ওয়েব ডিজাইন এইস টি এম এল ৫ সি এস এস ৩ বেসিক থেকে অ্যাডভাঞ্চ 2

         সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে

ওয়েব ডিজাইন এইস টি এম এল ৫ সি এস এস ৩ বেসিক থেকে অ্যাডভাঞ্চ-১

প্রিও টেকটিউনস এবং প্রিও টেকটিউনস লাভার

আসসালামু আলাইকুম। সবাইকে শেষ হয়ে যাওয়া পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। এটি আমার টেকটিউনস এর ২য়  টিউন। প্রথম টিউন অনেকেই দেখেছে সেটা ভাল লাগার বিষয়। তার চাইতেও ভাল লাগবে এটা সুনলে যে এর মধ্যে কেউ না কেউ ভিডিও টিউটোরিয়াল গুলা নিয়ম মেনে দেখছে এবং শিখতে পারছে এবং নিজের কষ্ট বা এই চেষ্টা সার্থক হবে অন্তত একজন ও যদি শিখতে পারে কাজ করতে পারে। যেহেতু ভিডিও টিউটোরিয়াল দেব তাই একটু কথা বলছি দয়া করে একটু কম বিরক্ত হবেন :p। সবাই কে একটা বিশেষ অনুরধ করি দয়া করে টিউন কেমন হল সেটা একটু জানাবেন মানুষ ভুল হউয়া স্বাভাবিক তাই ভুল গুলা ধরিয়ে দিলে পরবর্তীতে সেটা আর হবে না। এছাড়াও আপনাদের টিউমেন্টস গুলা আমাদের জন্য পাওয়ার হিসাবে কাজ করে। দয়া করে সুধু আমার না যারা যারা টিউন করে তাদের কে টিউমেন্টস  এর পাশাপাশি একটু ধন্নবাদ ও দিয়েন আগে এতটা বুঝতাম না যে যারা টিউন করছে কতটা পরিশ্রম করে আমাদের জন্য টিউন দিচ্ছে অনেক অনেক ভালবাসা তাদের সবার জন্য

 

দুক্ষিত আমার বক বক এর জন্য

এবার আসি মুল বিষয় এ আজকে আমি আপনাদের জন্য আরও ২টা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি পর্ব ৯ এবং পর্ব ১০ আশা করি যারা অপেক্ষায় ছিলেন তাদের জন্য খুশির খবর বা টিউন এটা 😀 ত চলুন দেখে নেই ভিডিও টিউটোরিয়াল গুলা

আমার ইউটিউব চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করবেন একটু কষ্ট করে জিমেইল আইডি দিয়ে লগইন করে তার পর সাবস্ক্রাইব ভিডিও তে লাইক  টিউমেন্টস করলে আমি একটু আশা পাব যে আপনারা আরও ভিডিও চাচ্ছেন

ভিডিও টিউটোরিয়াল-০৯

এবং

ভিডিও টিউটোরিয়াল-১০

আরেকটা কথা যারা ভিডিও দেখছেন তাদের যদি সফটওয়্যার নিয়ে কন সমস্যা হয়ে আমাকে জানাবেন আমি সব সফটওয়্যার মেনেজ করে দেব এবং অনুশীলনের জন্য ফাইল দরকার হলে এখানে বা ইউটিউব চ্যানেল এ টিউমেন্টস করে জানাবেন

ধন্নবাদ কষ্ট করে টিউন পরবার জন্য আজকে এতটুকুই আল্লাহ্‌ হাফেয

আমার ইউটিউব চ্যানেল

আমার ব্লগ যেতে পারেন

ফেসবুক এ আমি

 

 

 

 

Level 2

আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবার কাছে একটা বিষয়ের জন্য ক্ষমা চাচ্ছি ও গুছাল পোস্ট এবং কয়েক জায়গায় কমেন্টস এর স্থানে টিউমেন্টস চোলে এসেছে এডিট করে আপডেট দিয়েছি হয়নি তাই ক্ষমা করবেন

আল্লাহ হাফেয

Thank you bro @Gaziur Ragman Shihab