সবাইকে জানাই আমার সালাম ও একই সাথে জানাই ঈদ মোবারক।
আশা করি সবাই ভাল আছেন এবং ব্যস্ততার চাপে আমাকে প্রায় ভুলেই গিয়েছেন। কিন্তু আমি আপনাদের আজও ভুলিনি, আজ অনেক দিন পর আবারও কিছু লিখে যাবার জন্য ফিরে আসলাম।
আজ আমি যে টিউনটি করতে যাচ্ছি তা হয়ত আপনার সপ্নটাকে এক ধাপ এগিয়ে দিতে পারে, তবে আমার টিউন শুধু তাদেরই সপ্নকে এগিয়ে দিতে পারে, আমি যাদের উদ্দেশ্য করে টিউনটি লিখছি। আমার একটা ছোট টিউন সবার সপ্নকে এগিয়ে দেয়ার ক্ষমতা রাখে না।
আজ অনলাইন জগতের নতুনদের সপ্ন নিয়ে কিছু লিখার চেষ্টা করব, অন্যদের সপ্ন নিয়ে হয়ত পরে একদিন লিখব। তবে সবাই মনোযোগ দিয়ে পড়বেন, আশা করি খারাপ লাগবে না, হয়ত মনে হবে একটা গল্পের বই পড়ছেন।
আমি খুব সাধারন একজন মানুষ, শখ করে web design এবং develop করি, এটা আমার সপ্ন ছিল কিন্তু আজ অনেকটা বাস্তব।
আমার এই সপ্ন পূরনের রাস্তায় চলতে গিয়ে অনেক নতুন মানুষের অনেক সপ্ন সম্পর্কে জানলাম।
আসলে একটা ছেলে বা মেয়ের যখন সপ্ন জাগে তার একটা ওয়েব সাইট থাকবে এবং সে নিজেই সব ডিজাইন করবে। তখন সপ্নটা সত্যি অন্যরকম থাকে, অনেকটা প্রেমের মত, প্রতিটা সময় সেই সপ্নের কথা মনে পড়ে।আমি মনে করি- যারা এমন করে সপ্ন দেখতে পারবেন, সপ্নের প্রেমে পড়তে পারবেন এবং সপ্নকে সফল করার জন্য পরিশ্রম করতে পারবেন, তারা একদিন সফল হবেনই।
তবে আপনার এমন সপ্নটা একদিন থেমে যেতে পারে, কিন্তু কারনটা হতে পারে খুব সাধারন।
ধরুন আপনি হটাৎ একদিন ফেসবুকে দেখলেন...
*৫ মিনিটে আপনার নিজের নামে ওয়েব সাইট তৈরি করুণ। শুধু "Sign Up" করুণ এবং নিজের মত করে সাজিয়ে নিন*
আপনিও অনেক খুশি হয়ে ৫ মিনিটে আপনার সাইট তৈরি করে নিয়েছেন-
http://www.yourname.example.com
এবং সবাইকে বলছেন এটা আমার তৈরি করা প্রথম সাইট! ফেসবুকে status দিচ্ছেন বার বার কারন আপনি অনেক খুশি।
কিন্তু এটাই কি আপনার প্রকৃত সপ্ন...?
নাহ... এটা আপনার সপ্ন না... তবে এটা আপনার সপ্ন পূরনের পথে একটা বাধা মাত্র।
বাস্তবে web design এবং develop এত সহজ নয়, তবে সঠিক পথে হাটলে অনেকটা সহজ মনে হবে।
আপনার শুরুটা সাধারন ভাবেই হতে পারে...
প্রথমে HTML ও CSS সম্পর্কে কিছু ধারনা নিন, তারপর ডোমেইন ও হোস্টিং নিয়ে Live practice শুরু করে দিন, তাহলেই দেখবেন একদিন এই দুইটা বিষয়ের উপর ভাল ধারনা হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে টপ লেভেল ডোমেইন ও হোস্টিং নির্বাচন করুণ, কেননা আপনি অবশ্যই চাইবেন না পরবর্তীতে সার্ভার ডাউন বা ডোমেইন হ্যাকিং এর মত সমস্যা আপনার সপ্নে বাধা সৃষ্টি করুক। এই বিষয়ে বিস্তারিত আমার আগের টিউনে লিখেছি।
একটা বিশেষ কথা হল... আপনি যা শিখবেন তা সাথে সাথে practice করুন, তাহলে বিষয়টা সহজ মনে হবে।
একই ভাবে javascript, mysql and php শেষ করে ফেলতে পারেন। আশা করি এভাবে আপনার সপ্নের রাস্তাটা কঠিন মনে হবে না, হয়ত একটু সময় লাগবে, তবুও হাল ছাড়বেন না, জয় আপনার হবেই।
সপ্নের সোনার হরিন বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন এবং সকালে তার পিছনে ছুটতে থাকুন। একদিন হটাৎ দেখবেন সপ্ন বাস্তবে আপনার দরজায় কড়া নাড়ছে- সেদিন আপনি সব থেকে বেশি খুশি হবেন। হয়ত সেদিন একবার মনে পড়বে আমার কথা, তার জন্যে আজ আমার চেষ্টা করে যাওয়া।
অবশ্যই টিউনটি মনোনয়ন ও শেয়ার করুন, যদি টিউনটি আপনার ভাল লাগে।
আপনার সপ্নের পথে বাঁধা সৃষ্টি হলে আমাকে খুজে পাবেন ফেসবুকে অন্যথায় আমার ওয়েব সাইটে
o o আমি চলে যাচ্ছি o o o o o o o o o o o o o
o o o o o o o o o কিন্তু আবারও ফিরে আসছি o o
আমি আরাফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ধন্যবাদ।
ভাইয়া Shared Hosting, Reseller Hosting, VPS Hosting, Dedicated Server এর মধ্যে পার্থক্য সম্পর্কে একটা টিউন করবেন প্লিজ?
আর একটা প্রশ্ন কিছু মনে করবেন না (হাসবেন না) প্লিজ, ধরুন যদি আমি আপনার কাছ থেকে একটা হোস্টিং নিয়ে আমার একটা ওয়েব সাইট তৈরি করি, পরবর্তী কোন সময় আপনি যদি আপনার সার্ভার টি ডিলিট করে দেন তাহলে কি আমার সার্ভার টি ও ডিলিট হয়ে যাবে?