpn_1545542 এরকমের টাইপের যেটা সেটা দিবেন। তারপর ২নং জায়গায় আপনার পাসওয়ার্ড দিবেন এবং ৩নং জায়গায় ক্লিক করবেন। তাহলে নিচের মত পেজ আসবে। এটাই আপনার সিপ্যানেল।

অনেক লিখলাম আজ। আর পারছিনা আজ। আপনাদের ভাল লাগলে পরবর্তী টিউনে সিপ্যানেল এর ডিটেইলস তুলে ধরব অর্থাৎ অন্তত যতটুকু সাইট এর এডিটে কাজে লাগে আর কি। আর যদি আপনাদের উৎসাহ না পাই তাহলে এখানেই সমাপ্তি টানব।

পরবর্তী টিউন হবে: সিপ্যানেল নিয়ে এবং সাইট তৈরি নিয়ে।

ভাল থাকবেন সব সময়।

টিউন ট্যাগ: free, webhost, website, swapnoit, hosting

Level 0

আমি Shoed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks

    Level 0

    আপনাকেও অনেক ধন্যবাদ।

চালিয়ে যান আর swapnoit ata ki বাদ দেওয়ার কোনো সিস্টেম আছে???

    Level 0

    যেহেতু এটা সাবডোমেইন কাউন্ট করতেছে তাই সাবডোমেইন এ এটা বাদ দেয়ার সিস্টেম নেই। তবে আপনি নতুন কোন ডোমেইন এটাতে যুক্ত করতে পারবেন। সেক্ষেত্রে DOT TK ডোমেইন ফ্রী পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারবেন।

    Level 0

    ধন্যবাদ। আপনাদের অনুপ্রেরণা পেলে পরবর্তী টিউন করব।

Level 1

সব কিছুই ঠিক ঠাক মতো করলাম কিন্তু শেষে

“”We are unable to log you in with the information you provided. Please check your username and password and try again””

কেমন হইল ভাই Shoed জানাবেন

    Level 0

    ভাই আপনার ইউজার নেম অথবা পাসওয়ার্ড কোথাও ভুল হয়েছে নিশ্চই। আপনার ইউজারনেমটা দেখতে এরকম হবে swpn_127872 এবং পাসওয়ার্ড হবে ৮ ক্যারেক্টার এর। তারপরও যদি আপনার সমস্যা মনে হয় আপনি আমাকে নক দিতে পারেন ফেবুতে। fb.com/shoed

খুব সুন্দর লিখেছেন ভাই। পরের পার্ট দ্রুত চাই।

    Level 0

    ধন্যবাদ ভাই। চেষ্টা করছি দ্রুত লেখার জন্য।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ। 😀

cpanel এ তো লগিন ই হয় না

    Level 0

    কি সমস্যা হচ্ছে বলেন ভাই। যতটুকু পারব হেল্প করার চেষ্টা করব।

Level 0

আপনাকেও ধন্যবাদ।

প্রিয়তে নিলাম, পরবর্তী টিউন নিয়ে দ্রুত ফিরবেন আশা করি

Level 0

ধন্যবাদ ভাই। আমি চেষ্টা করছি দ্রুতই হাজির হবার জন্য। 🙂

অনেক সুন্দর হয়েছে। আমার কিছু প্রশ্ন আছে Shoed ভাই।আমি নতুন ওয়েব ডিজাইন শিকছি তাই হয়ত আমি ঠিক মত বুজতে পারছি না আর প্রশ্ন গুল করছি। আমি কি আমার .com ডোমেইন ADD করতে পারবো ? অনান্য Free Hosting company দের মত এরাও কি আমার site এ ওদের Add দিয়ে রাখবে ? এই ১০gb space কি আমি সারাজিবন পাব নাকি ১ বসর পর renew করতে বলবে? আমি কি ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারব এই hosting এ ? উত্তর গুল পেলে আমার উপকার হতো। আবারও ধন্যবাদ

Level 0

আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ ভাই। আপনার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি।

