Blogspot/Blogger দিয়ে সম্পূর্ণ একটি Blog তৈরী: (Registration) পর্ব ০১
Blogspot/Blogger দিয়ে সম্পূর্ণ একটি Blog তৈরী: (Dashboard) পর্ব ০২
আমার আজকের পর্ব হল Settings পরিচিতি এবং কার্যাবলী। প্রথমে এখানে গিয়ে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলে নিচের মত একটি পেজ open হবে। তারপর আপনি Language এ ক্লিক করে ভাষা ‘english
’ করে দিন। তাহলে বুঝতে সুবিধা হবে। এখন চিত্রটি লক্ষ্য করুন।
Ekhane Upore Dekhun Language English kora ase rrrrr
Pro apk zone er jaygay apnar blog e click korun
tarpor nicer moto asbe
Ekhane nic Theke Seting E clik korun
Tarpor nicer moto asbe
Title: এটি আপনার ব্লগের মূল অংশ। অর্থা এখানে ব্লগের শিরোনাম, বর্ণনা, ব্লগ সম্পর্কে গোপনীয়তা ইত্যাদি সংরক্ষণ, পরিবর্তন, পরিবর্ধন ইত্যাদি করতে পারবেন। ফরম সঠিকভাবে পূরণ করে ‘সেটিংস সংরক্ষণ করুন’ বাটনে ক্লিক করুন।
Blog adderess: এখানে ব্লগের নাম পরিবর্তন করতে পারবেন। নাম পরিবর্তন করার জন্য প্রথমে Blogspot ঠিকানায় আপনার নতুন নামটি লিখুন এবং শন্দ বাচাই-এ ক্যাপচাটি নিচের বক্সে লিখুন এবং ‘সেটিংস সংরক্ষণ করুন’ বাটনে ক্লিক করুন। পরবর্তীতে দেখাব কিভাবে কাষ্টম ডোমেইন ব্লগারে যোগ করতে হয়। (ইনশা আল্লাহ)
Post & Comment: এখানে আপনি টিউমেন্ট edit করতে পারবেন। ইচ্ছা করলে টিউমেন্টকারীর ছবি, ইমেইল ইত্যাদি দেয়ার আহ্বান জানাতে পারেন। অর্থা টিউমেন্ট করলে টিউমেন্টকারীর ছবিও প্রদর্শিত হবে। প্রতি পোষ্টে কতজন টিউমেন্টকারীদের স্থান দিবেন ইত্যাদি আপনি এখানে edit করতে পারবেন।
Language And Formetitng: এখানে অনেক অপশন নিয়ে পেজটি হাজির হবে শুধু আপনারই জন্য। আপনার ব্লগে যখন পোষ্ট প্রকাশিত করবেন তখন সর্বোচ্চ কয়টি পোষ্ট প্রথম পাতায় রাখবেন, সময়-তারিখ এর ফরমেট, ভাষা ইত্যাদি জানতে চাইবে যা সঠিকভাবে পূরণ করার পর ‘সেটিংস সংরক্ষণ করুন’ বাটনে ক্লিক করবেন।
আজ এই পর্যন্ত দিলাম আগামী Tune E Dekhahobe...
সবাই ভাল থাকুন। সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
আমি তৌহিদুল ইসলাম তুহিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগ্লো, ধারাবাহিকতা বজায় রাখুন