আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
NB: এটা আমার ১ম টিউন। 😎
বর্তমান সময়ে আমরা অনলাইনে দেখতে পায় যে হাজারও বললে ভুল হবে, অগণিত ওয়েব পেজ, ওয়েব সাইট ইত্যাদি রকমারি ব্লগ। প্রত্যেকেই একটি ব্লগ বা ওয়েব সাইটের আশা করি। তা আমরা সবাই জানি। যেহেতু ওয়েব সাইট কিনতে হয় তাই আমরা একটি ওয়েব সাইট কেনার সামর্থ্য রাখি না। সবার কেনার সামর্থ্য থাকে না। ব্লগের মাধ্যমেও একটি সাইট তৈরী করা যায়। অর্থাৎ ওয়েব সাইটের চাহিদা ব্লগ দ্বারা পূরণ করা যায়। তাই আমি আপনাদের সাথে একটি চেইন টিউন শুরু করতে যাচ্ছি। টিউনটি হল ব্লগার দিয়ে কিভাবে আপনারা একটি ব্যক্তিগত বা অফিসিয়াল ব্লগ তৈরী করতে পারেন।
আজ প্রথম পর্বে আমি দেখাব ব্লগারে কিভাবে Registration এবং Post করতে হয়। আর হা আপনার একটি gmail একা্উন্ট থাকতে হবে। না থাকলে এখান থেকে নতুন একাউন্ট করে নিন।
এখানে গেলে নিম্নের মত একটি পেজ ওপেন হবে।
Tarpor Apnar Gmail Account Dia Log In Korun
Gmail ID Dia Log IN Korar Por Tokhon Eirokom Ekti Page Asbe
Then একটি Google+ প্রোফাইল তৈরি করুন E Click Korun
এবং সেই ফ্রম টা পুরন করে একটি google+ account তইরি করুন এবং ফিনিশ করুন
ফিনিশ করার পর নিচের page টি আসবে
এখন ব্লগার এ অবিরত রাখুন এ ক্লিক করুন
তারপর নিচের পেইগ টি আসবে
এখন নিউ ব্লগ এ ক্লীক কোড়ূণ
এর পর নিচের মতো করে কাজ করুন
Title: এখানে আপনার ব্লগ এর টাইটেল দিন।
Address: এখানে ব্লগ এর জেই লিঙ্ক হবে তা দিন।
Template: যে কন এক্তা থিম সিলেক্ট করে দিন।
তারপর Create Blog e Click korun
তার পর নিচের মত পেইগ আসলে আপনার ব্লগ তইরি
বাস আপনার ব্লগ তইরি।
এবার বাম সাইড থেকে নতুন টিউন এ ক্লিক করুন
উপরের চিত্র অনুযায়ী কাজ সম্পাদন করলে নিচের পেজটি আসবে.
অর্থা আপনার পোষ্টটি প্রকাশিত হয়েছে। এবার আপনি চাইলে পোষ্টটি দেখতে পারেন। পোষ্টে কোন ভুল থাকলে ‘পোষ্ট সম্পাদন করুন’ বাটনে ক্লিক করুন। নতুন পোষ্ট তৈরী করতে চাইলে ‘একটি নতুন পোষ্ট তৈরী করুন’।
আজকে এই পর্যন্ত। আগামী পর্ব হবে Dashboard নিয়ে। সাথেই থাকুন।
ভাল থাকুন।
সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।
প্রয়জনে ফেইসবুকে Facebook e Ami
উথসাহ দেয়ার জন্য অনুরোধ রোইল।
আমি তৌহিদুল ইসলাম তুহিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thnx ……………………..