১। আপনি যেকোন ডোমেইন এ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনি .com/.org/.net যেকোন ডোমেইন এ্যাড করতে পারবেন।
২। আপনার সাইটে এরা কোন এ্যাড প্রদর্শন করবে না।
৩। আপনি এই ১০ জিবি স্পেস সারাজিবনই পাবেন। এটার কোন রিনিউ করতে হবে না।
৪। আপনি ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপাল সহ আরও অনেক কিছু ইনস্টল করতে পারবেন। এছাড়াও আপনি নিজের ডেভলপ করা সাইটও আপ করতে পারবেন।
আরও কিছু জানার থাকলে আপনি নির্দ্বিধায় জানাতে পারেন এখানে ভাই।

অনেক ধন্যবাদ ভাই। পরের টিউন এর অপেক্ষায় থাকলাম। 🙂

    Level 0

    আপনাকেও ধন্যবাদ। চেষ্টা করব দ্রুত লেখার জন্য।

ধন্যবাদ ভাই, প্রিয়তে রাখলাম আর পরবর্তী টিউনের অপেক্ষায় রইলাম !

    Level 0

    আপনাকেও ধন্যবাদ। প্রিয়তে যাওয়াতে সৌভাগ্যবান মনে করছি।

Level 0

সবই ঠিক ছিল। কিন্তু মেইলের লিংক থেকে ক্লিক করার কিছুক্ষন পর This account could not be activated due to your ip address changing during signup, you will need to re-register an accunt এই বার্তাটি আসে। এখন কি করতে হবে?

    Level 0

    আপনি সম্ভবত একই লিংকে দুবার ক্লিক করেছেন। তারপরও আপনি আপনার স্প্যামে চেক করে দেখতে পারেন। সেখানেও যেতে পারে আরেকটি মেইল। আপনার তারপরও যদি সমস্যা মনে হয় তাহলে আপনি মেইল করতে পারেন আপনার ইউজার আইডি অথবা ইমেইল আইডি দিয়ে। [email protected] এবং [email protected] এ ধন্যবাদ।

Webly, webs, webstar ইত্যাদিতেও করতে পারবেন। সহজ এবং একই নিয়ম ।

Level 0

সেগুলোতে কি আপনি নিজের বানানো সাইট আপলোড করতে পারবেন এফটিপি দিয়ে ভাই? আমার এটা জানা নেই। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই। টিউনটি প্রিয়তে রাখলাম। কিন্তু একটা কথা ভাই .tk ডোমেইন কিভাবে এড করবো একটু জানালে উপকৃত হতাম। আবারও অসংখ্য ধন্যবাদ।

    Level 0

    পরের টিউনে দেখাব আশা করছি ভাই।

সব কিছুই ঠিক আছে, তবে একটা কথা বলেন তোঃ আপনি কেন নিজের টাকা খরচ করে হোস্টিং কিনে পাবলিক কে মাগনা দিচ্ছেন? আপনি যে ব্যন্ডইউথ ফ্রি অফার দিচ্ছেন ওটার খুব খারাপ শেয়ার্ড হোস্টিং এ-ও বছরে চার্জ করবে হাজার খানেক টাকা।
কিছু মনে করবেন না, আমি প্রতি মাসে প্রায় ছয় হাজার টাকা হোস্টিং বিল দেই। সব কিছু যদি ফ্রি ই পাওয়া যেত তাইলে আমরা এখনো বোকা-ই রয়ে গেলাম!

    Level 0

    ভাই আপনার কথা শুনে সত্যিই ভালো লাগলো। এতটুকুও খারাপ লাগেনি আপনার টিউমেন্টটা পড়ে। বরং ভালো লাগলো এই ভেবে যে সমালোচনা না হলে কোন বিষয় সহজে ক্লিয়ার হয় না। আপনি পুরো টিউনটি ভালো করে পড়ে দেখুন আশাকরি এতেই লেখা আছে। ধন্যবাদ ভাই আপনাকে।

Level 0

Nice, I will try it

    Level 0

    ধন্যবাদ ভাই আপনাকে।

সুন্দর একটি পোষ্টের জন্য ধন্যবাদ Shoed ভাই। ভাই আমি কি এখান থেকে বিজনেস ওয়েবসাইট বানাতে পারবো । আমি এইসব বিষয়ে কম বুঝি , তাই আমার প্রশ্নে মনে কিছু নিবেন না ভাই ।