সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু নতুন টেমপ্লেট নিয়ে।
আগের টিউমেন্ট কথা: অনেক কাছ থেকে সাড়া পেয়ে এই টিউন শুরু করলাম।
আমার আগের টিউন গুলো: ১। রিভিনিউহিট ফেক নাকি সত্যি!!!! প্রমাণ সহ
২। যাদের ডাউনলোড ব্লগস্পট সাইট আছে তাদের জন্য সুন্দর টেমপ্লেট ও সাথে টিটোরিয়াল
যাই হোক কথা শুরু করি।
আমরা আগে টেমপ্লেটটি ভিউ দেখে নিই। ডোমো লিংক এখানে। নিচের স্ক্রীন শট দিলাম।
আশা আপনার মত করে মেনুবার পরিবর্তন করতে পারবেন। না তাহলে আমার আগে টিউন দেখুন। (উপরে লিংক দেওয়া আছে)
এই টেমপ্লেট এর বৈশিষ্ট্য:
১। এটাতে অটো এসএইও করা আছে।
২। Ajax করা আছে।
৩। মোবাইল ফ্রেন্ডলি টেমপ্লেট।
৪। রেসপনসিভ করা আছে, মানে পিসি, ট্যাবলেট, ট্যাব অনুযায়ী টেমপ্লেটটি অটো সেট হয়ে যাবে।
৫। মেনু বা Lable অনুযায়ী টিউন দিলে অটোমেটিক নিচে চলে যাবে। (বুঝেন নাই, নিচে বুঝিয়ে দিচ্ছি)
৬। এফিলিয়েট মার্কেটিং টিউন বা আর্টিকেল সু্ন্দর ভাবে শো ও বিস্তারিত দেখাবে।
ওহ ভুলেই গেছি ডাউন লিংক দিতে। ড্রপবক্স থেকে ডাউনলোড করুন।
এবার টিপস এর কথা বলি:
আপনি টেমপ্লেট টিতে খেয়াল করুন, মেনুবারে যা আছে, তা নিচে আলাদা ভাবে আর্টিকেলগুলা শো করে। তাহলে কি করতে হবে?
আপনি Layout অপশনে যান এবং সেখানে দেখতে পাবেন Bussiness অপশন গ্যাজেট আছে। সেখানে ক্লিক করুন এরপর নতুন উইন্ডো আসবে।
এরপর Bussiness এর জায়গা আপনার পছন্দের মেনু বা Lable লিখুন এবং নিচেও লিখুন। মনে রাখবেন, যেভাবে Lable লেখা আছে সেভাবে লিখবেন, না হলে টিউন শো করবে না।
এভাবে সবগুলো কলাম আপনি এইভাবে পরিবর্তন বা চেঞ্জ করতে পারবেন।
এখানে খেয়াল করুন, এডস বসানোর জায়গা নাই। তাহলে কি করবেন। বলছি: ভালো করো বুঝুন ও তারপর প্রয়োগ করুন:
আপনার প্রথম কলামে Latest From My Blog অপশনে ৩ টা কলাম আছে। আমরা এখানে এডস শেষের টাতে এডস বসাবো। 300*250।
আপনি Layout গিয়ে প্রথম Entertenment ক্লিক করুন এবং এডস কোড যেমন HTML অথবা JavaScript বসান শো করবে।
এভাবে আপনার মন মত যে কোন জায়গা এডস বসাতো পারবোন।
কিছু সর্তকতা:
১। আপনার আগের টেমপ্লেট ব্যাকআপ রাখুন।
২। মেনুবার বা Lable যেভাবে লেখা আছে, সেভাবে গেজেট লিখবেন।
৩। আমি সাধারণ জানি, এফিলিয়্যেট মার্কেটিং সাইটে এডস থাকে না, তারপরও আপনার ইচ্ছে হলে বসাতে পারবেন।
আজ এই পর্যন্ত। আগামীতে নিয়ে আসবো অন্য কোন টেমপ্লেট নিয়ে।
আশা করি, সবাই ভালো থাকবেন, অন্যজনকেও ভালো রাখার চেষ্টা করবেন।
ফেসবুকে আমি
আমি mazbah11। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য