ব্লগস্পট সাইটকে ১২-১৩ ডলার ডোমেইন, হোস্টিং ও ব্যান্ডউইথ নিয়ন্ত্রণ করুন নিজেই (ফ্রি হটস টিউন) পর্ব-2

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লা বারাকাতুহ!!!

সবাইকে ঈদুল ফিতরের মোবারকবাদ ও আন্তরিক শুভেচ্ছা।

আমার প্রথম টিউন দেখুন।

আগের পর্বে শুধু সু সংবাদ দিয়েছে। এই পর্বে পুরো কার্য প্রণালী দেখাবো।

যে কাজ করেছেন কি? না করলে করে ফেলুন:
১। আপনার কি জনপ্রিয় ব্লগস্পট আছে আছে কারণ তাকে টপ লেভেল সাইটে পরিণত করবো।
২। আপনার পছন্দের ডোমেইন কিনেছেন কি? (ফ্রি কেনার উপায়টা বলতাম, এখন এই কারণে বলবো না, বলল বা জানালো আমি দালাল হয়ে যাবে ওলরেডি হয়ে গেছি।)
৩। আমি শুধু Godaddy ডোমেইন সাইট থেকে সাইট কেনার জন্য বলব, এই কারণে এরা ভালো ও দ্রুত সার্ভিস দে।
৪। তাছাড়া Godaddy সাইট থেকে মাত্র 10 মিনিটের আপনার প্রিয় ব্লগস্পট সাইটটিকে ওয়েব সাইটে পরিণত করতে পারবেন।

উপরে দুটো কাজ করে ফেললে তাহলে আপনার ব্লগসাইটকে 10 মিনিটের মধ্যে ব্লগস্পট থেকে ওয়েব সাইটে পরিণত করতে ভিডিও দেখুন। কারণ লিখলে অনেকে বুঝেন না:

আশা করি আপনার ব্লগস্পট সাইটটি টপ লেভেলের সাইট হয়ে গেছে। এখন 15 জিবি ও আনলিমিটেড ব্যান্ডউইথ ব্যবহার করুন।

আপনার সাইট যদি 20-25 টা ইউনিক কন্টেন্ট থাকে তাহলে এডসেন্স এর জন্য এপ্লাই করুন। তবে আবেদন করার আগে নিচে শর্তগুলো মেনে চলুন তাহলে এডসেন্স পাবেন:
(এ ব্যপারে আপনারা জানেন তারপরেও বলছি)
১। কোন পাইরেসী সফটওয়্যার, হ্যাকিং জাতীয় কোন কন্টেন্ট দিবেন না।
২। কোন কপি-পেষ্ট কন্টেন্ট দিবেন না।
৩। কোন সেক্সুয়াল ছবি, কন্টেন্ট দিবেন না।
৪। অন্যজনকে হয়রানি, কটুক্তি, বাংলা কোন টিউন দিবেন।
৫। কন্টেন্ট গুলো ইংরেজী ও মানসম্মত দেন তাহলে 2-3 দিনের মধ্যে এডসেন্স পেয়ে যাবেন।
৬। অন্য কোম্পানীর এডস ব্যবহার করতে পারবেন না।

আর যদি উপরে শর্তগুলো না মানতে পারেন তাহলে নিচের ক্লিক করে এডসেন্স বিকল্প হিসেবে এডস ব্যবহার করতে পারেন।
কারণ এরা সেক্সুয়াল কন্টেন্ট ছাড়া সবই সাপোর্ট করে এবং ব্লগস্পট ও টপ লেভেল যাই বলেন তারা 30 সেকেন্ডের মধ্যে আপনার সাইট এপ্রুভ করে।
আর ইনকাম গুগল এডসেন্স মত এবং রেভিনিউ ইনকাম বেশী। টাকা উত্তোলন করতে পারবেন যে কোন সময় 20 ডলার হলেই, পেওনার মাস্টার্ড কার্ড, পেপাল ও ব্যাংক ওয়ার।

জয়েন করতে পারেন।

আগামী পর্বে শেখাবো, আপনার যে টেমপ্লেট কিভাবে এসইও ও এডসেন্স উপযোগী করবেন।

আপনার ভালো থাকুন, অন্যজনকে ভালো রাখার চেষ্টা করুন।

আমাকে এখানে পাবেন।

Level 0

আমি তারেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই শেয়ার এর জন্য

আপনাকে ধন্যবাদ, কমেন্ট করার জন্য।

থ্যাংকস ভাই। আমি এই পর্যন্ত আপনার আগের টিউন পাওয়ার পর শিখেছি। পরের টিউন এর জন্য অপেক্ষায় থাকলাম

Level 0

এক কথায় দারুন, আপনার কাছে জানলাম ও শিখলাম। হোস্টিং ও ব্যান্ডউইথ এর বিল দিতে দিতে শেষ। আগামীতে অন্য টিউনের জন্য অপেক্ষা আছি।